iPhone 15-এর যন্ত্রাংশ তৈরি হয় ভিন্ন ভিন্ন দেশে, কোথায় বানানো হয় ক্যামেরা থেকে ব্যাটারি?

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Oct 27, 2023 | 1:24 PM

iPhone 15 Series: এবার 15 সিরিজে টাইপ-সি চার্জিং পোর্ট দেওয়া হয়েছে, এতে আপনি অ্যান্ড্রয়েড চার্জার দিয়েও ডিভাইসটিকে চার্জ করতে পারবেন। তবে যবে থেকে এটি বাজারে এসেছে, বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে শুরু করেছে। আর সেই অভিযোগ জানিয়েছেন বহু মানুষ।

iPhone 15-এর যন্ত্রাংশ তৈরি হয় ভিন্ন ভিন্ন দেশে, কোথায় বানানো হয় ক্যামেরা থেকে ব্যাটারি?

Follow Us

Apple তার নতুন iPhone 15 সিরিজ 12 সেপ্টেম্বর লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে, 4টি মডেল লঞ্চ করা হয়েছে, যার মধ্যে রয়েছে iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max। শীর্ষ মডেলে আপনি অ্যাকশন বোতামের সাপোর্ট পাবেন। এবার 15 সিরিজে টাইপ-সি চার্জিং পোর্ট দেওয়া হয়েছে, এতে আপনি অ্যান্ড্রয়েড চার্জার দিয়েও ডিভাইসটিকে চার্জ করতে পারবেন। তবে যবে থেকে এটি বাজারে এসেছে, বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে শুরু করেছে। আর সেই অভিযোগ জানিয়েছেন বহু মানুষ।

যন্ত্রাংশ বিশ্বের বিভিন্ন দেশের তৈরি…

ব্যাটারি, ডিসপ্লে, মডেম, চিপ ইত্যাদি সব বিভিন্ন দেশ থেকে নেওয়া হয়। তারপরেই তৈরি হয় iPhone। iPhone 15 একটি বিশ্বব্যাপী পণ্য যার যন্ত্রাংশ বিশ্বের বিভিন্ন দেশে তৈরি হয়। যন্ত্রাংশ তৈরি হওয়ার পরে, সেগুলিকে এক জায়গায় একত্রিত করা হয়। তারপর যেখান থেকে একটি আইফোন বিক্রির জন্য প্রস্তুত হয়। এবার অ্যাপলের iPhone 15 এবং 15 Plus ভারতেও তৈরি হচ্ছে। তবে তাদের যন্ত্রাংশ বাইরে থেকে আমদানি করা হচ্ছে।


কোথায় ব্যাটারি, ডিসপ্লে এবং চিপ তৈরি করা হয়?

এবার কোম্পানি আইফোন 15-এ একটি 16 বায়োনিক চিপ দিয়েছে, যা আমেরিকার অ্যাপল ডিজাইন করেছে এবং তাইওয়ানের তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি তৈরি করেছে। iPhone 15-এ ব্যবহৃত OLED ডিসপ্লেগুলি দক্ষিণ কোরিয়ার। ক্যামেরা মডিউল সম্পর্কে বললে, এগুলি জাপানের সনি এবং দক্ষিণ কোরিয়ার এলজি ইনোটেক তৈরি করেছে। iPhone 15 ব্যাটারিগুলি একটি চিনা কোম্পানি Sunwoda Electronic এবং হংকং-এর ATL দ্বারা তৈরি।

Apple এর iPhone 15 এর মেমরি চিপ বিভিন্ন দেশ থেকে এসেছে। এটি তৈরি করেছে স্যামসাং, দক্ষিণ কোরিয়ার এসকে হাইনিক্স, আমেরিকার মাইক্রোন টেকনোলজি এবং জাপানের তোশিবা। মডেম মার্কিন যুক্তরাষ্ট্রে কোয়ালকম ডিজাইন করেছে। এখানেই শেষ নয়, iPhone 15-এ ব্যবহৃত ওয়্যারলেস কয়েল চিনের Luxshare Precision Industry দ্বারা তৈরি।

Next Article