12 সেপ্টেম্বর কুপার্টিনোয় Apple Wanderlust ইভেন্ট থেকে iPhone 15 লাইনআপের পর্দা উন্মোচিত হয়। এই সিরিজ়ে রয়েছে মোট চারটি ফোন- iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max। এবার এই চারটি ফোনের বিক্রিবাট্টা শুরু হবে। USB Type-C চার্জিং থেকে ডায়নামিক আইল্যান্ড পর্যন্ত একাধিক নতুন আপডেট পেয়েছে চারটি মডেলই। এই আইফোন মডেলগুলি ছাড়াও ওই ইভেন্টেই Apple Watch Series 9 এবং Apple Watch Ultra 2 লঞ্চ করা হয়েছিল।
15 সেপ্টেম্বর থেকে iPhone 15 সিরিজ়ের ফোনগুলির বুকিং শুরু হয়েছে। 22 সেপ্টেম্বর থেকে ফোনগুলির বিক্রিবাট্টা শুরু হবে। তবে সেল শুরু হওয়ার আগে iPhone 15-এর চারটি মডেলের উপরেই থাকছে একাধিক আকর্ষণীয় অফার। ক্রোমা, বিজয় সেলস, অ্যামাজ়ন ও ফ্লিপকার্টে অফারগুলি দেওয়া হবে।
Croma
আপনি যদি অনলাইনে iPhone 15 অর্ডার করেন, তাহলে আপনাকে একবারে সমগ্র পেমেন্ট করে দিতে হবে। তবে Croma-র ফিজ়িক্যাল স্টোর থেকে যদি ফোনটি ক্রয় করেন, তাহলে পুরো টাকাটা দেওয়ার দরকার হবে না। সেক্ষেত্রে iPhone 15-র জন্য মাত্র 2,000 টাকা দিয়ে প্রিবুক করলেই চলবে। অন্য দিকে আপনার কাছে যদি HDFC ক্রেডিট কার্ড থাকে বা আপনি যদি EMI অপশনে iPhone 15 এবং iPhone 15 Plus ক্রয় করেন, তাহলে পেয়ে যাবেন 5,000 টাকার অতিরিক্ত ডিসকাউন্ট। এই একই অফারে আবার প্রো মডেলগুলির জন্য থাকছে 4,000 টাকার ডিসকাউন্ট।
এখন কাস্টমাররা চাইলে ফোনগুলি অনলাইনে প্রি-বুক করতে পারেন, আবার অফলাইন স্টোরে গিয়েও ক্রয় করতে পারেন। সেক্ষেত্রে অনলাইনে প্রি-অর্ডার করলে ফুল পেমেন্ট করতে হবে, ক্রোমার ফিজ়িক্যাল স্টোর আরও সস্তার অপশন দেবে। 2,000 টাকার টোকেন অ্যামাউন্টেই প্রি-অর্ডার করতে পারবেন। আবার পুরনো ফোনটা যদি বদলাতে চান, তাহলেও পেয়ে যাবেন 6,000 টাকার অতিরিক্ত ডিসকাউন্ট।
Vijay Sales
বিজয় সেলস সরাসরি 4,000 টাকার ডিসকাউন্ট দিচ্ছে। সঙ্গে থাকছে নো-কস্ট ইএমআই, যদি আপনি HDFC ক্রেডিট কার্ড ব্যবহার করে iPhone ক্রয় করেন। আবার HSBC ক্রেডিট কার্ড ব্যবহার করে EMI-এর মাধ্যমে যদি ফোনটি ক্রয় করেন, তাহলে 7,500 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন। এছাড়া যদি আপনার কাছে Yes Bank ক্রেডিট কার্ড থাকে, তাহলে EMI অপশনে ফোনটি ক্রয় করলে পেয়ে যাবেন 2,000 টাকা পর্যন্ত ছাড়।
Amazon ও Flipkart
অফার রয়েছে Amazon ও Flipkart দুই জায়গা থেকেই। অ্যামাজ়নে HDFC ব্যাঙ্ক ক্রেডিট কার্ড হোল্ডাররা 5,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন। যদিও এর মধ্যেই ডেলিভারিতে বিলম্ব হওয়ার অভিযোগ উঠলেও Amazon জানিয়েছে, 23 সেপ্টেম্বর থেকে ফোনগুলি পাবেন কাস্টমাররা। শুধু অ্যামাজ়নই নয়। সেই সঙ্গেই আবার Flipkart-এও আকর্ষণীয় ছাড় মিলছে যদি এখনই iPhone 15 সিরিজ় অর্ডার করেন।