iQOO Z7 Pro 5G ফোনটি ভারতে লঞ্চ হয়ে গেল। এই ফোনের দাম শুরু হচ্ছে 23,999 টাকা থেকে। OnePlus Nord CE 3 সহ একাধিক জনপ্রিয় হ্যান্ডসেটের সঙ্গে টক্কর দেবে এই ফোনটি। মিড-রেঞ্জের 5G স্মার্টফোনে রয়েছে বেশ বড় একটি ডিসপ্লে, বড় ব্যাটারি এবং অত্যন্ত শক্তিশালী একটি মিডিয়াটেক প্রসেসর। iQOO Z7 Pro ফোনটির ডিজ়াইনও খুব সুন্দর, ইউনিক ব্লু লাগুন পেইন্ট জব রয়েছে। ফোনের দাম ও ফিচার্স সংক্রান্ত জরুরি তথ্যগুলি একনজরে দেখে নেওয়া যাক।
iQOO Z7 Pro 5G: দাম কত
iQOO Z7 Pro 5G ফোনটি ভারতে নিয়ে আসা হয়েছে মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে। তাদের মধ্যে বেস 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম 23,999 টাকা। তবে অফারে এই ফোনটি আপনি পেয়ে যাবেন 21,999 টাকায়। অন্য দিকে ফোনটির 256GB স্টোরেজ মডেলের দাম 24,999 টাকা। সেই ফোনটি আপনি লঞ্চ অফারে পেয়ে যাবেন 22,999 টাকায়।
তবে অফারটি সীমিত সময়ের জন্যই পাওয়া যাবে। এই 5G ফোনটি ক্রয় করতে পারবেন Amazon এবং iQOO-র ই-স্টোর থেকে। 5 সেপ্টেম্বর থেকে iQOO Z7 Pro 5G ফোনের সেল শুরু হবে। ব্লু লাগুন এবং গ্রাফাইট ম্যাট এই দুই কালার অপশনে ফোনটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা।
iQOO Z7 Pro 5G: স্পেসিফিকেশন, ফিচার
iQOO Z7 Pro ফোনে রয়েছে একটি বেশ বড় 6.74 ইঞ্চির স্ক্রিন, যা ফুল HD রেজ়োলিউশন সাপোর্ট করে। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হচ্ছে MediaTek Dimensity 7200 প্রসেসরের সাহায্যে। এই প্রসেসর পেয়ার করা থাকছে 12GB RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে। ডিভাইসটি সফটওয়্যার হিসেবে রয়েছে Android 13 ভিত্তিক অপারেটিং সিস্টেম।
ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে ফোনটিতে। প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে একটি 64MP ক্যামেরা, যা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজ়েশন সাপোর্ট করে। ফোনের পিছনে ক্যামেরা সেটআপের সঙ্গে রিং আকারের একটি LED ফ্ল্যাশও রয়েছে। সেখানে সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে একটি 2MP ক্যামেরা। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনের সামনে একটি 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে।
কানেক্টিভিটির দিক থেকে এই 5G স্মার্টফোনে রয়েছে Wi-Fi 6 এবং Bluetooth 5.3। অত্যন্ত শক্তিশালী একটি 4,600mAh ব্যাটারি দেওয়া হয়েছে। 66W চার্জিং স্পিড সাপোর্ট করে ফোনটি।