iPhone 14 Offer: Apple iPhone 15 সিরিজ আসতে আর কয়েকটা দিনের অপেক্ষা। কোম্পানিটি প্রতি বছর সেপ্টেম্বরে একটি বড় ইভেন্ট করে এবং আইফোনের একটি নতুন সিরিজ লঞ্চ করে। আর প্রতিবারের মতোই নতুন সিরিজ আসার সঙ্গে সঙ্গে পুরনো সিরিজের দাম কমে যায়। সেই মতোই Apple iPhone 15 সিরিজ আসার আগে iPhone 14 এর দাম কমে গিয়েছে। প্রায় 80 হাজারের iPhone 14 কিনতে পারবেন মাত্র 35 হাজারেরও কম দামে। যাদের বহু দিন ধরে কেনার ইচ্ছা ছিল, তারা এই সুযোগে কিনে ফেলতে পারেন। চলুন দেখে নেওয়া যাক আপনি কোথা থেকে, কীভাবে কিনবেন? আর কী-কী অফার পাবেন।
iPhone 14 অফার এবং ডিসকাউন্ট:
iPhone 14-এর লঞ্চিং মূল্য 79,900 টাকা। তবে আপনাকে এত টাকা খরচ করতে হবে না। আপনি অনেক কমে পেয়ে যাবেন। কিন্তু কিনবেন কোথা থেকে? Flipkart-এ এর উপর অনেক ছাড় দেওয়া হচ্ছে। Flipkart-এ 11% ডিসকাউন্ট সহ 70,999 টাকায় কেনা যাবে। অর্থাৎ ফোনে 8,901 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। এখানেই শেষ নয়, আপনি iPhone 14-এ অনেকগুলি ব্যাঙ্ক এবং এক্সচেঞ্জ অফার পেয়ে যাবেন। সেই সব অফারের পরে ফোনের দাম আরও অনেকটাই কমে যাবে। আপনি যদি iPhone 14 কিনতে HDFC-এর ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তাহলে 4 হাজার টাকা ছাড় পাবেন। এরপর ফোনটির দাম হবে 66,999 টাকা। এবার এতে এক্সচেঞ্জ অফারও পাবেন।
iPhone 14-এ 33 হাজার টাকার এক্সচেঞ্জ অফার পাওয়া যাচ্ছে। আপনি যদি আপনার পুরনো স্মার্টফোনটি এক্সচেঞ্জ করে, নতুন ফোনটি কেনেন, তবে অনেক টাকা ছাড় পাবেন। কিন্তু এর একটি শর্ত আছে। আপনি সম্পূর্ণ 33 হাজার ছাড় তখনই পাবেন, যখন আপনার পুরনো ফোনের অবস্থা ভাল থাকবে। আর লেটেস্ট ভার্সনের ফোন হলে তো খুবই ভাল। এই সব অফারের পর ফোনটির দাম হবে 33,999 টাকা। তাহলে আর দেরি কীসের, এই সুযোগ হাতছাড়া করবেন না।