Itel A24 Pro: 4,570 টাকায় নতুন Itel ফোনের আগমন, 5 ইঞ্চির ডিসপ্লে, ফেস আনলকের মতো জরুরি ফিচার

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jan 25, 2023 | 1:45 PM

Itel A24 Pro ফোনটি পারফরম্যান্সের দিক থেকে চালিত হবে কোয়াড-কোর Unisoc SC9832E প্রসেসরের সাহায্যে। রয়েছে 5 ইঞ্চির IPS LCD ডিসপ্লে। বাংলাদেশে এই ফোনের দাম BTD 5,990, যা ভারতীয় মুদ্রায় প্রায় 4,570 টাকা।

Itel A24 Pro: 4,570 টাকায় নতুন Itel ফোনের আগমন, 5 ইঞ্চির ডিসপ্লে, ফেস আনলকের মতো জরুরি ফিচার
বাংলাদেশে সস্তার দুর্দান্ত ফোন।

Follow Us

Itel Bangladesh: এবার বাংলাদেশের মার্কেটে একটি সস্তার নতুন ফোন লঞ্চ করল ভারতীয় ব্র্যান্ড Itel। কোম্পানির নতুন ফোনের নাম Itel A24 Pro। পারফরম্যান্সের দিক থেকে এই ফোন চালিত হবে কোয়াড-কোর Unisoc SC9832E প্রসেসরের সাহায্যে। রয়েছে 5 ইঞ্চির IPS LCD ডিসপ্লে। বাংলাদেশে এই ফোনের দাম BTD 5,990, যা ভারতীয় মুদ্রায় প্রায় 4,570 টাকা। সফটওয়্যার হিসেবে ফোনটিতে Android 12 Go ভার্সন কয়েছে। ফেস আনলকের মতো অত্যন্ত জরুরি ফিচার রয়েছে। ফটোগ্রাফির জন্য ফ্ল্যাশ সহযোগে 2MP AI রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে রয়েছে একটি 0.3MP ক্যামেরা।

Itel A24 Pro: বাংলাদেশে দাম ও উপলব্ধতা

আইটেলের এই লেটেস্ট বাজেট ফোনটির দাম বাংলাদেশের বাজারে BTD 5,990 বা ভারতীয় মুদ্রায় 4,570 টাকা। Itel A24 Pro-র 2GB RAM+ 32GB স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য এই দামটি ধার্য করা হয়েছে। একটিই মাত্র সবুজ রঙে ফোনটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা। আপাতত এই ফোনটি কেবল বাংলাদেশেই পাওয়া যাবে। ভাত-সহ বিশ্বের অন্যান্য প্রান্তে এই ফোনটি কবে নাগাদ লঞ্চ হবে, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

Itel A24 Pro: স্পেসিফিকেশন, ফিচার

আইটেলের বাংলাদেশের সাইট থেকে দেখা গিয়েছে, Itel A24 Pro-তে রয়েছে 5 ইঞ্চির IPS LCD ডিসপ্লে। সফটওয়্যার হিসেবে এই ফোনে রয়েছে Android 12 (Go edition)। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে কোয়াড-কোর 1.4GHz Unisoc SC9832E প্রসেসরের সাহায্যে, যা পেয়ার করা থাকছে 2GB RAM এবং 32GB স্টোরেজের সঙ্গে। মাইক্রোএসডি কার্ডের সাহায্যে ফোনের স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে। 3,020mAh ব্যাটারি রয়েছে, যা মাইক্রো-ইউএসবি পোর্টের সাহায্যে চার্জ করতে পারবেন ব্যবহারকারীরা।

একটাই মাত্র ক্যামেরা রয়েছে এই ফোনের পিছনে। Itel A24 Pro-র সেই সেন্সরটি হল 2MP AI। তার সঙ্গে রয়েছে একটি LED ফ্ল্যাশও। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনের সামনে রয়েছে 0.3 MP ফ্রন্ট ফেসিং সেন্সর। বায়োমেট্রিকের জন্য ফোনটিতে ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে।

Next Article
Pakistan Mobile Crisis: নেই ইন্টারনেট, অকেজো মোবাইল, খেলনার মতো ফোন বিক্রি হবে পাকিস্তানে! পরিসংখ্যান তুলে ধরে চিনের ঠাট্টা
OnePlus 11 Price Leak: বছরের প্রথম OnePlus ফোন ভারতে লঞ্চ হবে এই দামে