উৎসবের মরসুম আসতেই ‘কল্পতরু’ Samsung, দামি স্মার্টফোন পাবেন 6499 টাকায়

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Sep 28, 2023 | 12:15 PM

Samsung Phone Offers: আপনি যদি Samsung-এর একটি নতুন ফোন কেনার প্ল্যান করে থাকেন, তাহলে দেরি না করে এই সেলেই কিনে ফেলুন। এতে আপনি Galaxy F13, Galaxy M13, Galaxy M04 এবং Galaxy F04 ফোনগুলি 6,499 টাকায় কিনতে পারবেন।

উৎসবের মরসুম আসতেই কল্পতরু Samsung, দামি স্মার্টফোন পাবেন 6499 টাকায়

Follow Us

আর কয়েকদিন পরেই Samsung festive season সেল শুরু হবে। আর তার আগেই কোম্পানিটি তার একগুচ্ছ ফোনের উপর ছাড় দিচ্ছে। এই অফারে ফোনের দাম অনেকটাই কমে যাচ্ছে। তাই আপনি যদি Samsung-এর একটি নতুন ফোন কেনার প্ল্যান করে থাকেন, তাহলে দেরি না করে এই সেলেই কিনে ফেলুন। এতে আপনি Galaxy F13, Galaxy M13, Galaxy M04 এবং Galaxy F04 ফোনগুলি 6,499 টাকায় কিনতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক কোথা থেকে কিনবেন।

কোন কোন ফোনে অফার পাবেন?

  • Galaxy M04-এ RAM Plus ফিচার সহ 4 + 4 GB RAM রয়েছে। এটিতে 128 GB স্টোরেজ পেয়ে যাবেন। তবে আপনি চাইলে মাইক্রোএসডি কার্ডের সাহায্যে তা বাড়িয়েও নিতে পারেন। 1 TB পর্যন্ত সাপোর্ট করবে। এতে একটি 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এটি 6,499 টাকায় কিনতে পারবেন। এছাড়াও, 315 টাকার EMI-এ কেনা যাবে।
  • Galaxy M13-তেও অফার আছে। এটি 9199 টাকায় থেকে কেনা যাবে। আপনি চাইলে ফোনটি 446 টাকার ইএমআইতেও কিনতে পারবেন। এতে একটি 50MP ট্রিপল ক্যামেরা, ফুল HD+ ডিসপ্লে এবং একটি বড় 6000mAh ব্যাটারি রয়েছে।
  • এর পরের ফোনটি হল Galaxy F04। এতেও RAM প্লাসের ফিচার রয়েছে। এতে রয়েছে 8GB RAM এবং 5000mAh ব্যাটারি। এই ফোনে আপনি ফেস আনলক ফিচারও পেয়ে যাবেন। এটি 7,999 টাকায় কিনতে পারবেন। এছাড়াও, এটি 388 টাকার EMI-এও কিনে নিতে পারবেন।
  • Galaxy F13-এ একটি 6.6 ফুল HD+ ডিসপ্লে রয়েছে। এছাড়াও, একটি 50MP ট্রিপল ক্যামেরা একটি 6000mAh ব্যাটারি সহ দেওয়া হয়েছে। এটি 11,990 টাকায় কেনা যাবে। এটি 581 টাকার ইএমআই-এর সুবিধাও পেয়ে যাবেন।

কোথা থেকে কিনবেন?

Galaxy M04 এবং Galaxy M13 ইতিমধ্যেই আপনি Samsung.com, Amazon-এ পেয়ে যাবেন। আর Galaxy F04 এবং Galaxy F13 ফোন দু’টি Samsung.com, Flipkart-এ পেয়ে যাবেন।

Next Article