iPhone SE (2022): ৫জি কানেক্টিভিটি, এ১৫ বায়োনিক চিপ নিয়ে অবশেষে লঞ্চ হল আইফোন এসই (২০২২), ভারতে দাম কত?

iPhone SE (2022): ১১ মার্চ থেকে ভারতে শুরু হবে নতুন আইফোনের (iPhone SE 2022) প্রি-অর্ডার। আর ১৮ মার্চ থেকে কেনা যাবে অর্থাৎ বিক্রি শুরু হবে (Apple iPhone SE 2022) আইফোন এসই (২০২২) মডেলের।

iPhone SE (2022): ৫জি কানেক্টিভিটি, এ১৫ বায়োনিক চিপ নিয়ে অবশেষে লঞ্চ হল আইফোন এসই (২০২২), ভারতে দাম কত?
আইফোন এসই ২০২২ ফোন লঞ্চ হয়েছে।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 09, 2022 | 7:45 AM

অবশেষে লঞ্চ হয়েছে আইফোন এসই (২০২২) (iPhone SE 2022) ফোন। অ্যাপেলের (Apple iPhone) এই বাজেট ফোন (Budget iPhone) লঞ্চ হয়েছে ৮ মার্চের অ্যাপেল পিক পারফরম্যান্স ((Apple Peek Performance) ভার্চুয়াল লঞ্চ ইভেন্টে (Virtual launch Event)। এই ফোন আসলে আইফোন এসই (২০২০)- র (iPhone SE 2020) আপগ্রেডেড মডেল। প্রসঙ্গত উল্লেখ্য, আইফোন এসই (২০২০) লঞ্চ হয়েছিল ২০২০ সালের এপ্রিল মাসে। তার প্রায় দু’বছর পর লঞ্চ হল এর আপডেটেড ভার্সান আইফোন এসই (২০২২)। নতুন এই আইফোনে রয়েছে এ১৫ বায়োনিক চিপ যা গত বছর লঞ্চ হয়েছে। এছাড়াও আইফোন এসই (২০২২)- এ রয়েছে ৫জি সাপোর্ট।

ভারতে আইফোন এসই (২০২২) ফোনের দাম এবং উপলব্ধতা

ভারতে আইফোন এসই (২০২২) মডেলের ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ভারতে ৪৩,৯০০ টাকা। এরপর এই ফোনের ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৮,৯০০ টাকা এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৮,৯০০ টাকা। মিডনাইট, স্টারলাইট এবং (প্রোডাক্ট) রেড— এই তিন রঙে ভারতে পাওয়া যাবে আইফোন এসই (২০২২)। ১১ মার্চ থেকে ভারতে শুরু হবে নতুন আইফোনের প্রি-অর্ডার। আর ১৮ মার্চ থেকে কেনা যাবে অর্থাৎ বিক্রি শুরু হবে আইফোন এসই (২০২২) মডেলের।

আইফোন এসই (২০২২) ফোনের স্পেসিফিকেশন

  • আইওএস ১৫- র সাহায্যে পরিচালিত হবে নতুন আইফোন এসই (২০২২) মডেল।
  • এই ফোনে রয়েছে একটি ৪.৭ ইঞ্চির রেটিনা এইচডি ডিসপ্লে। এটি একটি আইপি৬৭ সার্টিফায়েড ডিভাইস।
  • আইফোন ১৩ এবং আইফোন ১৩ প্রো- এর মতো গ্লাস প্রোটেকশন ফিচার রয়েছে আইফোন এসই (২০২২) মডেলে।
  • ফোনের সামনে ও পিছনে, দুই অংশেই রয়েছে শক্তপোক্ত গ্লাস এবং তার জন্য উপযুক্ত প্রোটেক্টর ফিচার।
  • আইফোন এসই মডেলের মতোই ডিসপ্লে রয়েছে নতুন আইফোন এসই (২০২২) ফোনে।
  • এই ফোনে রয়েছে এ১৫ বায়োনিক চিপ, যা আইফোন ১৩ সিরিজের ব্যবহৃত হয়েছে।
  • আইফোন এসই (২০২২) মডেলে রয়েছে একটিই ১২ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর। এর সঙ্গে যুক্ত রয়েছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এমনটাই দেখা গিয়েছিল আগের আইফোন এসই মডেলেও। এছাড়াও আইফোন এসই (২০২২) মডেলের ডিসপ্লেতে রয়েছে ৭ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
  • কানেক্টিভিটি অপশন হিসেবে আইফোন এসই (২০২২) মডেলে রয়েছে ৫জি, ৪জি VoLTE, ওয়াই-ফাই ৫, ব্লুটুথ ভি৫, জিপিএস / এ – জিপিএস, এনএফসি — এইসব ফিচারের সাপোর্ট রয়েছে।
  • আইফোন এসই (২০২২) মডেলে একটি টাচ আইডি বাটন রয়েছে। এর মধ্যে যুক্ত রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। বায়োমেট্রিক অথেনটিফিকেশনের জন্যই এটা করা হয়েছে।
  • শক্তিশালী ব্যাটারি রয়েছে নতুন আইফোন এসই (২০২২) মডেলে। সারাদিন ব্যাটারির চার্জ বজায় থাকবে। অ্যাপেলের দাবি এই ফোনের বিল্ট-ইন ব্যাটারি একবার চার্জ দিলে ১৫ ঘণ্টা পর্যন্ত ভিডিয়ো প্লেব্যাক এবং ৫০ ঘণ্টা পর্যন্ত অডিয়ো প্লেব্যাক সাপোর্ট দিতে পারবে।
  • আইফোন এসই (২০২২) মডেলে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট রয়েছে। সেই সঙ্গে রয়েছে ওয়্যারড চার্জের ব্যবস্থাও। ফোনের ওজন ১৪৪ গ্রাম।

আরও পড়ুন- Samsung Galaxy F23 5G: স্যামসাং গ্যালাক্সি এফ২৩ ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে, দাম কত? দেখে নিন অন্যান্য স্পেসিফিকেশন