Flipkart Sale: ফ্লিপকার্ট সেলে 57,990 টাকায় iPhone 13, আবার 36,990 টাকায় iPhone 12 Mini

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Oct 18, 2022 | 9:32 PM

iPhone 13 Offer Flipkart Sale: iPhone 13-র বেস 128GB মডেলটি এই সেলে 10,000 টাকা ছাড়ে পাওয়া যাবে, যার দাম এই মুহূর্তে 59,990 টাকা। ছাড়ের মধ্যে প্রথমেই রয়েছে SBI Bank-এর অফার, যেখানে আপনাকে সরাসরি 2,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে।

Flipkart Sale: ফ্লিপকার্ট সেলে 57,990 টাকায় iPhone 13, আবার 36,990 টাকায় iPhone 12 Mini
এখন এই অফার মিস করলে পরে কিন্তু হাত কামড়াতে হবে!!

Follow Us

Flipkart Big Diwali Sale: ফ্লিপকার্টে শুরু হতে চলেছে বিগ দিওয়ালি সেল। প্লাস মেম্বারদের জন্য সেলটি ইতিমধ্যেই শুরু হলেও সাধারণ কাস্টমাররা বুধবার থেকে এই সেলে কেনাকাটি করতে পারবেন। একাধিক ইলেকট্রনিক্স প্রডাক্ট এই সেলে ব্যাপক ছাড়ে পাওয়া যাবে। পাশাপাশি আগের সেলগুলির মতোই এবারেও iPhone 13, 12 এবং 11 অর্থাৎ পুরনো প্রজন্মের প্রতিটি আইফোনেই থাকছে আকর্ষণীয় ছাড়।

iPhone 13-র বেস 128GB মডেলটি এই সেলে 10,000 টাকা ছাড়ে পাওয়া যাবে, যার দাম এই মুহূর্তে 59,990 টাকা। ছাড়ের মধ্যে প্রথমেই রয়েছে SBI Bank-এর অফার, যেখানে আপনাকে সরাসরি 2,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। তার ঠিক পরেই থাকছে এক্সচেঞ্জ ডিল। সেই এক্সচেঞ্জ ডিলে কাস্টমাররা 3,000 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবেন। তবে হ্যাঁ, এক্সচেঞ্জ আপনাকে আপনার পুরনো আইফোনই করতে হবে।

মনে রাখবেন যে, অনলাইন সেলের সময় শুধু আইফো কেন, নানাবিধ গ্যাজেটস ও স্মার্টফোনের দাম ওঠানামা করে এবং স্টকের প্রাপ্যতাও একটি বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়ায়। উদাহরণস্বরূপ, কয়েক সপ্তাহ আগে ফ্লিপকার্টে iPhone 13-র দাম প্রায় 49,000 টাকায় নেমে এসেছিল। কিন্তু তার স্টকও খুব জলদিই শেষ হয়ে যায়।

অন্য দিকে বিগ দিওয়ালি সেলে গ্রাহকরা ফ্লিপকার্ট থেকে 36,990 টাকায় একটি iPhone 12 মিনি এবং 31,990 টাকায় iPhone 11 পেয়ে যাবেন। তবে হ্যাঁ, এক্ষেত্রেও রয়েছে নানাবিধ ব্যাঙ্কের কার্ডের অফার।

এখন আপনার মাথায় যদি এই প্রশ্ন ঘোরাফেরা করে যে, কোন iPhone এখন আপনার কেনা উচিত। তাহলে অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে একবার iPhone 14-র দাম দেখে নেওয়া উচিত। 79,900 টাকা দামের নতুন প্রজন্মের আইফোনে আপনি এখন পেয়ে যাবেন 7,000 টাকা ছাড়।

তবে ফ্লিপকার্টে কাস্টমাররা iPhone 13 কেনার কথাও ভাবতে পারেন। কারণ, দুটি ফোন প্রায় এক। অল্প কিছু ফারাক রয়েছে ডিজ়াইন ও ফিচার্সে। আবার iPhone 12-ও এই মুহূর্তে অত্যন্ত ভাল একটি হ্যান্ডসেট। সবথেকে বড় কথা হল 5G সাপোর্ট করে iPhone 12। তবে হ্যাঁ, এখন iPhone 11 কিনলে লাভের লাভ কিছু হবে না। কারণ, ম্যাগসেফ, 5G এবং OLED স্ক্রিনের মতো একাধিক ফিচার আপনি ব্যবহার করতে পারবেন না। এর ব্যাটারিও অত্যন্ত ছোট।

Next Article