Flipkart Sale: 26 হাজারের Poco X4 Pro 5G স্মার্টফোন মিলছে মাত্র 999 টাকায়, জলের দরে কিনতে দেখুন এখনই
TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস
Jan 26, 2023 | 9:00 AM
Poco X4 Pro 5G Price In India: নতুন Flipkart-এর সেলে ফোনের উপর দেওয়া হচ্ছে দারুণ ডিসকাউন্ট। আপনি যদি আপনার ফোন 5G তে আপগ্রেড করার কথা ভেবে থাকেন তবে এটি আপনার কাছে সেরা সুযোগ।
1 / 7
নতুন বছর শুরু হতেই একের পর এক সেল দিচ্ছে Flipkart। আর তাতে ফোন থেকে শুরু করে টিভি ও বিভিন্ন গেজেটের উপর প্রচুর ছাড় পাওয়া যাচ্ছে। এই নতুন Flipkart-এর সেলে ফোনের উপর দেওয়া হচ্ছে দারুণ ডিসকাউন্ট। আপনি যদি আপনার ফোন 5G তে আপগ্রেড করার কথা ভেবে থাকেন তবে এটি আপনার কাছে সেরা সুযোগ।
2 / 7
এই ফোনটিতে একটি 6.67-ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার AMOLED ডিসপ্লে এবং একটি 64-মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। যে ফোনটির কথা বলা হচ্ছে, তা হল Poco X4 Pro 5G। ফোনটির আসল দাম 25,999 টাকা। কিন্তু Flipkart-এ মাত্র 999 টাকায় কেনার সুযোগ রয়েছে।
3 / 7
Flipkart-এ Poco X4 Pro 5G-এর 6 GB RAM এবং 64 GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 22,999 টাকা। কিন্তু এই ফোনটি 34 শতাংশ ছাড়ে 14,999 টাকায় তালিকাভুক্ত হয়েছে। আবার 23,999 টাকার 6 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টটি 16,499 টাকায় কিনতে পারবেন।
4 / 7
ফেডারেল ব্যাঙ্কের ডেবিট এবং ক্রেডিট কার্ড বা HSBC ক্রেডিট কার্ড এবং ইএমআই-তে কিনলে ফোনের উপর 10 শতাংশ (750 টাকা পর্যন্ত) ছাড় পাওয়া যাবে। এছাড়াও Flipkart Axis Bank কার্ড দিয়ে লেনদেন করলে 5 শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।
5 / 7
এছাড়া আপনি একটি পুরানো ফোন এক্সচেঞ্জ করলে 17,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও পাবেন। তবে এক্সচেঞ্জ অফারের মূল্য নির্ভর করে পুরনো ফোনের কোম্পানি এবং ফোনের অবস্থার উপর। ব্যাঙ্ক অফার, ক্যাশব্যাক এবং এক্সচেঞ্জ অফার সহ, ফোনটি 999 টাকায় কেনা যাবে।
6 / 7
Poco X4 Pro 5G স্পেসিফিকেশন এবং ক্যামেরা: Poco X4 Pro 5G-তে রয়েছে একটি 6.67-ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে যার উজ্জ্বলতা 1200 নিট। ডিসপ্লের রিফ্রেশ রেট হল 120Hz। ফোনটিতে রয়েছে Snapdragon 695 প্রসেসর। 8 GB পর্যন্ত LPDDR4x RAM এবং 128 GB পর্যন্ত স্টোরেজ। ফোনে RAM 11 GB পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটিতে তিনটি পিছনের ক্যামেরা রয়েছে যার প্রাথমিক লেন্সটি 64 মেগাপিক্সেল।
7 / 7
আর দ্বিতীয় লেন্সটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল। তৃতীয় লেন্সটি একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো। সামনে সেলফি তোলার জন্য একটি 16-মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটিতে একটি 5000mAh ব্যাটারি রয়েছে যা 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়াও কানেকশনের জন্য় ফোনটিতে Wi-Fi, ব্লুটুথ, NFC এবং একটি IR ব্লাস্টার রয়েছে।