Lava Blaze 1X 5G লঞ্চ হল ভারতে, মাত্র 11,999 টাকার এই ফোনে রয়েছে দুর্দান্ত সব ফিচার

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Apr 30, 2023 | 8:15 AM

Lava Blaze 1X 5G Price: কোম্পানিটি নতুন Lava Blaze 1X ফোনটি ভারতে লঞ্চ করল। এটি একটি 5G স্মার্টফোন। ফোনটিতে 6.5-ইঞ্চি ডিসপ্লে, 90Hz রিফ্রেশ রেট, MediaTek Dimensity 700 চিপসেট এবং আরও অনেক দুর্দান্ত সব ফিচার রয়েছে।

Lava Blaze 1X 5G লঞ্চ হল ভারতে, মাত্র 11,999 টাকার এই ফোনে রয়েছে দুর্দান্ত সব ফিচার

Follow Us

Lava Blaze 1X 5G Features: স্মার্টফোন ব্র্যান্ড LAVA ভারতীয় বাজারে একের পর এক স্মার্টফোন লঞ্চ করে চলেছে। তার মধ্য়েই একটি স্মার্টফোন নিয়ে অনেকদিন ধরেই আলোচনা চলছিল। অবশেষে কোম্পানিটি নতুন Lava Blaze 1X ফোনটি ভারতে লঞ্চ করল। এটি একটি 5G স্মার্টফোন। ফোনটিতে 6.5-ইঞ্চি ডিসপ্লে, 90Hz রিফ্রেশ রেট, MediaTek Dimensity 700 চিপসেট এবং আরও অনেক দুর্দান্ত সব ফিচার রয়েছে। কোম্পানিটি এর আগে Lava Blaze 2, Lava Yuva 2 Pro এবং Lava Agni 2 5G সহ বেশ কয়েকটি স্মার্টফোন লঞ্চ করেছে। সেগুলিও বেশ জনপ্রিয়তা লাভ করেছে। কম বাজেটের স্মার্টফোন হিসেবে যে কোম্পানিটির নাম তালিকার শীর্ষে থাকে, তা আর বলার অপেক্ষা থাকে না। তবে চলুন দেখে নেওয়া যাক এই নতুন স্মার্টফোনের ফিচার ও স্পেসিফিকেশন।

Lava Blaze 1X 5G-এর দাম:

এই নতুন ফোনটিতে আপনি 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাবেন। এই ভ্যারিয়েন্টটির দাম 11,999 টাকা। এই স্মার্টফোনটি গ্লাস গ্রিন এবং গ্লাস ব্লু রঙয়ে কিনতে পারবেন। তবে আপনি যদি একটি কম দামের ফোনের খোঁজ করে থাকেন, তবে এই ফোনটি কিনে নিতেই পারেন।

Lava Blaze 1X 5G-এর ফিচার ও স্পেসিফিকেশন:

লাভার লেটেস্ট স্মার্টফোনটিতে 2.5D কার্ভড স্ক্রিন এবং 90Hz রিফ্রেশ রেট সহ একটি 6.5-ইঞ্চি HD+ ডিসপ্লে রয়েছে। ফটোগ্রাফি এবং ভিডিয়োগ্রাফির জন্য ফোনটিতে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, VGA ডেপথ সেন্সর এবং একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা রয়েছে। সেলফির জন্য সামনে একটি 8-মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে।

চিপসেটটির উপর বিশেষ নজর রেখেছে কোম্পানি। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 700 SoC চিপসেট ব্যবহার করা হয়েছে। এই স্মার্টফোনের চিপসেটটি 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে যুক্ত। অতিরিক্ত 5GB ভার্চুয়াল RAM এবং একটি মাইক্রোএসডি কার্ড দিয়ে ইন্টারনাল স্টোরেজটি 1TB পর্যন্ত বাড়ানো যেতে পারে। এতে একটি 5000mAh ব্যাটারি প্যাক রয়েছে।

Next Article