তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে এই বাজেট ফোন।
ভারতে নতুন বাজেট স্মার্টফোন লঞ্চ করেছে আইটেল (Itel) সংস্থা। সম্প্রতি লঞ্চ হয়েছে আইটেল এ৪৯ (Itel A49) ফোন। এন্ট্রি লেভেলের এই ৪জি ফোনে (4G smartphone) রয়েছে একটিই র্যাম ও স্টোরেজ কনফিগারেশন। তিনটি রঙে লঞ্চ হয়েছে আইটেল এ৪৯ ফোন। এই ফোনে রয়েছে একটি ওয়াটার ড্রপ স্টাইল নচ সমেত ডিসপ্লে। এছাড়াও এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। তার মধ্যে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক ক্যামেরা এফেক্ট। এই ফোনে রয়েছে ৪০০০ এমএএইচ ব্যাটারি। জানা গিয়েছে আইটেল এ৪৯ বাজেট স্মার্টফোনে একটি ফিঙ্গারপ্রিন্ট সেনসর এবং ফেস লক ফিচার রয়েছে অথেনটিফিকেশনের জন্য। অ্যানড্রয়েড ১১ গো এডিশনের সাহায্যে পরিচালিত হবে আইটেল এ৪৯ বাজেট ফোন।
ভারতে আইটেল এ৪৯ বাজেট স্মার্টফোনের দাম এবং উপলব্ধতা
২ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজ নিয়ে ভারতে লঞ্চ হয়েছে আইটেল এ৪৯ বাজেট ফোন। এই ফোনের দাম ৬৪৯৯ টাকা। তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে এই ফোন। সেগুলি হল যথাক্রমে- Crystal Purple, Dome Blue, Sky Cyan। আইটেল সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই বাজেট ফোন কেনা যাবে। নতুন এই ৪জি ফোন কিনলে ক্রেতারা একবারের জন্য বিনামূল্যে স্ক্রিন রিপ্লেসমেন্টের সুবিধা পাবেন। ফোন কেনার ১০০ দিনের মধ্যে যদি ডিসপ্লেতে কোনও সমস্যা হয়, তাহলে বিনামূল্যে স্ক্রিন রিপ্লেস করে দেবে আইটেল সংস্থা।
আইটেল এ৪৯ ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- ডুয়াল সিমের এই ফোন পরিচালিত হবে অ্যানড্রয়েড ১১ (গো এডিশন)- এর সাহায্যে।
- এই স্মার্টফোনে রয়েছে একটি ৬.৬ ইঞ্চির এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে। সেখানে একটি ওয়াটার ড্রপ স্টাইলের নচ ডিজাইন রয়েছে। তার মধ্যে সেট করা রয়েছে সেলফি ক্যামেরা।
- একটি কোয়াড কোর প্রসেসরও রয়েছে এই বাজেট ফোনে। তার সঙ্গে যুক্ত রয়েছে ২ জিবি র্যাম এবং ৩২ জিবি অনবোর্ড স্টোরেজ।
- আইটেল এ৪৯ ফোনের পিছনের অংশে রয়েছে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে রয়েছে এলইডি ফ্ল্যাশ। এছাড়াও রয়েছে দুটো ৫ মেগাপিক্সেলের এআই ফিচার যুক্ত ক্যামেরা সেনসর। সেলফি ও ভিডিয়ো কলের জন্য এই ফোনে রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই সেলফি ক্যামেরার সঙ্গে আবার রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ফিচার যুক্ত বিউটি মোড।
- আইটেল এ৪৯ ফোনে রয়েছে ৩২ জিবি অনবোর্ড স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এই স্টোরেজের পরিমাণ ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
- আইটেল এ৪৯ ৪জি ফোনে ডুয়াল সিম ছাড়াও রয়েছে ৪জি VoLTE/ ViLTE কানেক্টিভিটি। এছাড়াও রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ এবং একটি ইউএসবি পোর্ট। এই স্মার্টফোনে একটি ৪০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। ইউজারদের সুরক্ষার খাতিরে ফেস আনলক ফিচারের সঙ্গে রয়েছে ফিঙ্গারপ্রন্ট সেনসরও।
আরও পড়ুন- Redmi 10C Launched: এসে গেল সস্তার টেকসই ফোন রেডমি ১০সি, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর