
iQOO 12 খুব শীঘ্রই ভারতে লঞ্চ করা হবে। এই নতুন 5G স্মার্টফোনে লেটেস্ট ফ্ল্যাগশিপ প্রসেসর দেওয়া হয়েছে। ফোনে কাটিং এজ হার্ডওয়্যার এবং প্রিমিয়াম ডিজ়াইনও রয়েছে। iQOO 12 ফোনে রয়েছে বেশ বড় একটি 6.78 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যা 1.5K রেজ়োলিউশন সাপোর্ট করে। ডিসপ্লে প্যানেলটি 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনটির অন্যান্য ফিচার ও স্পেসিফিকেশনগুলি জেনে নেওয়া যাক।
iQOO-র নতুন ফ্ল্যাগশিপ ফোন অর্থাৎ iQOO 12-এ থাকছে একটি লার্ড ভেপার চেম্বার, যা আরও ভাল হিট ডিসিপেশনের কাজ করবে। iQOO 12 ফোনে দেওয়া হয়েছে একটি বড় 6.78 ইঞ্চির 1.5K ফ্ল্যাট LTPO AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লে 144Hz রিফ্রেশ রেট এবং 3000 নিটস ব্রাইটনেস দিতে পারে।
দুর্ধর্ষ ক্যামেরা সেটআপ দেওয়া হচ্ছে এই ফোনে। iQOO 12 ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকছে। প্রাইমারি সেন্সর হিসেবে থাকছে একটি 50MP OmniVision OVH50 সেন্সর। সেকেন্ডারি ক্যামেরায় থাকছে দুটি সেন্সর, তার একটি 50MP আলট্রা ওয়াইড সেন্সর এবং অপরটি একটি 64MP টেলিফটো লেন্স, যা 3X জ়ুম সাপোর্ট করবে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফ্ল্যাগশিপ ফোনটিতে দেওয়া হচ্ছে 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর।
এছাড়া iQOO 12 ফোনে অত্যন্ত শক্তিশালী একটি 5000mAh ব্যাটারি দেওয়া হচ্ছে। খুব স্বাভাবিক ভাবেই এখন অনেকের মনে প্রশ্ন জাগবে, কত দাম হতে পারে এই ফ্ল্যাগশিপ ফোনের? চিনে এই ফোনটি খুব সম্প্রতিই হাজির হয়েছে। সেখানে ফোনটির 12GB RAM এবং 256GB স্টোরেজ মডেলের দাম CNY 3,999 বা 45,700 টাকা। সেখান থেকেই মনে করা হচ্ছে এই ফোনের দাম ভারতের বাজারে 45,000 টাকার কম হতে পারে।