iQOO Z7 Pro 5G ফোন লঞ্চের আগেই ফাঁস ফিচার আর দাম, উপহার দিতে পারেন পুজোয়

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Aug 09, 2023 | 5:50 PM

iQOO Z7 Pro 5G Price: iQOO Z7 Pro 5G-তে 120Hz রিফ্রেশ রেট সহ একটি 6.7-ইঞ্চি কার্ভড AMOLED ডিসপ্লে থাকবে। ক্যামেরার কথা বলতে গেলে, পিছনে একটি ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। একটি 64MP প্রাইমারি এবং অন্যটি 2MP সেন্সর ক্যামেরা। সামনে একটি 16MP সেলফি ক্যামেরা থাকবে।

iQOO Z7 Pro 5G ফোন লঞ্চের আগেই ফাঁস ফিচার আর দাম, উপহার দিতে পারেন পুজোয়

Follow Us

iQOO Z7 Pro 5G Launch Date: iQOO ভারতে তার নতুন iQOO Z7 Pro 5G মিড-রেঞ্জ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানি ঘোষণা করেছে, চলতি মাসে ফোনটি ভারতে আনা হবে। ইতিমধ্যেই অ্যামাজনে ফোনটির টিজ়ার বের করা হয়েছে, যাতে ফোনটিকে বেশ ভালভাবেই দেখা যাচ্ছে। iQOO ইন্ডিয়ার সিইও নিপুন মারিয়া ডিভাইসটির লঞ্চের তারিখ প্রকাশ করেছেন। নুপুর টুইট করে জানিয়েছেন, iQOO Z7 Pro 5G ফোনটি 31 অগাস্ট ভারতে আসবে। লঞ্চের এখনও বেশ অনেকটা সময় বাকি, তবে তার আগেই ফোনটির অনেক ফিচার সামনে এসেছে। চলতি মাসের শেষের দিকে iQOO Z7 Pro 5G দেশের বাজারে পা রাখতে চলছে। তার আগে জেনে নেওয়া যাক এখনও পর্যন্ত ফোনটির সম্পর্কে কোন কোন তথ্য সামনে এসেছে। এমনকি দামও ফাঁস হয়ে গিয়েছে। তবে এই নতুন ফোন কিনতে আপনাকে কত টাকা খরচ করতে হবে?

iQOO Z7 Pro 5G-এর ফাঁস হওয়া ফিচার ও স্পেসিফিকেশন:

iQOO Z7 Pro 5G-এ মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 SoC ব্যবহার করা হয়েছে, যাতে একটি 4nm-ভিত্তিক মিড-রেঞ্জ প্রসেসর এবং 2.8GHz-এর দু’টি ARM Cortex-A715 পারফরম্যান্স কোর রয়েছে। এগুলি আপনার ফোনটিকে আরও শক্তিশালী করে তোলে। এছাড়াও ফোনটিতে 12GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। ফাঁস হওয়া রিপোর্ট অনুসারে, ফোনটিতে আরও অনেক দুর্দান্ত সব ফিচার রয়েছে।

iQOO Z7 Pro 5G-এর ক্যামেরা:

iQOO Z7 Pro 5G-তে 120Hz রিফ্রেশ রেট সহ একটি 6.7-ইঞ্চি কার্ভড AMOLED ডিসপ্লে থাকবে। ক্যামেরার কথা বলতে গেলে, পিছনে একটি ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। একটি 64MP প্রাইমারি এবং অন্যটি 2MP সেন্সর ক্যামেরা। সামনে একটি 16MP সেলফি ক্যামেরা থাকবে।

iQOO Z7 Pro 5G ফাঁস হওয়া দাম:

iQOO Z7 Pro 5G একটি মিড-রেঞ্জ স্মার্টফোন হিসেবে বাজারে আসতে চলেছে। অর্থাৎ ফোনটি কিনতে আপনাকে খুব বেশি খরচ করতে হবে না। এর দাম 25 হাজার থেকে 30 হাজারের মধ্যে হতে পারে।

Next Article