iPhone 13 কিনতে পারবেন 50 হাজার টাকারও কম দামে, তবে এখন কি কেনা ঠিক হবে?

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Sep 17, 2023 | 9:13 AM

iPhone 13 Offers: ফোনটি নো কস্ট ইএমআই দিয়েও কেনা যাবে। প্রতি মাসে 2,584 টাকা দিয়ে এটি কিনতে পারবেন। যদি আপনার কাছে একটি পুরনো ফোন থাকে তবে আপনি এটি পাল্টেও কিনে ফেলতে পারেন।

iPhone 13 কিনতে পারবেন 50 হাজার টাকারও কম দামে, তবে এখন কি কেনা ঠিক হবে?

Follow Us

Apple সম্প্রতি iPhone 15 সিরিজ লঞ্চ করেছে। আর তারপর থেকেই iPhone-এর আগের কোনও না কোনও মডেলে ছাড় দিচ্ছে কোম্পানিটি। বর্তমানে, iPhone 13 ফোনটি Flipkart-এ খুব কম দামে পাওয়া যাচ্ছে। ব্যাঙ্ক কার্ড এবং সমস্ত অফারের পর আপনি iPhone 13 মাত্র 53,999 টাকায় কিনতে পারবেন। তবে আরও কিছু অফার আছে, সেই সব কিছুর পরে iPhone 13-এর দাম 50,000 টাকার কম হতে পারে।

iPhone 13 বাজারে আসার পর থেকেই বিরাট জনপ্রিয়, সেই বিষয়ে আলাদা করে আর কিছু বলার থাকে না। আপনি এতে একটি দুর্দান্ত ক্যামেরা, ভাল পারফরম্যান্স এবং একটি দুর্দান্ত স্ক্রিন পাবেন। আপনার মনে প্রশ্ন আসতেই পারে, বাজারে সদ্য iPhone 15 এসেছে। তারপরেও কি iPhone 13 কেনা ঠিক হবে? যদি আপনার বাজেট কম থাকে। তাহলে কিনে ফেলতে পারেন। আর যদি iPhone 15-এর ফোন কেনার প্ল্যান করেন, তাহলে তার থেকে ভাল অপশন আর কী হতে পারে। চলুন জেনে নেওয়া যাক এতে কী অফার পাবেন?

এই ফোনের 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 69,900 টাকা। এটি 11 শতাংশ ফ্ল্যাট ডিসকাউন্ট সহ 61,999 টাকায় কিনে নিতে পারবেন। এছাড়া কিছু ব্যাংক অফারও দেওয়া হচ্ছে। Flipkart Axis Bank কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 5 শতাংশ ক্যাশব্যাক দেওয়া হবে, HDFC ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 2,000 টাকা ছাড় দেওয়া হবে। ফোনটি নো কস্ট ইএমআই দিয়েও কেনা যাবে। প্রতি মাসে 2,584 টাকা দিয়ে এটি কিনতে পারবেন। যদি আপনার কাছে একটি পুরনো ফোন থাকে তবে আপনি এটি পাল্টেও কিনে ফেলতে পারেন।

iPhone 13-এর ফিচার ও স্পসিফিকেশন:

iPhone 13-এ ক্লাসিক অ্যাপল ডিজাইন রয়েছে। আইফোন 13 কে পেছন থেকে দেখলে, এটি আইফোন 13, আইফোন 14 বা আইফোন 15 কি না তা বোঝা একটু কঠিন। এতে সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে, 6.1-ইঞ্চির মতো ফিচার রয়েছে। OLED প্যানেল এবং স্টেরিও স্পিকার। পিছনে দুটি 12-মেগাপিক্সেল ক্যামেরা পাবেন। এতে আপনি নাইট মোডও পাবেন। iPhone 15 সিরিজে একটি 48-মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। iPhone 13 লঞ্চের সময়, এর সবচেয়ে বড় ফিচার ছিল A15 Bionic চিপসেট। তবে, iPhone 15-এ A16 Bionic চিপসেট সাপোর্ট করে। কিন্তু আপনি iPhone 13-এ সহজেই গেমিং, মাল্টিটাস্কিং এবং অন্যান্য কাজ করতে পারবেন।

Next Article