iQoo Neo 6 SE: আইকিউওও নিও ৬ এসই ফোন লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

May 08, 2022 | 5:28 PM

iQoo Neo 6 SE: আইকিউওও নিও ৬ সিরিজের নতুন ফোনে কী কী ফিচার রয়েছে, দামই বা কত, জেনে নিন বিস্তারিত।

iQoo Neo 6 SE: আইকিউওও নিও ৬ এসই ফোন লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার
আইকিউওও নিও ৬ এসই ফোন।

Follow Us

আইকিউওও নিও ৬ এসই (iQoo Neo 6 SE) ফোন সম্প্রতি লঞ্চ হয়েছে চিনে। আইকিউওও নিও ৬ সিরিজের এই ফোন অনেকটাই আগে লঞ্চ হওয়া আইকিউওও নিও ৬ (iQoo Neo 6) ফোনের মতো। চিনে গত মাসে লঞ্চ হয়েছিল এই আইকিউওও নিও ৬ ফোন। আধুনিক এবং উন্নত প্রসেসর নিয়ে লঞ্চ হয়েছিল এই ফোন। আইকিউওও নিও৬ ফোনে রয়েছে একটি ১২০ হার্টজের অ্যামোলেড ডিসপ্লে এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর। এছাড়াও এই ফোনে ছিল একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ছিল ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। এছড়াও বায়োমেট্রিক অথেনটিফিকেশনের জন্য আইকিউওও নিও ৬ এসই ফোনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর এবং ফেস আনলক ফিচার।

আইকিউওও নিও ৬ এসই ফোনের দাম এবং উপলব্ধতা

আইকিউওও নিও ৬ এসই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম CNY ১৯৯৯, ভারতীয় মুদ্রায় প্রায় ২৩ হাজার টাকা। এই ফোনেরই ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম CNY ২২৯৯, ভারতীয় মুদ্রায় প্রায় ২৬,৫০০ টাকা। আর এই ফোনের ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম CNY ২৪৯৯, ভারতীয় মুদ্রায় প্রায় ২৮,৮৫০ টাকা। Interstellar, Orange এবং Neo— এই তিন রঙে লঞ্চ হয়েছে আইকিউওও নিও ৬ এসই ফোন। আগামী ১১ মে থেকে চিনে এই ফোনের বিক্রি শুরু হবে। ভারতে আইকিউওও নিও ৬ এসই ফোন কবে লঞ্চ হতে পারে, তার দাম কত হতে পারে, কোন কোন র‍্যাম ও স্টোরেজ কনফিগারেশনে আইকিউওও নিও ৬ ফোন লঞ্চ হতে পারে সেই প্রসঙ্গে এখনও কিছু জানা যায়নি।

আইকিউওও নিও ৬ এসই ফোনের ফিচার ও স্পেসিফিকেশনগুলো দেখে নিন

  • আইকিউওও নিও ৬ এসই ফোনে রয়েছে ডুয়াল সিম (ন্যানো)। এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১২- র সাহায্যে।
  • এই ফোনে একটি ৬.৬২ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এর রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
  • আইকিউওও নিও ৬ এসই ফোনে একটি অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর রয়েছে। তার সঙ্গে যুক্ত রয়েছে ১২ জিবি পর্যন্ত LPDDR5 র‍্যাম।
  • ক্যামেরা ফিচারের ক্ষেত্রে আইকিউওও নিও ৬ এসই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে একটি ৬৪ মেগাপিক্সেলের স্যামসাং ISOCELL Plus GW1P প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের সেনসর এবং একটি ২ মেগাপিক্সেলের সেনসর। এছাড়াও এই ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে।
  • আইকিউওও নিও ৬ এসই ফোনে ২৫৬ জিবি পর্যন্ত UFS 3.1 স্টোরেজ রয়েছে। কানেক্টিভিটি অপশন হিসেবে রয়েছে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ভি৫.২, জিপিএস/এ-জিপিএস, এনএফসি, টাইপ-সি ইউএসবি পোর্ট। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসরও রয়েছে রি ফোনে।
  • এই ফোনে রয়েছে একটি ডুয়াল সেল ৪৭০০ এমএএইচের ব্যাটারি। তার সঙ্গে ৮০ ওয়াটের ফ্ল্যাশ চার্জ ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে এই ফোনে। এই ফোনের ওজন হতে পারে ১৯০ গ্রাম।
Next Article