এসে গেল Lava Blaze NXT, মাত্র 9,299 টাকায় কল রেকর্ডিং সাপোর্ট, 13MP ক্যামেরা

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Nov 25, 2022 | 4:56 PM

Lava Blaze NXT ফোনটি ভারতে নিয়ে আসা হয়েছে 9,299 টাকা দামে। 25 নভেম্বর থেকে ফোনটি লাভার সমস্ত রিটেল নেটওয়ার্কে কেনাকাটির জন্য উপলব্ধ হবে। অন্য দিকে অ্যামাজন ইন্ডিয়া এবং লাভা-র ইস্টোরে 2 ডিসেম্বর থেকে ফোনটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা।

এসে গেল Lava Blaze NXT, মাত্র 9,299 টাকায় কল রেকর্ডিং সাপোর্ট, 13MP ক্যামেরা
এসে গেল লাভার নতুন বাজেট হ্যান্ডসেট।

Follow Us

Lava ভারতে ফের একটি নতুন স্মার্টফোন নিয়ে এল। বৃহস্পতিবার লঞ্চ করেছে Lava Blaze NXT স্মার্টফোন। ফোনটির সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল তার গ্লাস ব্যাক। গত বছর যে Lava Blaze লঞ্চ করেছিল, তারই সাকসেসর মডেল হল লেটেস্ট Lava Blaze NXT। পারফরম্যান্সের দিক থেকে এই ফোনে রয়েছে মিডিয়াটেক হেলিও G37 প্রসেসর। অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে এই ফোনে রয়েছে 13MP ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, 8MP সেলফি ক্যামেরা এবং 4GB পর্যন্ত RAM।

Lava Blaze NXT: দাম ও উপলব্ধতা

Lava Blaze NXT ফোনটি ভারতে নিয়ে আসা হয়েছে 9,299 টাকা দামে। 25 নভেম্বর থেকে ফোনটি লাভার সমস্ত রিটেল নেটওয়ার্কে কেনাকাটির জন্য উপলব্ধ হবে। অন্য দিকে অ্যামাজন ইন্ডিয়া এবং লাভা-র ইস্টোরে 2 ডিসেম্বর থেকে ফোনটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা।

Lava Blaze NXT: ফিচার ও স্পেসিফিকেশন

Lava Blaze NXT ফোনে রয়েছে একটি 6.5 ইঞ্চির স্ক্রিন, যার ঠিক উপরেই সেলফি ক্যামেরার জন্য ডিউ-ড্রপ নচ রয়েছে। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে মিডিয়াটেক হেলিও G37 প্রসেসরের সাহায্যে। এই চিপসেটের ক্লক স্পিড 2.3 Ghz পর্যন্ত।

4GB পর্যন্ত RAM রয়েছে Lava Blaze NXT হ্যান্ডসেটের, যা ভার্চুয়ালি বাড়িয়ে নেওয়া যেতে পারে স্টোরেজ থেকে অতিরিক্ত 3GB নিয়ে। বাজেট ডিভাইসটির ইন্টারনাল স্টোরেজ ক্যাপাসিটি 64GB।

এই নতুন লাভা ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার প্রাইমারি সেন্সর 13MP। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য রয়েছে 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর। ফোনের ব্যাক ক্যামেরাটি টাইম-ল্যাপস, স্লো-মোশন ভিডিয়ো, GIF এবং ডকুমেন্ট স্ক্যানিংয়ের মতো একাধিক ফিচার সাপোর্ট করে।

অত্যন্ত শক্তিশালী একটি 5,000mAh ব্যাটারি রয়েছে এই Lava Blaze NXT হ্যান্ডসেটে। গ্লাস ব্যাক রয়েছে এই ফোনের, যেখানে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও দেওয়া হয়েছে। মোট তিনটি কালার অপশনে হাজির হয়েছে ফোনটি- গ্লাস বলু, গ্লাস রেড এবং গ্লাস গ্রিন।

Lava-র তরফ থেকে দাবি করা হয়েছে, এই নতুন ফোনটি কল রেকর্ডিং সাপোর্ট করে। পাশাপাশি উপভোক্তা অভিজ্ঞতা সমধুর করতে ফোনের সঙ্গে ‘ফ্রি সার্ভিস অ্যাট হোম’ অফার করছে Lava।

Next Article