iPhone Battery Health: গত 12 সেপ্টেম্বর Apple তার সবথেকে বড় ইভেন্ট ওয়ান্ডারলাস্টে নতুন প্রজন্মের চারটি ফোন এবং দুটি স্মার্টওয়াচ নিয়ে এসেছে। 22 সেপ্টেম্বর থেকে iPhone 15 লাইনআপের বিক্রিবাট্টা শুরু হচ্ছে। এই সিরিজ়ে রয়েছে মোট চারটি ফোন- iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max। চারটি নতুন আইফোনেরই সবথেকে বড় ফিচার হল চার্জিংয়ের জন্য USB Type-C পোর্ট, যা এ যাবৎকালে আইফোনের সবথেকে বড় আপগ্রেড।
ঠিক যে সময়ে জল্পনা ছড়াতে থাকে, Apple তার নতুন ফোনগুলিতে লাইটনিং পোর্ট দেবে না, সেই সময় থেকেই তীব্র উচ্ছ্বাস লক্ষ্য করা যায় আইফোন প্রেমীদের মধ্যে। আর যখন সত্যিই নতুন iPhone-এ লাইটনিং পোর্টের বদলে USB-C চার্জিং পোর্ট দেওয়া হল, তখন মানুষের মধ্যে একাধিক নতুন প্রশ্নের উদয় হয়েছে। শুধু তাই নয়। iPhone 15 সিরিজ়ের ফোনগুলিতে এমন একটি ফিচার্স রয়েছে, যা তার ব্যাটারির স্বাস্থ্য সবসময় ভাল রাখতে পারে।
সম্প্রতি সংবাদমাধ্যম দ্য ভার্জের তরফে একটি Q & A সেশনে আইফোন ব্যবহারকারীরা বেশ কিছু জরুরি প্রশ্ন করেছিলেন। সেই সেশন থেকে জানা গিয়েছে, সমগ্র iPhone 15 লাইনআপে রয়েছে এমনই একটি অপশন, যা ফোনগুলিকে 80 শতাংশের বেশি চার্জই হতে দেয় না। আপনার iPhone-এর সেটিংসে যদি সেই অপশনটি অ্যাক্টিভ করা থাকে, তাহলে তা আপনার ফোনটিকে কখনই 80 শতাংশের বেশি চার্জ হতে দেবে না।
অনেকেই হয়তো ভাবেন যে, ফোন 100% চার্জ করলে তা দীর্ঘ সময় ব্যাকআপ দিতে পারে। হ্যাঁ, তা দিতে পারে ঠিকই। কিন্তু তাতে ফোনের ব্যাটারির দফারফা হয়ে যায়। তাই ফোনের ব্যাটারি কখনও 80 শতাংশের বেশি চার্জ করা ঠিক নয়। আপনার ফোন যদি 80% পর্যন্ত চার্জ করতে পারেন, তাহলে তার ব্যাটারি লাইফ বাড়তে পারে। শুধু iPhone নয়। যে কোনও ফোনের ক্ষেত্রেই বিষয়টি প্রযোজ্য।
এর আগেও Apple-এর কাছে এমন একটি ফিচার ছিল, যার নাম ‘অপ্টিমাইজ়ড ব্যাটারি চার্জিং’। এই ফিচার iPhoneকে 80 শতাংশের বেশি চার্জ হওয়া থেকে বাঁচাত। তবে, iPhone 15 Series-এর এই নতুন ফিচারটি এক্কেবারে আলাদা। এছাড়াও iPhone 15 সিরিজ়ের ফোনগুলিতে রয়েছে তিনটি সেটিংস অপশন: ব্যাটারি, ব্যাটারি হেলথ্ এবং চার্জিং অপ্টিমাইজ়েশন।