Honor সম্প্রতি ভারতের বাজারে কামব্যাক করেছে। গত সপ্তাহেই সংস্থাটি লঞ্চ করেছে Honor 90 স্মার্টফোন। 18 সেপ্টেম্বর, সোমবার দেশে সেই ফোনটি প্রথম বার বিক্রি করা হবে। এদিন দুপুর 12টা থেকেই Honor 90-র বিক্রিবাট্টা শুরু হয়ে গিয়েছে। নতুন ফোনের সঙ্গে একাধিক আকর্ষণীয় অফার দিচ্ছে Honor, যার দ্বারা তিন বছর পর একটা বড় অংশের উপভোক্তার কাছে পৌঁছতে পারে। নতুন ফোনটিকে প্রিমিয়াম মিড-রেঞ্জ সেগমেন্টেই রেখেছে Honor। আর সেই ফোনটিই এবার OnePlus, Samsung, Nothing-সহ একাধিক ব্র্যান্ডের প্রিমিয়াম মিড-রেঞ্জ ফোনগুলির সঙ্গে টক্কর দিতে চলেছে।
Honor 90: দাম ও অফার
Honor 90 ভারতে লঞ্চ করা হয়েছে মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে। তাদের মধ্যে 8GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম 37,999 টাকা এবং 12GB RAM + 512GB ভ্যারিয়েন্টের দাম 39,999 টাকা। Amazon থেকেই ফোনটি কিনতে পারবেন কাস্টমাররা। সেখানেই একাধিক ব্যাঙ্কের অফার পাওয়া যাচ্ছে।
সবথেকে আকর্ষণীয় অফার থাকছে ICICI ও SBI ব্যাঙ্কের কাস্টমারদের জন্য, যাঁরা সরাসরি 3,000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ও EMI লেনদেনের ক্ষেত্রেও এই অফারটি পাওয়া যাবে। ডায়মন্ড সিলভার, ইমার্যাল্ড গ্রিন এবং মিডনাইট ব্ল্যাক এই তিনটি রঙে ফোনটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা।
তারপরে আবার থাকছে এক্সচেঞ্জ বোনাসের অফার। আপনার পুরনো ফোনটি বদলে যদি একটি নতুন Honor 90 ক্রয় করতে চান, তাহলে পেয়ে যাবেন 2,000 টাকার অতিরিক্ত ডিসকাউন্ট। এছাড়াও থাকছে 5000 টাকার একটি লঞ্চ ডিসকাউন্ট বা কুপন, যার ফলে ফোনের দাম হয়ে যাচ্ছে 30,000 টাকা।
Honor 90: ফিচার ও স্পেসিফিকেশন
ডিসপ্লে – এই ডিভাইসে রয়েছে একটি 6.7 ইঞ্চির কোয়াড-কার্ভড AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের রেজ়োলিউশন 2664×1200 পিক্সেল, 100% DCI-P3 কালার গ্যামুট দিতে পারে এবং তা 1.07 বিলিয়ন কালার্স সাপোর্ট করে।
ব্যাটারি – Honor 90 ফোনে রয়েছে অত্যন্ত শক্তিশালী এবং বড় একটি 5000mAh ব্যাটারি। এই ব্যাটারি 66W সুপারচার্জ টেকনোলজি সাপোর্ট করে, যা ফোনটিকে মাত্র 45 মিনিটের মধ্যেই 0%-100% চার্জ করতে পারে।
চিপসেট – পারফরম্যান্সের দিক থেকে Honor 90 চালিত হবে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 1 চিপসেটের সাহায্যে।
ক্যামেরা – প্রাইমারি সেন্সর হিসেবে ফোনটিতে রয়েছে 200MP ক্যামেরা। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে একটি 12MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং আর একটি 2MP ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। এই ক্যামেরা সেটআপে একটি LED ফ্ল্যাশ ইউনিটও রয়েছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে রয়েছে একটি 50MP ফ্রন্ট ফেসিং সেন্সর।