Apple সম্প্রতি তার iPhone 15 সিরিজ়ের ফোন লঞ্চ করেছে। এই সিরিজ়ে রয়েছে মোট চারটি ফোন- iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max। এদের মধ্যে প্রো মডেল দুটি অর্থাৎ iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max তৈরি করা হয়েছে টাইটানিয়াম বডি দিয়ে। এর আগের আইফোনগুলিতে যে, স্টেইনলেস স্টিল দেওয়া হয়েছিল তার থেকে অনেকটাই শক্তিশালী এই টাইটানিয়াম বডি ও তা থেকে তৈরি iPhone 15 সিরিজ়ের প্রো ও প্রো ম্যাক্স মডেল দুটি।
তবে গ্রাহকরা iPhone 15 সিরিজ়ের ফোনগুলি হাতে পাওয়ার পর থেকেই নানাবিধ অভিযোগ করেছেন। X বা টুইটারে কাস্টমাররা তাঁদের iPhone 15 Pro মডেলগুলির বিভিন্ন সমস্যার কথা তুলে ধরছেন, সপক্ষে ছবি দিয়ে। কেউ বলছেন, এই ফোনগুলিতে স্ক্র্যাচ এবং বাম্প দেখা দিচ্ছে সামান্য কোথাও থেকে পড়ে গেলে। কেউ আবার বলছেন, ক্যামেরা লেন্সের খুব অল্প সময়েই ধুলো-বালি জমছে।
ঠিক কী-কী সমস্যার কথা বলা হচ্ছে?
X প্ল্যাটফর্মে একজন iPhone 15 Pro মডেলগুলির ডিসপ্লের মিসঅ্যালাইনমেন্ট নিয়ে অভিযোগ করেছেন। একাধিক ছবি পোস্ট করে তিনি দেখিয়েছেন, ক্যামেরার লেন্সে কীরকম নোংরা জমেছে, ফোনের পিছনে কীভাবে স্ক্র্যাচ দেখা দিচ্ছে এবং বুদবুদ ও রংচটা স্কোয়্যার সব ফোন ক্ষতিগ্রস্ত হওয়ার একাধিক লক্ষণ।
Some iPhone 15 Pro units appear to have display misalignment, dirt on the camera lenses, scratches on the screen and signs of damage in various areas, there are reports of bubbles and discolored squares. This happens for units destined for the US, Chinese and EU markets pic.twitter.com/8Peh0zoaZs
— Majin Bu (@MajinBuOfficial) September 23, 2023
এর পাশাপাশিই আবার কিছু ব্যবহারকারী অভিযোগ করেছেন, মাত্র কয়েক মিনিট ব্যবহার করলেই iPhone 15 প্রো মডেলগুলি বড্ড গরম হয়ে যাচ্ছে। শুধু তাই নয়। কিছু ব্যবহারকারী আবার অভিযোগ করেছেন যে, iPhone 15 Pro মডেলের পার্শ্বে আঙুলের ছাপের চিহ্ন দেখা যাচ্ছে।
mine came with a blue lint inside of the telephoto lens, looking to have the phone replaced soon, very unfortunate pic.twitter.com/EHt6LNgQLg
— yuri (@DonutsCanHurt) September 23, 2023
Apple Track কয়েক দিন আগেই iPhone 15 Pro-এর ডিউরেবিলিটি টেস্ট করে দেখেছে। তার একটি ভিডিয়োও X প্ল্যাটফর্মে শেয়ার করা হয়েছে। সেই ডিউরেবিলিটি টেস্টে বলা হয়েছে, নতুন ফোনের কার্ভড এজগুলি পুরনো আইফোনগুলির থেকে অনেকটাই বেশি ভঙ্গুর। এদিকে আবার JerryRigEverything-এর তরফেও এই সিরিজ়ের ফোনগুলির ডিউরেবিলিটি টেস্ট করে দেখা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, iPhone 15 Pro Max-এর গ্লাসে কয়েক সেকেন্ডের মধ্যেই ফাটল ধরে। গ্রেড 5 টাইটানিয়াম বডি থাকার কারণে ফোনটি আরও শক্তিশালী হওয়ার কথা ছিল।