iPhone 13 Pro নাকি OnePlus 10 Pro, দাম ও ফিচারে প্রচুর ফারাক, কিন্তু সেরা কে?

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Mar 10, 2023 | 10:25 AM

iPhone 13 Pro vs OnePlus 10 Pro Comparison: OnePlus 10 Pro হোক বা iPhone 13 Pro, ভারতীয় বাজারে দু'টি ফোনই বেশি বাজেটের ফোন হিসেবে পরিচিত। আপনিও কি ভাবছেন, কোন ফোনটি আপনার জন্য় ভাল? বেশ মোটা টাকা খরচ করেই যখন কিনবেন, তখন সব কিছু জেনে নিয়ে কেনাই শ্রেয়।

iPhone 13 Pro নাকি OnePlus 10 Pro, দাম ও ফিচারে প্রচুর ফারাক, কিন্তু সেরা কে?

Follow Us

OnePlus 10 Pro Price: প্রিমিয়াম ফোনের প্রসঙ্গ আসলেই, প্রথমে যে জিনিসটি মাথায় আসে তা হল আইফোন (iPhone) এবং ওয়ানপ্লাস (OnePlus) এই দুই কোম্পানি। OnePlus 10 Pro হোক বা iPhone 13 Pro, ভারতীয় বাজারে দু’টি ফোনই বেশি বাজেটের ফোন হিসেবে পরিচিত। আপনিও কি ভাবছেন, কোন ফোনটি আপনার জন্য় ভাল? বেশ মোটা টাকা খরচ করেই যখন কিনবেন, তখন সব কিছু জেনে নিয়ে কেনাই শ্রেয়। তবে দু’টি ফোনের মধ্যে কোনটি ভাল তা বলা মুশকিল। কারণ স্টোরেজ বা ক্যামেরা উভয়ই তাদের নিজ নিজ জায়গায় বেশ ভাল। এবার চলুন এই দু’টি ফোনের মধ্যে তুলনা করে দেখা যাক।

iPhone 13 Pro বনাম OnePlus 10 Pro-এর দামের পার্থক্য:

OnePlus 10 Pro 8GB Ram এবং 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম 66,999 থেকে শুরু হয়। আর 12GB ভ্যারিয়েন্টটির জন্য আপনাকে 71,999 টাকা দিতে হবে। যেখানে iPhone 13 Pro-এর দাম 1,19,900 টাকা থেকে শুরু হয়, যেখানে 6GB Ram ও 256GB স্টোরেজও পাওয়া যায়। iPhone 13 Pro-এর 1TB স্টোরেজের দাম 1,55,900 টাকা।

iPhone 13 Pro বনাম OnePlus 10 Pro-এর ডিজাইনের পার্থক্য:

iPhone 13 Pro-কে নতুন করে ডিজাইন করা হয়েছে। আবার OnePlus 10 Pro-এর লুকেও কিছু পরিবর্তন করেছে। ফোনটির পিছনের প্যানেলে Emerald Forest এবং ম্যাট ফিনিশ টেক্সচার দেওয়া হয়েছে।

iPhone 13 Pro ফোনটি OnePlus 10 Pro-এর তুলনায় বেশি টেকসই। এর ডিসপ্লেতে শুধুমাত্র অ্যাপলের সিরামিক শিল্ডই ইনস্টল করা নয়, এটিতে IP68 সার্টিফিকেশনও রয়েছে। OnePlus 10 Pro এর ডিসপ্লেতে Gorilla Glass Victus ব্যবহার করেছে, কিন্তু এতে কোনও ধরনের IP সার্টিফিকেশন নেই।

iPhone 13 Pro বনাম OnePlus 10 Pro-এর ডিসপ্লের পার্থক্য:

Oneplus 10 Pro-এ একটি 6.7 ইঞ্চি QHD + AMOLED ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেটও 120Hz। আইফোন 13 প্রোতে একটি 6.1 ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে রয়েছে, যার 120Hz রিফ্রেশ রেট।

ব্যাটারি লাইফ এবং চার্জিং-এর পার্থক্য:

OnePlus 10 Pro-এ 5000mAh ব্যাটারি রয়েছে আার iPhone13 Pro-তে শুধুমাত্র 3,095mAh ব্যাটারি দেওয়া হয়েছে। Apple-এ 20-ওয়াট চার্জার রয়েছে, যা আপনাকে আলাদাভাবে কিনতে হবে। iPhone 13 Pro 15 ফোনটি 10 মিনিটে 25% এবং আধা ঘন্টায় 53% চার্জ করতে পারে।

অন্যদিকে, OnePlus 10 Pro ফোনটি 65 ওয়াটের চার্জার সহ আসে, যার সাহায্যে আপনি আপনার মোবাইলটি মাত্র 15 মিনিটে 55% এবং আধা ঘন্টায় 93% পর্যন্ত চার্জ করতে পারবেন।

ক্যামেরার পার্থক্য:

iPhone 13 Pro-এ f/1.5 অ্যাপারচার সহ 12 মেগাপিক্সেল প্রাইমারি রয়েছে। f/1.8 অ্যাপারচার সহ একটি 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে, যেখানে f/2.2 সহ 12 মেগাপিক্সেল সেটআপ সহ একটি ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে।

OnePlus 10 Pro 5G-তে তিনটি রিয়ার ক্যামেরা রয়েছে। এর মধ্যে প্রাইমারি লেন্স হল 48 মেগাপিক্সেল, যাতে রয়েছে Sony IMX789 সেন্সর। এর অ্যাপারচার f/1.8। তাতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশনও সাপোর্ট করে। ফোনটির দ্বিতীয় লেন্সটি 50 মেগাপিক্সেলের, যা আল্ট্রা ওয়াইড। আর তৃতীয় লেন্সটি 8 মেগাপিক্সেলের। ফ্রন্ট ক্যামেরার কথা বললে, ফোনটিতে সেলফির জন্য একটি 32-মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে।

Next Article