Apple iPhone Tips: আইফোন ব্যবহারকারীরা প্রায়ই তাদের স্মার্টফোনের ব্যাটারি ব্যাকআপ নিয়ে চিন্তিত থাকেন। প্রচুর টাকা খরচ করেও খুব দ্রুত চার্জ শেষ হয়ে যাওয়ার মতো সমস্যায় অনেককেই পড়তে দেখা যায়। যখন বড় মোবাইল ব্র্যান্ডের প্রসঙ্গ আসে, তখন প্রথমেই Apple-এর নাম আসে। অ্যাপল বিশ্বের অন্যতম বড় মোবাইল ব্র্যান্ড। এর ফোনের ওভার-অল পারফরম্যান্স ছাড়াও, ব্যাটারি নিয়ে অধিকাংশ ব্যবহারকারীরাই নিশ্চিত। কোম্পানিটি আইফোনের (iPhone) ব্যাটারির জন্য লিথিয়াম আয়ন প্রযুক্তি ব্যবহার করে। লিথিয়াম -আয়ন ব্যাটারিগুলি ফাস্ট চার্জিং-এর জন্য ব্যবহার করা হয়। এমনকি এতে চার্জও বেশি সময় থাকে। তবে iPhone-এর ক্ষেত্রে এর ব্যতিক্রম দেখা যায়। একটি নির্দিষ্ট সময় পর আইফোনের ব্যাটারির কর্মক্ষমতা কমতে থাকে।
শুধু যে iPhone-এর ক্ষেত্রে এমনটা হয়, তা বলা চলে না। যে কোনও ফেনই বেশি দিনের পুরনো হয়ে গেলে তার কার্যক্ষমতা কমে আসে। কিন্তু যেহেতু iPhone-এর দাম অন্যসব ফোনের তুলনায় বেশি হয়, তাই ব্যবহারকারীরাদের চিন্তা করা যথাযথ। তবে আপনাকে এমন কিছু চার্জিং টিপস জানানো হবে, যার সাহায্যে আপনার চার্জ অনেকদিন পর্যন্ত টিকে থাকবে।
ব্যাটারির স্বাস্থ্য উন্নত করার টিপস:
কখন বুঝবেন যে, এবার আপনার ফোনের ব্যাটারিটি পাল্টাতে হবে?
আইফোনের ব্যাটারি যদি কখনওই পুরো 100 শতাংশ চার্জ না হয়, তাহলে বুঝবেন এবার আপনার ফোনের কার্যক্ষমতা শেষ হয়ে এসেছে। অর্থাৎ এটা জানা খুবই গুরুত্বপূর্ণ যে, একবার ব্যাটারি খারাপ হয়ে গেলে তার প্রভাব ফোনের উপরও পড়ে। তাই আগে থাকতেই সতর্ক থাকুন।