iQOO Neo 7 ফোনটি ভারতে লঞ্চ করে গেল। গত বছর দেশে যে iQOO Neo 6 লঞ্চ হয়েছিল, তারই পরবর্তী প্রজন্ম হল এই নতুন মডেল। দুটো ফোনের লুক প্রায় এক, আগের তুলনায় নতুনটি অপেক্ষাকৃত ভারী, ওজন 193 গ্রাম। তার কারণ এই iQOO Neo 7-এ রয়েছে বেশ বড় একটি 5,000mAh ব্যাটারি, যা 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করছে। পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে একটি মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 প্রসেসর। কত দাম এই ফোনের, আকর্ষণীয় কী ফিচার রয়েছে, সেই সংক্রান্ত সব তথ্য একনজরে দেখে নেওয়া যাক।
iQOO Neo 7: দাম ও অফার
iQOO Neo 7 ফোনটি হাজির হয়েছে একাধিক চিত্তাকর্ষক কালার নিয়ে। ইন্টারস্টেলার ব্ল্যাক এবং ফ্রস্ট ব্লু- মূলত এই দুই রঙে পাওয়া যাবে ফোনটি। iQOO Neo 7 এ দেশে লঞ্চ করা হয়েছে মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে। তাদের মধ্যে 8GB RAM + 128GB স্টোরেজ মডেলটির দাম 29,999 টাকা এবং 12GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম 33,999 টাকা।
ইতিমধ্যেই ফোনটির বিক্রিবাট্টা শুরু হয়ে গিয়েছে দেশে। সেলের শুরুতেই কাস্টমাররা একাধিক ব্যাঙ্কের অফারে 1,500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন।
iQOO Neo 7: স্পেসিফিকেশন ও ফিচার
iQOO Neo 7 ফোনে দেওয়া হয়েছে একটি বড় 6.7 ইঞ্চির ডিসপ্লে। ফুল HD ডিসপ্লেটির রেজ়োলিউশন 2400 X 1800 পিক্সেলস, 120Hz রিফ্রেশ রেট এবং এর টাচ স্যাম্পলিং রেট 300Hz। গেমিং এবং ডুডলিংয়ের সময় ফোনটি আগের তুলনায় আরও পরিণত টাচ ইনপুট দিতে পারে। এছাড়াও এই ডিসপ্লে HDR 10+ এবং ব্লু লাইট সার্টিফিকেশন প্রাপ্ত।
পারফরম্যান্সের দিক থেকে iQOO Neo 7 চালিত হবে মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 প্রসেসরের সাহায্যে। গেমিং সেশনের সময় ফোনটি কখনই গরম হবে না বলে জানিয়েছে সংস্থা। তার কারণ এতে রয়েছে একটি বড় ভেপর চেম্বার প্লাস মাল্টি-লেয়ার গ্রাফাইট শিট।
iQOO Neo 7-এর রিয়ার ক্যামেরা প্যানেলে রয়েছে 64MP প্রাইমারি সেন্সর, যা অপ্টিক্যাল ইমেজ স্টেবিলিটি সাপোর্ট করে। আগের প্রজন্ম অর্থাৎ Neo 6-এর তুলনায় এই iQOO Neo 7 মডেলটি আরও ভাল ফটোগ্রাফি অভিজ্ঞতা দেবে বলে জানিয়েছে কোম্পানি। এই রিয়ার ক্যামেরা সেটআপে আরও দুটি 2MP সেন্সর রয়েছে। তবে ফোনটিতে কোনও আলট্রা-ওয়াইড সেন্সর দেওয়া হয়নি। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য iQOO Neo 7 ফোনটিতে 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে।
এই ফোনের ক্যামেরা অ্যাপে রয়েছে একাধিক আকর্ষণীয় ফিচার্স। ইনস্টাগ্রাম রিল স্টাইলের ভিডিয়ো তৈরির জন্য রয়েছে Vlog মোড। ইউজাররা ডুয়াল ভিউ ভিডিয়ো রেকর্ডিং মোডও ব্যবহার করতে পারেন একই সঙ্গে ফ্রন্ট ও ব্যাক ক্যামেরা কাজে লাগিয়ে।
দুর্ধর্ষ ব্যাটারিও রয়েছে এই iQOO Neo 7 ফোনে। বড় এবং শক্তিশালী 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 120W চার্জিং সাপোর্ট করে। Type-C পোর্টের মাধ্যমেই চার্জ হবে ফোনটি।