এন্ট্রি লেভেল স্মার্টফোন ব্র্যান্ড Itel ভারতে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। এটি A সিরিজে আনা হয়েছে। স্মার্টফোনটির নাম- Itel A05s। ফোনটিতে এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে একটি ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে এবং শক্তিশালী ব্যাটারি ইনস্টল করা রয়েছে। এছাড়াও রয়েছে দুর্দান্ত সব ফিচার ও স্পেসিফিকেশন। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যপার হল Itel A05s-এর দাম 7 হাজার টাকার কম। এই ডিভাইসটি 7.5 ঘন্টার টকটাইম এবং 32 দিনের স্ট্যান্ডবাই টাইম দিতে পারবে বলে কোম্পানির দাবি। এতে 2 জিবি র্যাম এবং 32 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। চলুন জেনে নেওয়া যাক সস্তার এই ফোনে আর কী কী ফিচার রয়েছে।
ভারতে Itel A05s-এর দাম কত?
ভারতে Itel A05s-এর দাম 6,499 টাকা। এটি নেবুলা ব্ল্যাক, মেডো গ্রিন, ক্রিস্টাল ব্লু এবং গ্লোরিয়াস অরেঞ্জ রঙে কিনতে পারবেন। এবার প্রশ্ন হল আপনি এই নতুন ফোনটি কোথা থেকে কিনবেন? যে কোনও অনলাইন সাইট Amazon, Flipkart-এ পেয়ে যাবেন।
Itel A05s-এর স্পেসিফিকেশন ও ফিচার:
Itel A05s-এ একটি 6.6-ইঞ্চি IPS LCD ডিসপ্লে রয়েছে। ফোনটিতে HD+ রেজোলিউশন সাপোর্ট করে। ডিসপ্লে প্যানেলে ওয়াটার-ড্রপ নচ দেওয়া আছে। এই ফোনে 60Hz রিফ্রেশ রেট এবং 120Hz টাচ স্যাম্পলিং রেট রয়েছে। Android 13 Go সংস্করণে চলমান Itel A05s-এ ডুয়াল সিমের অপশন পেয়ে যাবেন।
এতে Unisock SC9863A প্রসেসর দেওয়া হয়েছে, যাতে এটি 2 GB RAM এবং 32 GB স্টোরেজ রয়েছে। ফোনে একটি SD কার্ডও রাখতে পারবেন। যার সাহায্যে স্টোরেজ 1 TB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।
Itel A05s-তে একটি 5 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা রয়েছে, এতে LED ফ্ল্যাশও রয়েছে। সেলফি এবং ভিডিয়ো কলিংয়ের জন্য একটি 5MP সেন্সরও দেওয়া হয়েছে। এই ফোনে একটি পিছনে মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং ফেস আনলক ফিচার রয়েছে। এত কম দামের ফোনে আপনি ভরপুর ফিচার পাবেন। Itel A05s-এ 4,000mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এটি 4G LTE নেটওয়ার্ক সাপোর্ট করে। এছাড়াও রয়েছে Wi-Fi, Bluetooth, 3.5mm অডিয়ো জ্যাক এবং USB Type-C পোর্টের মতো ফিচার।