7,999 টাকায় ভারতে হাজির Lava Yuva 2 Pro, লুক iPhone 14-র মতো, ফিচার দেখে নিন

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Feb 22, 2023 | 1:00 PM

Lava Yuva 2 Pro ফোনে রয়েছে 6.5 ইঞ্চির HD+ নচ ডিসপ্লে। প্রাইমারি সেন্সর হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে 13MP ক্যামেরা। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে 5MP ফ্রন্ট ফেসিং সেন্সর রয়েছে।

7,999 টাকায় ভারতে হাজির Lava Yuva 2 Pro, লুক iPhone 14-র মতো, ফিচার দেখে নিন
এসে গেল সস্তার নতুন Lava মোবাইল।

Follow Us

Lava New Mobile: দেশি ব্র্যান্ড Lava আবারও একটি কম দামি ফোন নিয়ে হাজির হল। সংস্থার সেই লেটেস্ট ফোনের নাম Lava Yuva 2 Pro, যার দাম মাত্র 7,999 টাকা। এই দাম ধার্য করা হয়েছে ফোনটির 4GB RAM + 64GB স্টোরেজ মডেলের। এই ফোনের গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হল ভার্চুয়াল RAM। তিনটি কালার অপশন রয়েছে এই ফোনের- গ্লাস হোয়াইট, গ্লাস ল্যাভেন্ডার এবং গ্লাস গ্রিন। অতিরিক্ত 3GB ভার্চুয়াল RAM-এর সুবিধাও পাওয়া যাবে এই ফোনে।

কাস্টমাররা Lava Yuva 2 Pro ফোনটি ক্রয় করতে পারবেন লাভা রিটেল নেটওয়ার্ক এবং দেশের একাধিক ই-কমার্স প্ল্যাটফর্মে। এই ফোনের সঙ্গে Doubtnut-এর ফ্রি সাবস্ক্রিপশন অফার করা হচ্ছে, যা ক্লাস 9 থেকে ক্লাস 12-এর পড়ুয়াদের জন্য। এই সাবস্ক্রিপশনের জন্য এক বছরে 12,000 টাকা খরচ করতে হয়।

Lava Yuva 2 Pro: স্পেসিফিকেশনস, ফিচার্স

Lava Yuva 2 Pro ফোনে রয়েছে 6.5 ইঞ্চির HD+ নচ ডিসপ্লে। অটো কল রেকর্ড ফিচার দেওয়া হয়েছে ফোনটিতে। পারফরম্যান্সের দিক থেকে এই ফোন চালিত হচ্ছে মিডিয়াটেক হেলিও G37 প্রসেসরের সাহায্যে। এই চিপসেট আবার পেয়ার করা থাকছে 4GB RAM এবং 64GB স্টোরেজের সঙ্গে। সফটওয়্যার হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেম। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, কোনও প্রি-ইনস্টলড ব্লটওয়্যার দেওয়া হয়নি ফোনটিতে। পাশাপাশি Lava জানিয়েছে, এই ফোনটি Android 13-এ আপগ্রেডেড হয়ে যাবে এবং দুই বছরের সিকিওরিটি আপডেট করা হবে।

ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে Lava Yuva 2 Pro ফোনে। প্রাইমারি সেন্সর হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে 13MP ক্যামেরা। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে 5MP ফ্রন্ট ফেসিং সেন্সর রয়েছে। ক্যামেরার অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে বিউটি, HDR, নাইট, পোর্ট্রেইট, AI, প্রো, প্যানোরমা, স্লো মোশন, ফিল্টার্স, GIF, টাইমল্যাপ্স এবং ইন্টেলিজেন্ট স্ক্যানিং। বেশ বড় এবং শক্তিশালী একটি 5000mAh ব্যাটারি রয়েছে এই ফোনে। বায়োমেট্রিক সিকিওরিটির জন্য একটি সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেওয়া হয়েছে।

Lava Yuva 2 Pro: ফ্রি সার্ভিস

দেশি স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাটি জানিয়েছে, তারা কাস্টমারদের জন্য ‘ফ্রি সার্ভিস অ্যাট হোম’ পরিষেবা চালু করছে। সেই পরিষেবায় কাস্টমাররা ফ্রি-তেই Lava-র সার্ভিস পেয়ে যাবেন। তার জন্য তাঁদের কাছে এক টাকাও চার্জ করা হবে না। তবে ফোন ওয়ারান্টি পিরিয়ডের মধ্যে থাকলেই তবে এই পরিষেবা পাওয়া যাবে।

Next Article