iPhone 15 মিলছে সম্পূর্ণ বিনামূল্যে! ভারতীয় ডাক বিভাগের এই অফার আদৌ বিশ্বাসযোগ্য?

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Sep 28, 2023 | 9:45 AM

Free iPhone 15 Scam Alert: ভাইরাল মেসেজের একটি স্ক্রিনশটও প্রকাশ করেছে ভারতীয় ডাক বিভাগ। সেখানে দাবি করা হয়েছে, একজন ব্যক্তি নবরাত্রির উপহার হিসেবে একটি iPhone 15 জিতেছেন। কীভাবে উপহার দাবি করতে হবে, সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। আর সেই ভুয়ো মেসেজটি হোয়াটসঅ্যাপে 5টি গ্রুপ বা 20 জন বন্ধুর সঙ্গে শেয়ার করতে হবে বলেও উল্লেখ করা হয়েছে।

iPhone 15 মিলছে সম্পূর্ণ বিনামূল্যে! ভারতীয় ডাক বিভাগের এই অফার আদৌ বিশ্বাসযোগ্য?
সাবধানতা জরুরি!

Follow Us

iPhone 15 সিরিজ়ের ফোনগুলির বিক্রিবাট্টা শুরু হতেই গ্রাহকমহলে তৈরি হয়েছে বিরাট উন্মাদনা। এর মধ্যেই আবার একটি বড় কেলেঙ্কারির ঘটনা সামনে এসেছে। ফ্রি-তে iPhone 15 দিচ্ছে ইন্ডিয়া পোস্ট, ট্যুইটার তথা এক্স প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে এমনই একটা বার্তা। ভারতীয় ডাক বিভাগ নিজেদের টুইটার হ্যান্ডেল থেকে এ বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক করেছে। ওই ফিশিং বার্তায় ইন্ডিয়া পোস্টের নাম ব্যবহার করে বলা হচ্ছে, ভাগ্যবান বিজয়ীদের নতুন iPhone 15 অফার করা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে।

ইন্ডিয়া পোস্ট টুইট করে বলেছে, “খুব সাবধান! ইন্ডিয়া পোস্ট কোনও অনানুষ্ঠানিক পোর্টাল বা লিঙ্কের মাধ্যমে কোনও ধরনের উপহার গ্রাহকদের দেয় না। ইন্ডিয়া পোস্ট সম্পর্কিত যে কোনও তথ্যের জন্য, অনুগ্রহ করে অফিসিয়াল ওয়েবসাইট দেখুন। Indiapost.gov .in-এ যান। ”

ওই ভাইরাল মেসেজের একটি স্ক্রিনশটও প্রকাশ করেছে ভারতীয় ডাক বিভাগ। সেখানে দাবি করা হয়েছে, একজন ব্যক্তি নবরাত্রির উপহার হিসেবে একটি iPhone 15 জিতেছেন। কীভাবে উপহার দাবি করতে হবে, সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। আর সেই ভুয়ো মেসেজটি হোয়াটসঅ্যাপে 5টি গ্রুপ বা 20 জন বন্ধুর সঙ্গে শেয়ার করতে হবে বলেও উল্লেখ করা হয়েছে।

ইন্ডিয়া পোস্ট সতর্ক করেছে যে, এই বার্তাটি ভুয়ো এবং ব্যবহারকারীদের এই ধরনের বার্তা ফরোয়ার্ড না করার পরামর্শ দেওয়া হয়েছে। এতে অননুমোদিত লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করলেই বড়সড় বিপদ হতে পারে। স্ক্যামাররা এর আগেও ম্যালিশিয়াস আক্রমণ চালানোর জন্য সরকারি ওয়েবসাইট ব্যবহার করেছে।

অতীতে আমরা দেখেছি, আধার আপডেট, প্যান আপডেট এবং এমনকি ব্যাঙ্কের বিভিন্ন মেসেজ প্রতারকরা পাঠায় সেগুলিতে একটি লিঙ্ক দিয়ে। কিছু ক্ষেত্রে এই লিঙ্কে ক্লিক করলেই পুরস্কার পাওয়া যাবে এমন দাবি করা হয়, কিছু ক্ষেত্রে আবার ওই লিঙ্ক থেকেই বিভিন্ন ডকুমেন্ট আপডেট করার কথাও জানানো হয়। আসলে এই সব লিঙ্কের মাধ্যমেই পাতা হয় প্রতারণার ফাঁদ। ব্যবহারকারীরা এই সব লিঙ্কে একবার ক্লিক করলেই তাঁদের ম্যালিশিয়াস ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয়। তারপর তাঁদের টাকাও সেখান থেকে চুরি করা হয়।

কীভাবে নিরাপদ থাকবেন?

iPhone 15 প্রতারণাচক্র থেকে নিরাপদ থাকতে, এই ধরনের কোনও মেসেজে প্রলুব্ধ হলে চলবে না। আর যদি মেসেজ দেখেনও, তাহলে সেখানে থাকা কোনও লিঙ্কে ক্লিক করা চলবে না। স্ক্যামাররা সাধারণ মানুষকে প্রতারণা করার জন্য লোভনীয় মেসেজ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। আর সেই মেসেজের বিশ্বাসযোগ্যতা তৈরি করতে তাঁরা সরকারি বিভিন্ন প্ল্যাটফর্মের নাম ভাঙায়। তাই, এই ধরনের মেসেজ দেখতে পেলেই আপনাকে সতর্ক থাকতে হবে। শুধুমাত্র একটি নির্ভরযোগ্য স্টোর এবং বিশ্বস্ত ই-কমার্স ওয়েবসাইট থেকে Apple iPhones কিনুন। তার থেকেও বড় কথা হল, এত দামি আইফোন আপনাকে কেউ ফ্রি-তে দিতেই বা যাবে কেন!

কোথায় অভিযোগ করবেন?

আপনি যদি কখনও এই ধরনের কেলেঙ্কারির সম্মুখীন হন, তাহলে অভিযোগ জানানো খুবই জরুরি। তার জন্য আপনি 1930 নম্বরে কল করতে পারেন বা ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের ওয়েবসাইট – cybercrime.gov.in-এ গিয়ে অভিযোগ জানাতে পারেন।

Next Article