iPhone 12 mini: ফ্লিপকার্টে দাম কমেছে অ্যাপেল আইফোন ১২ মিনি- র, বর্তমানে কত টাকায় পাওয়া যাচ্ছে এই ফোন?
অ্যাপেল আইফোন ১২ মিনি- র ৬৪ জিবি স্টোরেজ এবং কালো রঙের মডেলের দাম কমেছে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে।
ফ্লিপকার্টে (Flipkart) দাম কমেছে অ্যাপেল আইফোন ১২ মিনি (Apple iPhone 12 mini) মডেলের। প্রায় ৩১ শতাংশ ছাড় (Discount) পাওয়া যাচ্ছে এই ফোনের আসল দামের উপর। ব্যাঙ্ক অফার, এক্সচেঞ্জ অফারের সঙ্গে থাকছে আরও অনেক আকর্ষণীয় ডিল। একনজরে দেখে নেওয়া যাক ফ্লিপকার্ট থেকে কীভাবে এত কম দামে আইফোন ১২ মিনি আপনি কিনতে পারবেন। প্রসঙ্গত উল্লেখ্য, আইফোন ১২ মিনি- র আসল দাম ৫৯,৯৯০ টাকা। তবে ফ্লিপকার্টে এই ফোন পাওয়া যাবে মাত্র ২৫,৬৯৯ টাকায়। শুনে চমকে যাচ্ছেন তো? তবে সত্যিই এতটা পরিমাণেই ছাড় পাওয়া যাবে।
ফ্লিপকার্টে আইফোন ১২ মিনি- র দাম- অ্যাপেল আইফোন ১২ মিনি মডেলের ৬৪ জিবি স্টোরেজ ও কালো রঙের ভ্যারিয়েন্ট ফ্লিপকার্ট থেকে কেনা যাবে ৪১,১৯৯ টাকায়। ফোনের আসল দাম ৫৯,৯৯০ টাকার উপর সরাসরি ৩১ শতাংশ ছাড় যুক্ত হবে। এক্ষেত্রে ছাড়ের পরিমাণ ১৮,৭০১ টাকা। এর পরেও থাকছে অন্যান্য অফার এবং কুপনের ব্যবস্থা।
এক্সচেঞ্জ অফার- পুরনো ফোনের পরিবর্তে ফ্লিপকার্ট থেকে নতুন আইফোন ১২ মিনি কিনতে চাইলে সেই সুযোগও থাকছে ক্রেতাদের জন্য। এক্ষেত্রে ১৫,৫০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। এর ফলে দাম কমে হবে ২৫,৬৯৯ টাকা। যে ফোনের সঙ্গে এক্সচেঞ্জ করতে চান তার অবস্থার উপর নির্ভর করবে যে এই অফার আপনি পাবেন কিনা। ফোনের কন্ডিশন বা পরিস্থিতি ছাড়াও ফ্লিপকার্টে নিজের এলাকার পিনকোড দিয়ে দেখে নিন যে আদৌ এই অফার আপনার এলাকায় চালু রয়েছে কিনা।
ব্যাঙ্ক অফার- ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটা করলে ৫ শতাংশ আনলিমিটেড ক্যাশব্যাক পাবেন ক্রেতারা। অন্যান্য ব্যাঙ্কের ক্ষেত্রে ইউপিআই ট্রানজাকশন হলে অতিরিক্ত ২০০ টাকা ছাড় পাওয়া যাবে। এছাড়াও সিটি ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ডের ক্ষেত্রে ১০ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা। এক্ষেত্রে ৫০০০ টাকা বা তার বেশি কেনাকাটা করলে ৭৫০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া সম্ভব। এর পাশাপাশি ZebPay– তে ১০০ টাকা ক্যাশব্যাক, হটস্টারের ফ্রি সাবস্ক্রিপশন, PharmEasy- তে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন ক্রেতারা।
আইফোন ১২ মিনি স্পেসিফিকেশনস, ফিচার্স –
- ২০২১ সালের অক্টোবরে এই ছোট্ট ফোনটি লঞ্চ করেছিল অ্যাপল। ৫.৪ ইঞ্চির একটি OLED সুপার রেটিনা XDR ডিসপ্লে রয়েছে ফোনটিতে। পারফরম্যান্সের জন্য রয়েছে একটি A14 Bionic চিপসেট, যা আইফোন ১২ লাইন-আপের প্রায় প্রতিটি ফোনেই দিয়েছে অ্যাপল।
- ব্যাক ক্যামেরায় থাকছে একটি ১২ মেগাপিক্সেল সেন্সর, যাতে অপ্টিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন বা OIS ফিচার দেওয়া হয়েছে। এই প্রাইমারি ক্যামেরার অ্যাপার্চার এফ/১.৮ এবং এটি 2X অপ্টিক্যাল জুম সাপোর্ট করবে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে একটি ১২ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে, যার অ্যাপার্চার এফ/২.২। এই সেলফি সেন্সর ট্রু ডেপথ ফিচার সাপোর্ট করে।
- ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্টের জন্য ফোনটি IP68 রেটিং পেয়েছে। সফ্টওয়্যারের দিক থেকে লেটেস্ট iOS 15 অপারেটিং সিস্টেম সাপোর্ট করবে ফোনটি। আইফোন ১২ মিনি-র মোট ছয়টি কালার অপশন রয়েছে – নীল, সবুজ, বেগুনি, কালো, লাল এবং সাদা।