টাইটানিয়াম বডির কারণে iPhone 14-র তুলনায় কম টেকসই iPhone 15? ড্রপ টেস্ট তুলে দিল বড় প্রশ্ন

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Sep 25, 2023 | 2:55 PM

সাম্প্রতিকতম একটি গবেষণা 180 ডিগ্রি ঘুরে গিয়ে দাবি করছে, কোনও রকমের সুরক্ষা ছাড়া iPhone 15 Pro বা 15 Pro Max বিপজ্জনক হতে পারে। ব্যবহারকারীদের এই ফোন দুটি নিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। অর্থাৎ ব্যাক কভার, ট্যাম্পার্ড গ্লাস ইত্যাদির সবই ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে iPhone 15 Pro বা 15 Pro Max অক্ষত রাখার জন্য।

টাইটানিয়াম বডির কারণে iPhone 14-র তুলনায় কম টেকসই iPhone 15? ড্রপ টেস্ট তুলে দিল বড় প্রশ্ন
iPhone 15 অপেক্ষা বেশি শক্তিশালী iPhone 14?

Follow Us

iPhone 15 সিরিজ়ের মডেলগুলির জন্য মানুষ লাখ-লাখ টাকা খরচ করতে প্রস্তুত। ভারতের ক্ষেত্রে ছবিটা অন্তত পরিষ্কার। দিল্লি ও মুম্বইতে যে Apple Store দুটি খোলা হয়েছে সম্প্রতি, সেই ছবিই পরিষ্কার করে দিয়েছে বিষয়টা। তবে নতুন প্রজন্মের আইফোনের মধ্যে যে, iPhone 15 Pro Max সবথেকে হিট হতে চলেছে, তা ইতিমধ্যেই প্রমাণিত। দাম সে যতই বেশি হোক না কেন, এই ফোন নিয়ে ক্রেতাদের মধ্যে আলাদা উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে। বিশেষজ্ঞরা এর মধ্যেই পরিসংখ্যানটি স্পষ্ট করেছেন। তাঁরা দাবি করেছেন, প্রত্যেক ত্রৈমাসিকে 30 মিলিয়নের বেশি ইউনিট iPhone 15 Pro Max রেডি করে রাখতে হবে প্রস্তুতকারক সংস্থাকে।

অ্যাডভান্সড ক্যামেরা টেকনোলজি এবং নতুন টাইটানিয়াম কোটিংয়ের দৌলতে iPhone 15 সিরিজ়ের প্রতিটি ফোনই আগের থেকে বেশি হাল্কা হয়েছে। সেই সঙ্গেই আবার টেকসইও হয়েছে আর একটু বেশিই। এই দুই মূল ফ্যাক্টরের জন্যই iPhone 15 সিরিজ়ের প্রত্যেকটি ফোনেরই চাহিদা ঊর্ধ্বগগনে। যদিও আর একটি দাবিও জোরদার হয়েছে। সাম্প্রতিকতম একটি গবেষণা 180 ডিগ্রি ঘুরে গিয়ে দাবি করছে, কোনও রকমের সুরক্ষা ছাড়া iPhone 15 Pro বা 15 Pro Max বিপজ্জনক হতে পারে। ব্যবহারকারীদের এই ফোন দুটি নিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। অর্থাৎ ব্যাক কভার, ট্যাম্পার্ড গ্লাস ইত্যাদির সবই ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে iPhone 15 Pro বা 15 Pro Max অক্ষত রাখার জন্য।

স্টেইনলেস স্টিল থেকে টাইটানিয়াম অ্যালয়ে নতুন iPhoneগুলি যে রূপান্তর করা হয়েছে, তার বেশ কিছু সুবিধা যেমন রয়েছে, তেমনই আবার কিছু ত্রুটিও রয়েছে। iPhone 15 Pro মডেলের সাম্প্রতিক ড্রপ টেস্টে দেখানো হয়েছে যে, টাইটানিয়াম বডি দেওয়ার ফলে আগের মতো আর টেকসই নয়। এক্কেবারে iPhone 14 Pro-এর সঙ্গে তার তুলনামূলক স্থায়িত্ব পরীক্ষা করেও দেখানো হয়েছে। আর সেখান থেকেই একটা ধারণা পাওয়া গিয়েছে, গত বছর লঞ্চ হওয়া iPhone 14 Pro সিরিজ়ের তুলনায় তা যেন আরও ক্ষীণ।

আপনি যদি iPhone 15 Pro মডেলগুলির কনস্ট্রাকশন নিয়ে ব্যবহারকারীদের মন্তব্য পড়তে বসেন, তাহলে খেয়াল করবেন সূচকগুলি কিন্তু মোটেই ভাল নয়। অনেকেই দাবি করেছেন, প্রোটেক্টিভ কভার ছাড়া iPhone 15 Pro বা 15 Pro Max ব্যবহার করা মোটেই ভাল নয়। আর সেই দাবিই বড় প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে তাঁদের জন্য, যাঁরা কোনও প্রোটেক্টিভ কভার ছাড়াই iPhone ব্যবহার করতে পছন্দ করেন।

iPhone 15 সিরিজ়ের ফোনগুলির ড্রপ টেস্টের এই ইউটিউব ভিডিয়ো খুব ভাইরাল হয়েছে। যদিও এই ধরনের ড্রপ টেস্ট কখনই বৈজ্ঞানিক নয়। কিন্তু তা-ও এমনতর পরীক্ষাকে কখনই হেলাফেলা হিসেবে ফেলে দেওয়া যায় না। ড্রপ টেস্টের ফলাফলগুলি বিভিন্ন কারণ দ্বারা প্রভাবিত হতে পারে। আপনি কোন সারফেসে ড্রপ টেস্ট করছেন, তারপরে কোন অ্যাঙ্গেলে ফোনটিকে রেস্টের জন্য পাঠানো হচ্ছে, সেই সব বিষয়গুলিকেও গুরুত্ব দেওয়া উচিত।

Next Article