itel A60 Features: ভারতীয় বাজারে কম রেঞ্জের ফোন হিসেবে itel কোম্পানিটি বেশ জনপ্রিয়। আর সেই জনপ্রিয়তাকে বজায় রাখতে একের পর এক স্মার্টফোন বাজারে এনে চলেছে itel। ইতিমধ্য়েই itel ভারতে একটি নতুন এন্ট্রি-লেভেল স্মার্টফোন itel A60 লঞ্চ করেছে। itel-এর এই নতুন ফোনটিতে একটি 6.6-ইঞ্চি HD ডিসপ্লে রয়েছে এবং এতে ডুয়াল-ক্যামেরা সেটআপ রয়েছে। কম দামের স্মার্টফোন হওয়া সত্বেও এতে একটি 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। নিরাপত্তার জন্য রিয়ার মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক সাপোর্ট রয়েছে। এর সব থেকে বিশেষ ফিচার হল, এটিতে Android 12 Go ভার্সন দেওয়া হয়েছে। চলুন দেখে নেওয়া যাক এই নতুন এন্ট্রি-লেভেল স্মার্টফোনটির দাম, ফিচার ও স্পেসিফিকেশন।
itel a60-এর দাম ও কোথা থেকে এটি কিনতে পারবেন?
itel A60-এর দাম 5,999 টাকা। ডিভাইসটি ডওন ব্লু (Dawn Blue), ভার্ট মেন্থে (Vert Menthe) এবং স্যাফায়ার ব্ল্যাক (Sapphire Black) রঙের বিকল্পগুলিতে বাজারে এসেছে। হ্যান্ডসেটটি ভারতে অফিসিয়াল ITEL স্টোর ছাড়াও অনলাইন এবং অফলাইন স্টোরের মাধ্যমে কেনা যাবে।
itel A60-এর ফিচার ও স্পেসিফিকেশন:
itel A60-এ HD 1612 X 720 পিক্সেল রেজোলিউশন সহ একটি 6.6-ইঞ্চি ডিসপ্লে রয়েছে। ITEL-এর এই নতুন এন্ট্রি-লেভেল ফোনটিতে 1.4GHz কোয়াড-কোর SC9832E প্রসেসর দেওয়া হয়েছে। স্মার্টফোনটি 2GB RAM এবং 32GB ইন্টারনাল স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে। itel A60-তে মাইক্রোএসডি কার্ড সাপোর্ট রয়েছে, যা 128GB পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে।
itel A60-এর ক্যামেরা ও ব্যাটারি:
স্মার্টফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনের পিছনে একটি 8MP প্রধান ক্যামেরা এবং একটি VGA ক্যামেরা রয়েছে। নতুন স্মার্টফোনটিতে সেলফি এবং ভিডিয়ো কলিংয়ের জন্য একটি 5MP ক্যামেরা রয়েছে। itel A60-এ একটি বিশাল 5,000mAh ব্যাটারি রয়েছে, যা একদিন কি তারও বেশি সময় ব্যাটারি ব্য়াকআপ দিতে পারে। ফোনটিতে Android 11 Go ভার্সন রয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসেবে, এতে রয়েছে এলটিই সাপোর্ট, ওয়াই-ফাই, জিপিএস, ব্লুটুথ এবং 3.5 মিমি অডিয়ো জ্যাক।