Google সম্প্রতি Google Pixel 7a লঞ্চ করেছে, যা Pixel 6a-এর একটি আপগ্রেড ভার্সন। বিগত কয়েকদিন ধরেই এই ফোনটি বেশ আলোচনার বিষয় হয়ে রয়েছে। Google Pixel 7a-এর ডিজাইন Pixel 7 এবং Pixel 7 Pro-এর মতই। এই নতুন Google Pixel 7a-এ Tensor G2 প্রসেসর দেওয়া হয়েছে এবং ফোনটিতে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে। এছাড়াও এতে রয়েছে 4385mAh ব্যাটারি। যদিও Google Pixel 7a এবং Google Pixel 7-এর দাম এবং ফিচারের মধ্যে খুব বেশি পার্থক্য নেই, তবে অনেক ক্ষেত্রেই উভয় ফোন আলাদা। চলুন দেখে নেওয়া যাক কোন ফোনটি বেশি ভাল?
কার দাম কত?
Google Pixel 7a-এর দাম 43,999 টাকা। এই দামে 8 GB RAM-এর সঙ্গে 128 GB স্টোরেজ পেয়ে যাবেন। ফোনটি স্লেট, স্নো এবং সি কালারে কেনা যাবে। Pixel 7 বর্তমানে Flipkart থেকে 56,999 টাকায় কিনতে পারবেন। এতে 8 GB RAM-এর সঙ্গে 128 GB স্টোরেজ পেয়ে যাবেন।
স্পেসিফিকেশনের দিক থেকে কে এগিয়ে?
Android 13 Pixel 7a এবং Pixel 7 উভয় ফোনেই একটি 6.1-ইঞ্চি ফুল এইচডি প্লাস OLED ডিসপ্লে এবং 90Hz এর রিফ্রেশ রেট রয়েছে। Pixel 7-এ একটি 6.32-ইঞ্চি ফুল HD প্লাস OLED ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট 90Hz। এই দু’টি Google ফোনেই 8 GB র্যাম এবং 128 GB স্টোরেজ টেনসর জি2 প্রসেসর রয়েছে।
কার ক্যামেরা বেশি ভাল?
Pixel 7a এবং Pixel 7-এ রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। Pixel 7a-তে OIS সহ একটি 64-মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে। দ্বিতীয় লেন্সটি 13-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড। ক্যামেরা দিয়ে আপনি 60fps এ 4K ভিডিয়ো রেকর্ড করতে পারবেন। Google Pixel 7-এর একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং দ্বিতীয় লেন্সটি 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলের। সেলফির জন্য এই ফোনে Pixel 7a-এ 13 মেগাপিক্সেল এবং Pixel 7-এ 10.8 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
ব্যাটারি এবং কানেকশন:
উভয় ফোনেই 5G সাপোর্ট রয়েছে এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও ফেস আনলকও পেয়ে যাবেন। Pixel 7a তে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ একটি 4385mAh ব্যাটারি রয়েছে। যেখানে Pixel 7-এ 4355mAh ব্যাটারি রয়েছে এবং এর সঙ্গে ওয়্যারলেস চার্জিংও পাবেন।