Mobile App Installation Tips: ফোনে একের পর এক Apps ইনস্টল করছেন, সঙ্গে করছেন এই মারাত্মক ভুল

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Apr 09, 2023 | 1:08 PM

Smartphone Apps Tips: কখনও কি ভাবে দেখছেন যে, এত অ্যাপ ইনস্টল করার পরে আপনার ফোনের কোনও রকম ক্ষতি হচ্ছে না তো? তাহলে আপনাকে কী করতে হবে? তারই উপায় আপনাকে জানানো হবে।

Mobile App Installation Tips: ফোনে একের পর এক Apps ইনস্টল করছেন, সঙ্গে করছেন এই মারাত্মক ভুল

Follow Us

Mobile App Tips And Tricks: হাতেগুনে বলতে পারবেন এই মুহূর্তে মোবাইলে ক’টি অ্যাপ আছে? অনেকেই পারবেন না। কারণ শপিং অ্যাপ থেকে শুরু করে ছবি তোলা, ছবি এডিট করা, সব কিছুর জন্যই আলাদা আলাদ অ্যাপ। আবার বর্তমানে UPI আসার ফলে অনেকগুলি দরকারি অ্যাপ ফোনে ইনস্টল করতে হয়। আর এখানেই শেষ নয়, এগুলি ছাড়াও গেমের আরও কিছু অ্যাপ ডাউনলোড (Download) করে রাখেন। কিন্তু কখনও কি ভাবে দেখছেন যে, এত অ্যাপ ইনস্টল (App Install) করার পরে আপনার ফোনের কোনও রকম ক্ষতি হচ্ছে না তো? বা আপনি একটি অ্যাপ আপনার ফোনে ডাউনলোড করার সময় সেই অ্যাপকে বিশেষ কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছেন না তো, যার জন্য বিরাট কোনও বিপদ হয়ে যেতে পারে। তাহলে আপনাকে কী করতে হবে? তারই উপায় আপনাকে জানানো হবে। যখনই একটি অ্যাপ ফোনে ইনস্টল করবেন তখন এইসব টিপস মেনে চলবেন।

কী-কী Permissions দিচ্ছেন, তা নিয়ে সতর্ক থাকুন:

আপনি ফোনে কোনও অ্যাপ ইন্সটল করার সময় খেয়াল করে দেখবেন, সেখানে অনেক ধরনের পারমিশন চাওয়া হয়। এর মানে হল, আপনি সেই অ্যাপটিকে আপনার ফোনের সমস্ত কিছুর অ্যাক্সেস দিচ্ছেন। তাই কোনও কিছু সিলেক্ট করার আগে ভাল করে দেখে নিন। বিশেষ করে সোশ্যাল মিডিয়া অ্যাপ ইনস্টল করার সময় আরও সতর্ক থাকুন। অ্যাপগুলি চালানোর জন্য আপনাকে অনেক ধরনের Permission দিতে হয়। যা আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে। এছাড়াও অ্যাপগুলি যদি ব্যাকগ্রাউন্ডে চলে তাহলে ডাটাও বেশি খরচ হয়।

একটি কাজের জন্য একাধিক অ্যাপ ব্যবহার করবেন না:

অনেক সময় ফোনে একটি কাজের জন্য একাধিক অ্যাপ থাকে। আপনার প্রয়োজন অনুযায়ী কেনাকাটা, হোটেল বুকিং, সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলি বেছে নিন। একাধিক অ্যাপ ব্যবহার করলে ফোন ওভারলোড হয়ে যায়, যার ফলে ফোন একটা সময়ে অনেক স্লো হয়ে যায়।

Activity Tracking বন্ধ রাখুন:

অনেক সময় হয়তো দেখে থাকবেন, একটি অ্যাপে আপনি কিছু খোঁজার পরে, এটি অন্যান্য অ্যাপগুলিতেও বিজ্ঞাপন হিসাবে দেখাতো শুরু করে। বিশেষ করে অনলাইনে কেনাকাটার জন্য কিছু খুঁজলে আপনাকে ফেসবুকেও সেই একটি জিনিস দেখায়। বেশিরভাগ ক্ষেত্রেই এমনটা হয়ে থাকে। একে অ্যাক্টিভিটি ট্র্যাকিং বলা হয়। এতে ফোনের ব্যাটারি খরচ বেড়ে যায়। শুধু তাই নয়, এসব বিজ্ঞাপন ফোনের পারফরম্যান্সকেও খারাপ করে দেয়। তাই অ্যাপির সেটিংস-এ গিয়ে Activity Tracking বন্ধ করে দিন।

Next Article