আইকিউওও নিও ৬ এসই (iQoo Neo 6 SE) ফোন সম্প্রতি লঞ্চ হয়েছে চিনে। আইকিউওও নিও ৬ সিরিজের এই ফোন অনেকটাই আগে লঞ্চ হওয়া আইকিউওও নিও ৬ (iQoo Neo 6) ফোনের মতো। চিনে গত মাসে লঞ্চ হয়েছিল এই আইকিউওও নিও ৬ ফোন। আধুনিক এবং উন্নত প্রসেসর নিয়ে লঞ্চ হয়েছিল এই ফোন। আইকিউওও নিও৬ ফোনে রয়েছে একটি ১২০ হার্টজের অ্যামোলেড ডিসপ্লে এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর। এছাড়াও এই ফোনে ছিল একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ছিল ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। এছড়াও বায়োমেট্রিক অথেনটিফিকেশনের জন্য আইকিউওও নিও ৬ এসই ফোনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর এবং ফেস আনলক ফিচার।
আইকিউওও নিও ৬ এসই ফোনের দাম এবং উপলব্ধতা
আইকিউওও নিও ৬ এসই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম CNY ১৯৯৯, ভারতীয় মুদ্রায় প্রায় ২৩ হাজার টাকা। এই ফোনেরই ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম CNY ২২৯৯, ভারতীয় মুদ্রায় প্রায় ২৬,৫০০ টাকা। আর এই ফোনের ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম CNY ২৪৯৯, ভারতীয় মুদ্রায় প্রায় ২৮,৮৫০ টাকা। Interstellar, Orange এবং Neo— এই তিন রঙে লঞ্চ হয়েছে আইকিউওও নিও ৬ এসই ফোন। আগামী ১১ মে থেকে চিনে এই ফোনের বিক্রি শুরু হবে। ভারতে আইকিউওও নিও ৬ এসই ফোন কবে লঞ্চ হতে পারে, তার দাম কত হতে পারে, কোন কোন র্যাম ও স্টোরেজ কনফিগারেশনে আইকিউওও নিও ৬ ফোন লঞ্চ হতে পারে সেই প্রসঙ্গে এখনও কিছু জানা যায়নি।
আইকিউওও নিও ৬ এসই ফোনের ফিচার ও স্পেসিফিকেশনগুলো দেখে নিন