মঙ্গলবার রাতে iPhone 15 সিরিজ়ের পর্দা উন্মোচিত হবে Apple এর Wonderlust ইভেন্ট থেকে। এদিন ভারতীয় সময় রাত 10টা 30এ ইভেন্টটি শুরু হবে। সেখানেই লঞ্চ করা হবে iPhone 15 Series এর বেশ কয়েকটি মডেল। এদিন যে আইফোন মডেলগুলি লঞ্চ হবে, সেই তালিকায় রয়েছে iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro এবং iPhone Pro Max। তবে জল্পনা চলছে, এই সিরিজ়ে থাকতে পারে iPhone 15 Ultra নামক আর একটি স্মার্টফোন। এরকম সময়ে অনেকে যখন iPhone 15 Series এর ফিচার ও স্পেসিফিকেশন নিয়ে চতুর্দিকে আলোচনা চলছে, একটা বড় অংশের মানুষ অপেক্ষা করছেন এই সিরিজ়ের ফোনগুলির দাম কত হতে পারে, তা নিয়ে। 12 সেপ্টেম্বর অ্যাপলের ইভেন্টের সময় ফোনগুলির দাম অফিসিয়ালি ঘোষণা করা হবে। তবে ইতিমধ্যেই iPhone 15 সিরিজ়ের ফোনগুলির দাম সম্পর্কিত একাধিক তথ্য বেশ কিছু মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে।
স্ট্যান্ডার্ড আইফোন 15 এবং তার প্লাস ভ্যারিয়েন্টের দাম এখনকার প্লাস মডেল অর্থাৎ iPhone 14 এবং iPhone 14 Plus এর মতোই হতে পারে বলে জানা গিয়েছে। আর তাই যদি হয়, তাহলে iPhone 15 সিরিজ়ের বেস মডেলের দাম শুরু হবে 79,900 টাকা থেকেই। এর আগের বেশির ভাগ লিক থেকে জানা গিয়েছিল, কোম্পানি সম্ভবত পুরানো দামে নতুন স্ট্যান্ডার্ড মডেলগুলি লঞ্চ করবে। যদিও কোম্পানির তরফ থেকে এ বিষয়ে অফিসিয়ালি কিছুই জানানো হয়নি। তাই, দামের এই তথ্যগুলিকে জল্পনার স্তরে রাখাই ভাল। জানা গিয়েছে, iPhone 15 Plus এর দাম 89,900 টাকা ধরে রাখতে পারে।
এই সিরিজ়ের সবথেকে দামি ফোন হতে চলেছে iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max এই দুটি ফোনের। আগের অর্থাৎ iPhone 14 Pro-এর তুলনায় এই iPhone 15 Pro-এর দাম 100 মার্কিন ডলার বাড়তে পারে এবং প্রো ম্যাক্সের দাম বাড়তে পারে 200 মার্কিন ডলার। একাধিক লিক অনুসারে, iPhone 15 প্রো সংস্করণের জন্য দাম $999 (প্রায় 82,900 টাকা) থেকে $1,099 (প্রায় 91,200 টাকা) বাড়ানো হতে পারে। কিন্তু, তার মানে এই নয় যে ভারতেও এই দামেই ফোনটি লঞ্চ করা হতে পারে। কারণ, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র দুই দেশের iPhone মডেলের দামগুলির মধ্যে বরাবরই একটা পার্থক্য ছিল এবং পরবর্তীতেও তা থাকবে।
উদাহরণস্বরূপ, আইফোন 14 প্রো মার্কিন যুক্তরাষ্ট্রে $999 (প্রায় 82,900 টাকা) লঞ্চ করা হয়েছিল এবং এটি ভারতে 1,29,900 টাকায় বিক্রি করা হয়েছিল। মার্কিন ডলারের হিসেবে iPhone 14 Pro-র দাম ভারতে 99,900 টাকা হওয়া উচিত ছিল। কিন্তু, কাস্টমস ফি এবং ব্যবহারকারীরা যে ব্র্যান্ড ভ্যালু পান তা সহ অন্যান্য বিভিন্ন কারণের কারণে, Apple ভারতে iPhone 14 Pro লঞ্চ করেছে উল্লেখযোগ্যভাবে বেশি দামে। এই ফোনের দামই শুরু হচ্ছে 1,29,900 টাকা থেকে। লিক থেকে জানা গিয়েছে, ভারতে নতুন iPhone 15 Pro-এর দাম বেড়ে 1,39,900 টাকায় লঞ্চ করা হতে পারে।
গুজব চলছে এ-ও, iPhone 15 Pro Max-এর মূল্য 1,299 মার্কিন ডলার হতে পারে, যা গত বছরের $1,099 থেকে অনেকটাই বেশি। অ্যাপল যদি এই মূল্যই ধরে রাখে বা তার ট্রেন্ড বজায় রাখে, তাহলে iPhone 15 Pro Max ভারতে লঞ্চ করা হতে পারে 1,59,900 টাকায়। এক্ষেত্রে মনে রাখা জরুরি, iPhone 14 Pro Max 1,39,900 টাকায় লঞ্চ করা হয়েছিল। এই মুহুর্তে, উভয় প্রো মডেলের ভারতের দাম কী হতে পারে তা স্পষ্ট নয়, তবে সেগুলি গত বছরের মতো বা তার চেয়ে বেশি হবে বলে মনে করা হচ্ছে।