Infinix ভারতে একটি চমৎকার স্মার্টফোন লঞ্চ করল, যার নাম Infinix Hot 30 5G। বাজেট সেগমেন্টেই ফোনটি লঞ্চ করা হয়েছে। গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে 5G সাপোর্ট, গ্লাস অ্যান্ড লেদার ফিনিশ, 120Hz ডিসপ্লে এবং অত্যন্ত শক্তিশালী একটি 5000mAh ব্যাটারি। কত দাম এই ফোনের, বিশেষ ফিচারই বা কী রয়েছে, সেই সংক্রান্ত সব তথ্য জেনে নেওয়া যাক।
Infinix Hot 30 5G: দাম কত, কোথায় কিনবেন
Infinix Hot 30 5G ফোনটি মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে ক্রয় করতে পারবেন কাস্টমাররা। তার একটি হল 4GB+128GB এবং অপরটি 8GB+128GB। এই মডেল দুটির দাম যথাক্রমে 11,499 টাকা এবং 12,499 টাকা। 18 জুলাই থেকে ফোনটি ফ্লিপকার্টে ক্রয় করতে পারবেন কাস্টমাররা।
Infinix Hot 30 5G: ফিচার ও স্পেসিফিকেশন
গ্লাস ও লেদারের মিশেলে অত্যন্ত টেকসই একটি ডিজ়াইন পেয়েছে ফোনটি। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, গ্লাস ও লেদার যে ফোনটিকে শুধুই টেকসই করছে তা-ই নয়, একটা প্রিমিয়াম ফিলও দিচ্ছে। সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ডিটিএস সাপোর্ট সহযোগে ডুয়াল স্পিকার্স রয়েছে ফোনটিতে। এই Infinix Hot 30 5G ফোনে রয়েছে একটি 6.78 ইঞ্চির FHD ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz এবং পিক ব্রাইটনেস 580 নিটস।
পারফরম্যান্সের দিক থেকে এই ফোনটি চালিত হবে একটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6020 প্রসেসরের সাহায্যে। প্রসেসরটি পেয়ার করা রয়েছে 8GB সাধারণ RAM এবং 8GB ভার্চুয়াল র্যামের সঙ্গে। স্টোরেজ অপশনটি 128GB তেই সীমাবদ্ধ। বেশ বড় এবং শক্তিশালী একটি 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Infinix Hot 30 5G-র পিছনে রয়েছে একটি 50MP ডুয়াল AI ক্যামেরা। লো লাইট, পোর্ট্রেইটের মতো একাধিক জরুরি মোড রয়েছে ফোনটিতে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে একটি 8MP AI ফ্রন্ট ফেসিং ক্যামেরা। এছাড়া রয়েছে কোয়াড LED ফ্ল্যাশ, যা আরও উন্নত লো-লাইট ফটোগ্রাফি দিতে পারে।
ডিভাইসটিতে রয়েছে প্রি-লোডেড লেটেস্ট Android 13 অপারেটিং সিস্টেম, যা Infinix XOS 13 এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে NFC, Wi-Fi, Bluetooth, IP53 ওয়াটার ও ডাস্ট রেটিং সহ আরও অনেক কিছু।