Vivo T2x 5G: ঝড়ের গতিতে বিক্রি হওয়া এই 5G ফোন Flipkart-এ এখন মাত্র 1,049 টাকায়
Vivo T2x 5G ফোনটি যখন ভারতে লঞ্চ করা হয়েছিল, তখন তার বেস মডেল অর্থাৎ 4GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম ছিল 17,999 টাকা। এখন ফ্লিপকার্ট তার বিগ দিওয়ালি সেলে এই ফোনের উপরেই সরাসরি 33% ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছে। টাকার অঙ্কে এই ছাড়ের পরিমাণ নয়-নয় করে 6000 টাকা প্রায়। ফলে, ফোনটির দাম হয়ে যাচ্ছে মাত্র 11,999 টাকা।
Flipkart Big Diwali Sale: একটা সেলের জের কাটতে না কাটতেই বছরের আর একটা বড় সেল নিয়ে হাজির হয়ে গিয়েছে Flipkart। বুধবার মধ্যরাত অর্থাৎ 2 নভেম্বর থেকে শুরু হচ্ছে ফ্লিপকার্টের বিগ দিওয়ালি সেল। সেই সেলেই ফ্যাশন থেকে শুরু করে ইলেকট্রনিক্স প্রোডাক্ট, অ্যাক্সেসারিজ় থেকে শুরু করে অ্যাপ্লায়েন্স, সবকিছুতেই থাকছে আকর্ষণীয় ছাড়। 2 নভেম্বর থেকে শুরু হয়ে এই সেল চলবে 11 নভেম্বর পর্যন্ত। আর সেল শুরু হওয়ার মুহূর্তেই সস্তার একটি 5G হ্যান্ডসেটের উপরে থাকছে আকর্ষণীয় ছাড়। সেই ফোনটি এখন দেশে সবথেকে দ্রুততার সঙ্গে বিক্রি হওয়া 5G ফোনগুলির একটি। ফোনের নাম Vivo T2x 5G। ফ্লিপকার্ট দিওয়ালি সেলে এই ফোনই আপনি পেয়ে যাবেন খুব কম দামে। কত টাকার ছাড় পাবেন, কেন এই ফোন সেরা, সেই সব তথ্য জেনে নেওয়া যাক।
Flipkart Big Diwali Sale: Vivo T2x 5G ফোনে আকর্ষণীয় ছাড়
Vivo T2x 5G ফোনটি যখন ভারতে লঞ্চ করা হয়েছিল, তখন তার বেস মডেল অর্থাৎ 4GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম ছিল 17,999 টাকা। এখন ফ্লিপকার্ট তার বিগ দিওয়ালি সেলে এই ফোনের উপরেই সরাসরি 33% ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছে। টাকার অঙ্কে এই ছাড়ের পরিমাণ নয়-নয় করে 6000 টাকা প্রায়। ফলে, ফোনটির দাম হয়ে যাচ্ছে মাত্র 11,999 টাকা।
থাকছে একাধিক ব্যাঙ্কের অফার। পেটিএম ওয়ালেট থেকে পেমেন্ট করলে পেয়ে যাবেন 100 টাকার ক্যাশব্যাক। আবার পেটিএম ইউপিআই থেকে পেমেন্ট করলে 25 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে। স্পেশ্যাল অফারে 6000 টাকার অফ থাকছে। সেই সঙ্গেই আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড ব্যবহারকারীরা পেয়ে যাবেন অতিরিক্ত 5% ক্যাশব্যাক।
অফারের এখানেই শেষ নয়। এরপরেও আবার থাকছে 10,950 টাকার ছাড়। সেই ছাড় কাস্টমাররা পাবেন এক্সচেঞ্জ অফারে। অর্থাৎ, পুরনো ফোন বদলে আপনি নিজেকে একটি নতুন Vivo T2x 5G-এ আপগ্রেড করে নিতে পারেন মাত্র 1,049 টাকায়। তবে কত টাকা ছাড় পাবেন, তা নির্ভর করছে যে ফোনটা বদলাচ্ছেন তার পরিস্থিতির উপরে। এক্সচেঞ্জ ভ্যালুর সম্পূর্ণ সুবিধা আপনি তখনই পাবেন, যখন পুরনো ফোনে কোনও স্ক্র্যাচ থাকবে না, ডিসপ্লে অক্ষত থাকবে।
Vivo T2x 5G: কেন সেরা এই ফোন
* এই VIVO হ্যান্ডসেটে রয়েছে 6.58 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে।
* পারফরম্যান্সের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে একটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6020 প্রসেসর। প্রসেসরটি পেয়ার করা রয়েছে 4GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে।
* ফোনের ক্যামেরা সেটআপ দুর্ধর্ষ। প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে একটি 50MP ক্যামেরা। সেকেন্ডারি ক্যামেরায় রয়েছে একটি 2MP সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে 8MP ফ্রন্ট ক্যামেরা।
* অত্যন্ত শক্তিশালী একটি 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে ফোনটিতে।