Prevent SIM Swap Frauds: বর্তমানে মোবাইল ফোনের মাধ্যমে প্রায় সব কাজই খুব সহজে হয়ে উঠেছে। কিন্তু কোনও কিছুর যেমন ভাল দিক আছে, তেমন খারাপও আছে। এই ডিজ়িটাল দুনিয়ায় আপনার মোবাইলের সিম কার্ডে যদি ইন্টারনেট থাকে, তাহলে ঘরে বসেই প্রায় সব কাজ করতে পারবেন। খাবার অর্ডার করা, কেনাকাটা করা, কোথাও ভ্রমণের টিকিট বুক করা ইত্যাদি যে কোনও কাজই খুব সহজেই হয়ে যায়। এমনকী আপনি আপনার মোবাইল থেকে ব্যাঙ্কিংও করতে পারেন। কাউকে টাকা পাঠানোর পাশাপাশি আপনি ব্যাঙ্কিং সংক্রান্ত অন্যান্য কাজও করতে পারেন। কিন্তু এতকিছুর পরেও আপনি ভাবছেন, আপনার সিম কার্ডটি সুরক্ষিত? ভাবছেন কেউ কোনও রকম জালিয়াতি করার চেষ্টা করলে তো আপনি জানতেই পেরে যাবেন। কারণ আপনার ফোনে ওটিপি আসবে। তবে আপনি কি সিম কার্ড সোয়্যাপ (Sim Card Swap) জালিয়াতির কথা জানেন? যদি না জেনে থাকেন, তবে আর দেরি না করে জেনে নিন। নাহলে কয়েকটি সামান্য ভুলে আপনি আপনার সারা জীবনের জমানো অর্থ হাতছাড়া করে ফেলতে পারেন।
সিম কার্ড সোয়্যাপিং কী?
অপরাধীরা তাদের জাল সিম কার্ড দিয়ে মানুষের সিম কার্ডটিকে প্রতিস্থাপন করে। ব্যপারটা ঠিকভাবে বুঝতে গেলে, স্ক্যামাররা তারা টেলিকম পরিষেবা প্রদানকারীর কাছ থেকে ওই একই নম্বরে আরেকটি সিম ইস্যু করে। এমতাবস্থায়, নম্বরটি ব্যাঙ্কের সঙ্গে যুক্ত হওয়ার কারণে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ অপরাধীদের হাতে চলে যায়। আর মুহূর্তের মধ্য়ে আপনার সব টাকা তাদের কাছে পৌঁছে যায়।
ফিশিং, স্মিশিং এড়িয়ে চলা:
আপনাকে ফিশিং, স্মিশিং থেকে দূরে থাকতে হবে। ফিশিং, স্মিশিং হল এমন কোনও লিঙ্ক, যা আপনার ফোনে পাঠানো হয়, বা আপনাকে মোল করা হয়। তাই অচেনা কোনও লিঙ্ককে ক্লিক করবেন না। আপনি সেই লিঙ্কে ক্লিক করলেই স্ক্যামাররা আপনার গুরুত্বপূর্ণ তথ্য যেমন মোবাইল নম্বর, ইমেইল আইডি ইত্যাদি চুরি করে নেবে।
সিম কার্ড কাজ না করলে অবিলম্বে টেলিকম অপারেটরের সঙ্গে যোগাযোগ করুন:
যখন প্রতারকরা আপনার তথ্য চুরি করে এবং আপনার নম্বরের মাধ্যমে একটি নতুন সিম কার্ড সক্রিয় করে। তার আপনার কার্ডটি কাজ করা বন্ধ করে দেয়। এমন পরিস্থিতিতে, যদি আপনার সিম কার্ড ঠিক করে কাজ না করে, তবে টেলিকম অপারেটরের সঙ্গে যোগাযোগ করা উচিত।
মোবাইল সুইচ অফ করবেন না:
যদি ফোনে কোনও রকম পরিবর্তন লক্ষ্য করেন, তবে ভুলেও মোবাইল সুইচ অফ করবেন না। অনেকেই বিরক্ত হয়ে মোবাইল ফোন বন্ধ করে দেয়। আর এই সময়েরই অপেক্ষা করে প্রতারকরা। আপনি যখনই ফোন বন্ধ করবেন, তারা আরও বেশি সময় পেয়ে যায় সব কিছু হাতিয়ে নেওয়ার।
ব্যাঙ্কিং পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে:
যদি আপনার সিম কার্ড কাজ না করে, তাহলে আপনাকে আপনার সমস্ত ব্যাঙ্কিং পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে। এছাড়াও ব্যাঙ্ককে জানান যে, আপনার সিম কার্ড কাজ করছে না। এতে তারা যথাযথ পদক্ষেপ নেবে।