Itel ভারতে একটি চমৎকার ফিচার ফোন লঞ্চ করেছে, যার নাম Itel it5330। এই ফিচার ফোনে গ্লাস বডি ফিনিশ ডিজ়াইন দেওয়া হয়েছে। রয়েছে একটি 2.8 ইঞ্চির চমৎকার ডিসপ্লে এবং একটি আলফানিউমেরিক কিপ্যাড। এছাড়া এই ফোনের অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে সিঙ্গেল লেন্স রিয়ার ক্যামেরা এবং ওয়্যারলেস FM।
Itel it5330: দাম ও অন্যান্য তথ্য
Itel it5330 ফিচার ফোনটি ভারতের বাজারে মাত্র 1,499 টাকায় নিয়ে আসা হয়েছে। নীল, হাল্কা সবুজ, হাল্কা নীল এবং কালো এই কয়েকটি রঙে পাওয়া যাবে ফোনটি।
Itel it5330: ফিচার ও স্পেসিফিকেশন
স্লিক ডিজ়াইনের এই Itel it5330 ফোনটিতে রয়েছে 2.8 ইঞ্চির QVGA ডিসপ্লে। 11.1mm আলট্রা স্লিম বডি ও তার সঙ্গে গ্লাস ফিনিশ দেওয়া হয়েছে ফোনটিতে। ডুয়াল সিম ফাংশনালিটি রয়েছে এই ফোনে। মোট নয়টি ভাষা সাপোর্ট করে হ্যান্ডসেটটি। তার মধ্যে রয়েছে ইংরেজি, হিন্দি, গুজরাতি, তেলুগু, তামিল, পঞ্জাবী, কন্নড়, মালয়ালম এবং বাংলা। এই লেটেস্ট আইটেল ফিচার ফোনটিতে 1000টা কনট্যাক্ট সেভ করে রাখা যায়।
1,900mAh ব্যাটারি দেওয়া হয়েছে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, Itel it5330 ফোনের ব্যাটারি 31 ঘণ্টার টকটাইম ও 12 দিনের ব্যাটারি ব্যাকআপ দিতে পারে।
নতুন ফোন নিয়ে কোম্পানির বক্তব্য
এই ফোন লঞ্চ করে Itel সিইও অরিজিত তালপাত্র বলছেন, “তিন বছর ধরে দেশের 1 নম্বর ফিচার ফোন ব্র্যান্ড হিসেবে আমরা মানুষকে সেরার সেরা কিছু মডেল উপহার দিতে পেরেছি। ফিচার ফোনের মধ্যে নানাবিধ স্মার্ট ফিচার দেওয়ার আমাদের উদ্যোগ আইটেলের নতুন ফোনটির মধ্যে তুলে ধরা হয়েছে। Itel it5330 আরও অনন্য হয়ে উঠেছে তার গ্লাস ফিনিশ বডির জন্য। এই ফোনের মধ্যে গেম চেঞ্জার হওয়ার সমস্ত সম্ভাবনা রয়েছে।”