আজ অর্থাৎ 12 সেপ্টেম্বর Apple ইভেন্ট 2023 (Apple Event 2023) আয়োজন করা হবে। নতুন iPhone 15 আসার আগে পুরনো আইফোনের দাম কমিয়েছে কোম্পানিটি। ফ্লিপকার্ট আইফোনের উপর বিশাল ছাড় দিচ্ছে। আপনি যদি একটি নতুন আইফোন কেনার প্ল্যান করে থাকেন, তবে এর থেকে ভাল সুযোগ আর পাবেন না। আপনি খুব কম দামে একটি দুর্দান্ত আইফোন কিনে ফেলতে পারবেন। যদি অনেকটা কম বাজেটে আইফোন কিনতে চান, তাহলে আপনি iPhone 11 কিনে নিতে পারেন। ফ্লিপকার্ট থেকে 3 হাজার টাকার কম দামে iPhone 11 কিনতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক এতে আর কী কী অফার পাবেন।
Flipkart-এ iPhone 11-এ বিশাল ছাড় রয়েছে। iPhone 11-এর MRP 43,900 টাকা, কিন্তু এটি Flipkart-এ 37,999 টাকায় পাওয়া যাচ্ছে। আপনি যদি এই ফোনটি কেনার জন্য Flipkart Axis Bank ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তাহলে 1,900 টাকা ছাড় পাবেন। এরপর ফোনটির দাম হবে মাত্র 36,099 টাকা। কিন্তু তারপরেও আপনাকে এত বেশি টাকা দিয়ে কিনতে হবে না। কারণ এত কিছুর পরেও এই ফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার।
Apple iPhone 11-এর এক্সচেঞ্জ অফার:
Apple iPhone 11-এ 33,100 টাকার এক্সচেঞ্জ অফার পাওয়া যাচ্ছে। আপনি যদি আপনার পুরনো স্মার্টফোনটি এক্সচেঞ্জ করেন, তবে প্রচুর টাকা ছাড় পাবেন। কিন্তু 33,100 টাকার ছাড় তখনই পাওয়া যাবে, যদি ফোনটি লেটেস্ট ভার্সনের হয়। আর ভাল অবস্থায় থাকে। তখন ফোনটির দাম হবে মাত্র 2,999 টাকা।
iPhone 11-এর স্পেসিফিকেশন:
Apple iPhone 11-এ একটি 6.1 ইঞ্চি স্ক্রিন রয়েছে। এটি Apple এর A13 Bionic চিপে চলে। এই চিপে আপনি ফোনে যে কোনও কাজ খুব দ্রুত করতে পারবেন। এই প্রিমিয়াম স্মার্টফোনটিতে 12 মেগাপিক্সেল লেন্স সহ দুটি ক্যামেরা রয়েছে। এটির সাহায্যে আপনি 4K ফটো এবং ভিডিয়ো রেকর্ড করতে পারবেন। এতে নাইট মোড, পোর্ট্রেট মোড এবং স্মার্ট HDR-এর মতো ফিচারও রয়েছে।