Honor ভারতে বহুদিন পর কামব্যাক করছে। ব্র্যান্ড নিউ ফোন দিয়ে দেশের বাজারে ফিরতে চলেছে চিনের জনপ্রিয় স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাটি। জনপ্রিয় এক ইউটিউবার সম্প্রতি দাবি করেছেন যে, Honor 90 ফোনটি দিয়েই ভারতের বাজারে ব্র্যান্ডটি ফিরছে। ইতিমধ্যেই চিন সহ বিশ্বের আরও বিভিন্ন দেশে এই ফোন লঞ্চ করেছে। অল্প সময়ের মধ্যে ব্যাপক জনপ্রিয়তাও অর্জন করেছে Honor 90।
এদিকে Honor যদি ভারতে কামব্যাক করে, তাহলে ব্র্যান্ডটির নেতৃত্ব কে দেবেন, তা নিয়েও ব্যাপক জল্পনা রয়েছে। গুঞ্জন চলছে, Realme-র প্রাক্তন সিইও মাধব শেঠ Honor India-র নেতৃত্ব দেবেন। IANS এর একটি রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই Realme ছেড়ে প্রায় 15 জন উচ্চস্তরের এগজ়িকিউটিভ HonorTech কোম্পানিতে যোগ দিয়েছেন।
Honor 90: কবে নাগাদ লঞ্চ হতে পারে
ইউটিউবার গৌরব চৌধরী বা টেকনিক্যাল গুরুজি সম্প্রতি জানিয়েছেন, চলতি বছরের সেপ্টেম্বর মাসে Honor 90 ভারতের কাস্টমারদের জন্য লঞ্চ করা হবে। তবে ভারতে এই ফোনের দাম কত হতে পারে, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
Honor 90: স্পেসিফিকেশন, কালার ভ্যারিয়েন্ট
Honor 90 ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন প্রান্তে লঞ্চ হয়েছে। এক টিপস্টার জানিয়েছেন, অন্যান্য দেশের মতোই Honor 90-র ভারতীয় ভ্যারিয়েন্টেরও ফিচার, স্পেসিফিকেশন এক হবে। স্মার্টফোনটি মোট চারটি কালার ভ্যারিয়েন্টে লঞ্চ করা হবে, যার মধ্যে রয়েছে পিকক ব্লু, ডায়মন্ড সিলভার, মিডনাইট ব্ল্যাক এবং এমির্যাল্ড গ্রিন।
Honor কামব্যাক করছে ভারতে
একাধিক রিপোর্ট থেকে জানা গিয়েছে, Honor খুব শীঘ্রই ভারতে ফিরবে এবং এদেশে ব্র্যান্ডকে নেতৃত্ব দেওয়ার দায়িত্বভার প্রাক্তন রিয়েলমি সিইও মাধব শেঠের কাঁধেই তুলে দেওয়া হচ্ছে। যদিও মাধব শেঠ এ বিষয়ে অফিসিয়ালি এখনও পর্যন্ত কিছু জানাননি। যদিও ‘Honor for Knights’ নামক একটি ট্রেডমার্কে মাধব শেঠেরই নাম দেখা গিয়েছে। ট্রেডমার্কটির প্রোডাক্ট ডেসক্রিপশনে মোবাইল ফোন থেকে শুরু করে একাধিক অ্যাক্সেসারি রয়েছে। সেখান থেকেই Honor ফোন ও অন্যান্য অ্যাক্সেসারির ভারতে কামব্যাক করার বিষয়টি নিয়ে নিশ্চিত হওয়া গিয়েছে।
আগে ভারতে Honor এর চ্যালেঞ্জ
জনপ্রিয় চিনা ব্র্যান্ড Honor হল Huawei এর সাব-ব্র্যান্ড। গুগল সার্ভিস ব্যবহার করা থেকে Huawei-কে বিরত করেছিল মার্কিন সরকার। তারপর থেকে একাধিক রিপোর্ট থেকে জানা গিয়েছিল, Honor ভারত ত্যাগ করবে। যদিও ব্র্যান্ডটি সে সময় এই দাবি নস্যাৎ করেছিল। কিন্তু একাধিক সমস্যা সত্ত্বেও সংস্থাটি ভারতে তাদের প্রোডাক্ট লঞ্চ করেছে। ভারতে Honor এর শেষ স্মার্টফোন ছিল Honor 9A। বাজেট ফ্রেন্ডলি এই ফোনের দাম ছিল 10,000 টাকারও কম।