Lava Agni 2 5G Smartphone: ভারতীয় বাজারে লাভা (Lava)-র ফোনের বিশেষ জনপ্রিয়তা রয়েছে। আর এই কোম্পানির বেশিরভাগ ফোন বাজেট ফ্রেন্ডলি হয়। লাভা গত বছরের নভেম্বরে ভারতে Lava Agni 5G স্মার্টফোন লঞ্চ করেছে। আপ সেই ফোনের জনপ্রিয়তা তুঙ্গে ছিল। ফলে এখন লাভা তার 5G স্মার্টফোন নিয়ে আসতে চলেছে Lava Agni 2 5G-এর হাত ধরে। সম্প্রতি, Lava Agni 2 5G-এর স্পেসিফিকেশন থেকে শুরু করে লঞ্চের তারিখ এবং প্রত্যাশিত দাম ইত্যাদি অনলাইনে প্রকাশিত হয়েছে। তবে চলুন লঞ্চের আগে দেখে নেওয়া যাক এই ফোনের দেম, ফিচার ও স্পেসিফিকেশন।
লাভা অগ্নি 2 5G (Lava Agni 2 5G)-এর প্রত্যাশিত দাম এবং উপলব্ধতা:
দামের কথা বলতে গেলে, Lava Agni 2 5G-এর দাম হতে পারে 20 হাজার টাকা থেকে 25 হাজার টাকার মধ্যে। Agni 2 5G মার্চ বা এপ্রিলের মাঝামাঝি সময়ে লঞ্চ করা হতে পারে। এর আগে Lava Agni 2 স্মার্টফোনটি 8GB RAM + 128GB স্টোরেজ সহ 2021- এর নভেম্বরে 19,999 টাকায় লঞ্চ করা হয়েছিল। তবে ধরা যেতে পারে, এই নতুন স্মার্টফোনটির দাম 25,000 টাকা হবে। কোম্পানি এই আসন্ন Lava Agni 2 5G ফোনের একটি প্রো (Pro) ভেরিয়েন্টও আনতে পারে।
Lava Agni 2 5G-এর ফিচার এবং স্পেসিফিকেশন:
ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে কথা বললে, Lava Agni 2 5G তার আগের ভার্সনের তুলনায় এতে বিশেষ কিছু আপগ্রেড সহ আসবে। এই ফোনে একটি 6.5-ইঞ্চি ডিসপ্লে থাকবে। যার HD+ রেজোলিউশন এবং 90Hz রিফ্রেশ রেট থাকবে। নিরাপত্তার জন্য ফোনে সাইড মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে। ক্যামেরা সেটআপ সম্পর্কে বলতে গেলে, Agni 2 5G ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও OIS সাপোর্ট সহ 50-মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা থাকতে পারে। এছাড়াও এই স্মার্টফোনের সামনে একটি 16-মেগাপিক্সেল সেলফি স্ন্যাপার পাওয়া যাবে।
পুরনো মডেলে Dimensity 810 এর তুলনায় এই ফোনটি MediaTek Dimensity 1080 SoC থাকবে বলে আশা করা হচ্ছে। স্টোরেজ সম্পর্কে বললে, এটিতে 8GB পর্যন্ত বাম্প-আপ র্যামও থাকতে পারে। একই সময়ে, 128 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ পাওয়া যাবে, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যেতে পারে। এই ফোনে একটি 5,000mAh ব্যাটারি থাকবে যা অ্যাডভান্সড 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।