iQoo 9 SE: 5G স্মার্টফোনের দাম কমিয়ে দিল iQoo, সবার আগে জেনে নিন নতুন রেট

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Mar 26, 2023 | 11:37 AM

iQoo 9 SE Price Cut: iQoo ভারতে iQoo 9 SE-এর দাম কমিয়েছে। কত টাকায় কিনতে পারেবন?

iQoo 9 SE: 5G স্মার্টফোনের দাম কমিয়ে দিল iQoo, সবার আগে জেনে নিন নতুন রেট

Follow Us

iQoo 9 SE Price: ভারতীয় বাজারে Vivo-Oppo-র মতো ব্র্য়ান্ডগুলির বেশ জনপ্রিয়তা রয়েছে। এই কোম্পানি দু’টি অল্প দাম থেকে শুরু করে মিড-রেঞ্জ, এমনকি প্রিমিয়াম ফোনও বাজারে আনে। আর কম দামের ফোনগুলির বিক্রি বেশিরভাগ ক্ষেত্রে অফলাইন স্টোরেই হয়। কিন্তু Vivo-এর সাব-ব্র্যান্ড iQoo-এর বেশিরভাগ ফোনই বেশি-রেঞ্জের। ফলে অনেকেই অনলাইনে অফারের জন্য় অপেক্ষা করেন। তাই তাদের জন্য় একটি সুখবর আছে। iQoo ভারতে iQoo 9 SE-এর দাম কমিয়েছে।

কত টাকায় কিনতে পারেবন?

স্মার্টফোনটি 8GB RAM মডেলটি 33,990 টাকায় 2022-এর ফেব্রুয়ারিতে লঞ্চ করা হয়েছিল। সংস্থাটি এখন এই ফোনের দাম 3,000 টাকা কমিয়েছে। দাম কমানোর পরে, এই ভ্যারিয়েন্টটি আপনি 30,990 টাকায় কিনতে পারবেন। iQoo 9 SE-এর দু’টি RAM মডেল রয়েছে। এর মধ্যে রয়েছে 8GB+128GB এবং 12GB+256GB। শুধুমাত্র 8GB RAM ভ্যারিয়েন্টের দাম কমানো হয়েছে। iQoo 9 SE দু’টি রঙয়ে কিনতে পারবেন। এগুলি হল স্পেস ফিউশন এবং সানসেট সিয়েরা রঙ। নতুন দাম ইতিমধ্যেই ই-কমার্স সাইট Amazon-এ রয়েছে।

iQoo 9 SE-এর স্পেসিফিকেশন:

iQoo 9 SE Qualcomm Snapdragon 888 প্রসেসর দেওয়া হয়েছে। স্মার্টফোনটিতে 1080×2400 পিক্সেল রেজোলিউশন সহ একটি 6.62-ইঞ্চি ফুল HD+ AMOLED ডিসপ্লে রয়েছে। ফোনের ডিসপ্লের রিফ্রেশ রেট হল 120Hz, যার সর্বোচ্চ উজ্জ্বলতা 1300 নিট। iQoo 9 SE-এর পিছনে তিনটি ক্যামেরা সেটআপ রয়েছে। এটিতে 13MP ওয়াইড-এঙ্গেল লেন্স এবং একটি 2MP মনোক্রোম লেন্স সহ একটি 48MP প্রাথমিক ক্যামেরা রয়েছে৷ সেলফির জন্য, স্মার্টফোনটির সামনে একটি 16MP ক্যামেরা রয়েছে।

iQoo 9 SE-এর ফিচার:

ফোনটিতে 12GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। iQoo 9 SE কোম্পানির নিজস্ব FunTouch OS 12 ব্যবহার করা হয়েছে। যা Android 12 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে চলে। হ্যান্ডসেটটিতে একটি 4,500mAh ব্যাটারি রয়েছে। এটি 66W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। নিরাপত্তার জন্য iQoo 9 SE-তে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। স্মার্টফোনটি একটি 5G ডিভাইস।

সম্প্রতি iQoo ভারতে তাদের নতুন Z-সিরিজ স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানি দেশে iQoo Z7 স্মার্টফোন লঞ্চ করেছে যার দাম 18,999 টাকা। স্মার্টফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি চিপসেট দিয়ে সজ্জিত এবং অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে চলে। মিড-রেঞ্জ iQoo স্মার্টফোনটিতে একটি FHD+ ডিসপ্লে রয়েছে এবং একটি 4500mAh ব্যাটারি রয়েছে।

Next Article