iQoo Neo 7 Pro 5G Price: iQoo Neo 7 Pro 5G চলতি জুলাইয়ের শুরুর দিকেই ভারতীয় বাজারে লঞ্চ হয়েছে। এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ জেন 1 প্রসেসর, 5000mAh ব্যাটারি, 120W চার্জিং সাপোর্টের রয়েছে। আজ অর্থাৎ 15 জুলাই দুপুর 12টা থেকে এই ফোনের প্রথম সেল শুরু হয়েছে। আপনি প্রথম সেলে অনেক অফার পাবেন। এর দাম 34,999 টাকা। কিন্তু এই ফোন কিনতে আপনাকে এত টাকা খরচ করতে হবে না। প্রথম সেলে আপনি অনেক ছাড় পাবেন। চলুন জেনে নেওয়া যাক কী-কী অফার পাবেন?
iQoo Neo 7 Pro 5G-এর দাম এবং অফার:
iQoo Neo 7 Pro 5G-এর দাম 34,999 টাকা। এই দাম এর 8GB RAM এবং 128GB স্টোরেজ মডেলটির দাম। আর 12GB RAM এবং 256GB স্টোরেজ মডেলের দাম 37,999 টাকা। আপনি দু’টি রঙে কিনতে পারবেন। ডার্ক স্টর্ম এবং ফিয়ারলেস ফ্লেম কালারওয়েতে। কোম্পানির অনলাইন স্টোর, অ্যামাজন ইন্ডিয়া এবং অফলাইন যে কোনও আউটলেটে আজ দুপুর 12টা থেকে এর বিক্রি শুরু হয়েছে।
18 জুলাইয়ের মধ্যে এই হ্যান্ডসেট কিনলে এতে 1,000 টাকা ছাড় পাবেন। এছাড়া SBI এবং ICICI ব্যাঙ্কের ডেবিট এবং ক্রেডিট কার্ডগুলি থেকে পেমেন্ট করলে 2,000 টাকার তাত্ক্ষণিক ছাড় দেওয়া হবে। যারা প্রি-বুক করেছেন তাদের এক বছরের অতিরিক্ত ওয়ারেন্টি দেওয়া হবে।
iQoo Neo 7 Pro 5G-এর ফিচার ও স্পেসিফিকেশন:
এই ফোনটিতে Android 13 ব্যবহার করা হয়েছে। এছাড়াও এই নতুন iQoo Neo 7 Pro 5G-এ একটি 6.78-ইঞ্চি ফুল-এইচডি + AMOLED ডিসপ্লে রয়েছে। এই ফোনটি Snapdragon 8+ Gen 1 চিপসেট দেওয়া হয়েছে। এতে 12GB RAM এবং 256GB স্টোরেজ রয়েছে। ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।
ক্যামেরার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। এর প্রথম সেন্সরটি 50 মেগাপিক্সেলের। দ্বিতীয়টি একটি 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল ক্যামেরা এবং তৃতীয়টি একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফির জন্য ফোনটিতে একটি 16-মেগাপিক্সেল সেন্সর দেওয়া হয়েছে। ফোনটি 120W ফ্ল্যাশ চার্জ সাপোর্ট করে। এতে একটি 5,000mAh ব্যাটারি পেয়ে যাবেন।