Infinix SMART 7 Price, Specs: চিনা স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা Infinix ভারতে একটি নতুন ফোন নিয়ে হাজির হয়েছে। কোম্পানির সেই লেটেস্ট ফোনের নাম Infinix SMART 7। এই ফোনটি একটি এন্ট্রি-লেভেল স্মার্টফোন, যার দাম মাত্র 7,299 টাকা। কম দামি এই ফোনে রয়েছে 6.6 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে প্যানেল ও তার সঙ্গে ওয়াটার-ড্রপ নচ। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 60Hz এবং টাচ স্যাম্পলিং রেট 120Hz। এই ইনফিনিক্স ফোনের ডিসপ্লে সর্বাধিক 500 nits পর্যন্ত ব্রাইটনেস দিতে পারে। নচের ভিতরেই রয়েছে একটি 5MP সেলফি ক্যামেরা। Infinix SMART 7-এর ডিজ়াইন থেকে শুরু করে, তার ক্যামেরা, ব্যাটারি সহ সব তথ্য জেনে নেওয়া যাক।
Infinix SMART 7: ডিজ়াইন
এই ফোনের পিছনে ওয়েভ প্যাটার্ন ডিজ়াইন দেওয়া হয়েছে। চারটি কালারে Infinix SMART 7 ক্রয় করতে পারবেন কাস্টমাররা- পিকক ব্লু, কোস্টাল গ্রিন, আইসল্যান্ড হোয়াইট এবং পোলার ব্ল্যাক। ফোনটির ওজন মাত্র 207 গ্রাম এবং এটি 9.37 mm পুরু।
Infinix SMART 7: ক্যামেরা
দুটি ক্যামেরা রয়েছে Infinix SMART 7-এর ব্যাক প্যানেলে। প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে 13MP ক্যামেরা, গৌণ একটি AI লেন্স রয়েছে। রিয়ার প্যানেলেই ডুয়াল ফ্ল্যাশলাইট দেওয়া হয়েছে। এই ক্যামেরা সেটআপে একাধিক আকর্ষণীয় ফিচার্স রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল AI 3D বিউটি, HDR, প্যানোরমা এবং পোর্ট্রেইট মোড। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই Infinix ফোনের সামনে একটি 5MP শুটার রয়েছে, যা পোর্টেইট, ফেস বিউটি, ওয়াইডসেলফি এবং HD রেকর্ডিং ফিচার্স সাপোর্ট করে।
Infinix SMART 7: ব্যাটারি
এই ফোনে একটি লিথিয়াম-আয়ন 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা একবার চার্জের পর সারাদিন আপনাকে নির্ঝঞ্ঝাটে ব্যবহার করতে দেবে। ফোনের এই ব্যাটারি এতটাই শক্তিশালী যে, একদিনে আপনি একনাগাড়ে ’10টা সিনেমা এবং 1200টি গান শুনতে পারবেন।’ এই ইনফিনিক্স ফোন আপনি ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন। সেখানে ফোনের প্রডাক্ট ডেসক্রিপশনে এমনটাই লেখা হয়েছে।
Infinix SMART 7: পারফরম্যান্স
পারফরম্যান্সের দিক থেকে এই Infinix SMART 7 চালিত হবে একটি UNISOC Spreadtrum SC9863A1 অক্টা-কোর প্রসেসরের সাহায্যে। এই প্রসেসরের প্রাইমারি ক্লক স্পিড 1.6 Ghz। সফটওয়্যার হিসেবে নতুন ইনফিনিক্স ফোনে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেম ভিত্তিক XOS 12। এই ফোনে 4GB পর্যন্ত RAM এবং 64GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে, যা 2TB পর্যন্ত বর্ধিত করে নেওয়া যেতে পারে।
এই ফোনের সবথেকে গুরুত্বপূর্ণ 3GB এক্সপ্যান্ডেবল ভার্চুয়াল RAM, যা আপনি স্টোরেজ থেকে নিয়ে র্যাম হিসেবে কাজে লাগাতে পারবেন। ফোনের আর একটি গুরুত্বপূর্ণ ফিচার হল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা বায়োমেট্রিক সিকিওরিটির দিক থেকে আপনার জন্য খুবই উপকারী হবে। এছাড়া রয়েছে জাইরোস্কোপ এবং সফটওয়্যার UI-তে গেমিং মোড।