আইফোন কেনার ইচ্ছে অনেকেরই থাকে। কেউ কেউ দীর্ঘদিন ঘরে প্ল্যান করেও কিনে উঠতে পারেন না। তার সবচেয়ে বড় কারণ হল এর দাম। আপনিও যদি আইফোন কিনতে চান, তবে আপনার কাছে একটি দুর্দান্ত অফার রয়েছে। ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart এবং Amazon আইফোন 14 সিরিজের স্মার্টফোনগুলি কেনার উপর বিশাল ডিসকাউন্ট অফার দিচ্ছে। যেখান থেকে আপনি সস্তায় iPhone 14 স্মার্টফোন কিনতে পারবেন। অ্যামাজন গ্রেট ফেস্টিভ্যাল সেল 4 অগাস্ট থেকে শুরু হয়েছে, যা 8 অগাস্ট পর্যন্ত চলবে। ফ্লিপকার্ট বিগ সেভিং ডেস সেলও 4 আগস্ট থেকে শুরু হয়েছিল, যা 9 আগস্ট পর্যন্ত চলবে। এই দু’টি সেলেই আপনি iPhone 14-এর উপর প্রচুর ছাড় পাবেন।
ফ্লিপকার্টে কত ডিসকাউন্ট পাবেন?
আপনি যদি ফ্লিপকার্ট থেকে iPhone 14 স্মার্টফোন কিনেন, তাহলে আপনি 68,999 টাকার ফোনে 61,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পেয়ে যাবেন। ফোনটি কেনার সময় যদি ICICI এবং Kotak ব্যাঙ্কের কার্ড থেকে পেমেন্ট করেন, তাহলে 1250 টাকার ডিসকাউন্ট পেয়ে যাবেন। এছাড়াও, ফোনটি প্রতি মাসে 2,865 টাকার ইএমআই অপশনও আছে। চাইলে EMI-তেও কিনতে পারেন।
Amazon-এর ডিসকাউন্ট অফার দেখে নিন:
আপনি 60,450 টাকার এক্সচেঞ্জ অফারে Amazon থেকে Apple iPhone 14 কিনতে পারবেন। এর 128 জিবি মডেলের দাম 67,499 টাকা। SBI ব্যাঙ্কের অফারে 1000 টাকা ছাড়ে ফোনটি কেনা যাবে। এছাড়াও, ফোনটি 3,241 টাকার মাসিক ইএমআই-তেও কিনে নিতে পারবেন।
Apple iPhone 14-এর স্পেসিফিকেশন:
এতে একটি 6.1-ইঞ্চি সুপার রেটিনা XDR ডিসপ্লে রয়েছে। ফোনটিতে উন্নত ক্যামেরা দেওয়া হয়েছে। এটি একবার চার্জে সারাদিন ব্যবহার করা যায়। ফোনে A15 বায়োনিক চিপসেট ব্যবহার করা হয়েছে। ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এর প্রধান ক্যামেরাটি 12MP এর। এছাড়া সেকেন্ডারি ক্যামেরাটি 12MP এর। সামনে একটি 12MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।