ভারতীয় কোম্পানি LAVA একটি নতুন 5G স্মার্টফোন লঞ্চ করেছে। বিগত বেশ কয়েকদিন ধরে এই ফোনটি আলোচনার তুঙ্গে। এবার এটি ভারতের বাজারে পা রাখল। ফোনের নাম Lava Blaze Pro 5G। এটি M6 Pro 5G, Realme 11x 5G এবং Realme Narzo 60x 5G-এর মতো ফোনগুলিকে টেক্কা দিতে পারবে বলে আশা করা হচ্ছে। ফোনটিতে একটি বড় ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি এবং একটি ভাল ক্যামেরা রয়েছে। সবচেয়ে অবাক ব্যপার হল এত স্পেসিফিকেশন থাকা সত্ত্বেও ফোনটির দাম 13 হাজার টাকার কম। চলুন জেনে নেওয়া যাক এই ফোনের দাম, ফিচার ও স্পেসিফিকেশন।
Lava Blaze Pro 5G-এর স্পেসিফিকেশন:
লাভা ব্লেজ প্রো 5G-তে একটি বড় 6.78-ইঞ্চি IPS LCD স্ক্রিন রয়েছে, যা 1080 x 2460 পিক্সেলের একটি FHD+ রেজোলিউশন এবং একটি 2.50:9 অনুপাত সাপোর্ট করে। স্ক্রিনটিতে একটি হোল-পাঞ্চ ডিজাইন রয়েছে, আর তাতেই জায়গা পেয়েছে সামনের দিকের ক্যামেরাটি। স্ক্রিনটিতে একটি 120Hz রিফ্রেশ রেট রয়েছে। অর্থাৎ আপনি গেম খেললেও দুর্দান্ত অভিজ্ঞতা পাবেন।
এবার আসা যাক Lava Blaze Pro 5G-এর ক্যামেরায়। কোম্পানিটি ফোনের ক্যামেরার দিকে বিশেষ নজর রেখেছে। সেলফির জন্য, লাভা ব্লেজ প্রো 5জি-তে একটি 8-মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা রয়েছে। পিছনে, ফোনটিতে একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি 2-মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে। ক্যামেরায় 2K ভিডিয়ো ক্যাপচার করতে পারবেন।
Lava Blaze Pro 5G-তে অ্যান্ড্রয়েড 13 ব্যবহার করা হয়েছে। তবে Android 14 OS আপগ্রেড পাবে কি না তা এখনও কোম্পানির তরফে কিছু জানানো হয়নি। ফোনটিতে ডাইমেনসিটি 6020 চিপসেট রয়েছে। এছাড়া এতে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এতে রয়েছে 8 জিবি র্যাম, 8 জিবি ভার্চুয়াল র্যাম, 128 জিবি স্টোরেজ, মাইক্রোএসডি কার্ড সাপোর্ট, 5জি সাপোর্ট সহ ডুয়াল সিম, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, একটি ইউএসবি-সি পোর্ট, একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, 2D ফেস আনলক এবং একটি 3.5 মিমি হেডফোন জ্যাক।
ভারতে লাভা ব্লেজ প্রো 5G-এর দাম কত?
ভারতে Lava Blaze Pro 5G এর দাম 12,499 টাকা। এটি দুটি রঙে কিনতে পারবেন। এই ডিভাইসটি 3 অক্টোবর থেকে Amazon India, Lava ওয়েবসাইট এবং অফলাইন স্টোরগুলিতে পাওয়া যাবে।