একটি ভাল ফিচার ফোন কেনার কথা ভাবছেন? অথচ বেশি টাকা খরচ করতে চাইছেন না? তাহলে আপনার জন্য একটি দুর্দান্ত ফিচার ফোন রয়েছে। আপনি 1000 টাকারও কমে এই ফোন কিনে ফেলতে পারবেন। রিলায়েন্স জিও-এর লেটেস্ট 4G ফোন Jio Bharat 4G বিক্রি শুরু হয়েছে Amazon-এ। এছাড়াও আপনি রিলায়েন্স ডিজিটাল স্টোর থেকে Jio Bharat 4G ফোন কিনতে পারেন। 999 টাকা দামের, এই 4G স্মার্টফোনটি বিশেষভাবে ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য ডিজাইন করা হয়েছে। কোম্পানির উদ্দেশ্য এই ফোনের মাধ্যমে সস্তায় ইন্টারনেটের সুবিধা দেওয়া। Business Today-এর খবর অনুযায়ী, এই ফোনে 23টি ভাষা সাপোর্ট করে। অর্থাৎ সারা দেশের ফোন ব্যবহারকারীরা এই ফিচার ফোনটি ব্যবহার করতে পারবেন।
ফোনের স্পেসিফিকেশন:
খবর অনুযায়ী, Jio Bharat 4G ফোনে রয়েছে 1.77-ইঞ্চি TFT ডিসপ্লে, LED ফ্ল্যাশ সহ 0.3MP ক্যামেরা এবং 1000mAh ব্যাটারি। এটি 128GB পর্যন্ত মাইক্রোএসডি কার্ড স্টোরেজ সাপোর্ট করে। ফোনটি (JioBharat 4G) অ্যাশ ব্ল্যাক ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। এত কম দামে JioBharat 4G ফোনটিতে আপনি 4G ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এতে আপনি আরও অনেক সুবিধা পাবেন।
সস্তার প্ল্যানও পেয়ে যাবেন:
এই ফোনের জন্য একটি 123 টাকার প্ল্যান রয়েছে, যা আনলিমিটেড ভয়েস কল, 14GB ডেটা এবং ভিডিয়ো স্ট্রিমিংয়ের জন্য Jio অ্যাপগুলিতে অ্যাক্সেস করতে পারবেন। একইভাবে, আপনি 1234 টাকার একটি বার্ষিক প্ল্যান নিতে পারেন, যাতে আনলিমিটেড কল এবং 168 জিবি ডেটা পেয়ে যাবেন।
অন্যদিকে, সোমবার অর্থাৎ 28 অগস্ট রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের 46 তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) কোম্পানির চেয়ারম্যান মুকেশ আম্বানি জানিয়েছেন, জিও প্ল্যাটফর্মটি 6G আনতে চলেছে। তাও আবার আন্তর্জাতিকভাবে। এছাড়াও বলা হয়েছে যে Jio হবে বিশ্বের প্রথম কোম্পানি যারা 6G নেটওয়ার্ক তৈরি করবে।