Smartphone Without Holes: স্মার্টফোন তো আমরা সকলেই ব্যবহার করি। কিন্তু সেই স্মার্টফোনে যে কতগুলি ছিদ্র রয়েছে, তা কি আপনি কখনও লক্ষ্য করেছেন? এই যেমন ধরুন, স্মার্টফোন চার্জ করার জন্য বিভিন্ন সকেট, স্পিকার থেকে শুরু করে হেডফোন জ্যাকের জন্য যে সব ছিদ্রগুলি থাকে আর কী! ফোনের মধ্যে থাকা এই সব ফুটোগুলি চার্জিং বা গান শোনার এসবের জন্য জরুরি ঠিকই। কিন্তু এগুলি অনেক সময় ফোনের জন্য বিপজ্জনকও হতে পারে। গরমে আপনার শরীর থেকে ঝরে পড়া তীব্র ঘাম যদি সেই ছিদ্রগুলিতে ঢুকে যায় বা বৃষ্টির জল যদি তাতে পৌঁছে যায়, তাহলে ফোনের বিভিন্ন উপাদান ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এবার এমনই একটা ফোন আসছে, যাতে কোনও ছিদ্র থাকবে না। সেই ফোনের নাম Meizu Zero।
তবে এখন অনেক ফোনই আছে, যেগুলিতে আইপি রেটিং দেওয়া হয়। ধুলো এবং জল থেকে সুরক্ষিত রাখার জন্য এই রেটিং দেওয়া হয় ফোনগুলিতে। তবে Meizu Zero নামক যে ফোনটি হাজির হয়েছে, তা এক্কেবারে অন্যরকম। ফোনটিতে একটাও ছিদ্র নেই এবং এর বডি সম্পূর্ণরূপে সিল করা রয়েছে। তার কারণে এতে কখনও ধুলো এবং জল প্রবেশ করতে পারে না। Meizu Zero নামক ফোনটি সম্পর্কে বিস্তারিত তথ্যগুলি জেনে নেওয়া যাক।
Meizu Zero: এক অদ্ভুত স্মার্টফোন
2019 সালে চিনের বাজারে লঞ্চ করে Meizu Zero নামক ফোনটি। কোম্পানির তরফ থেকে দাবি করা হয়েছে, ফোনের স্পিকার বা চার্জিংয়ের জন্য়ও এতে কোনও ছিদ্র দেওয়া হয়নি। ফোনটির পাওয়ার এবং ভলিউম বাটনগুলির জন্য সাইডে রয়েছে একটি বিশেষ টাচ প্যানেল। স্পিকারের জন্য ডিসপ্লেতেই একটি অপশন রয়েছে। ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে এই ফোনটি। ফিজ়িক্যাল সিমের পরিবর্তে এতে রয়েছে e-SIM। এছাড়াও ধুলো এবং জল থেকে সুরক্ষিত থাকার জন্য ফোনটি IP68 রেটিং প্রাপ্ত।
Meizu Zero: স্পেসিফিকেশন
ফিচার ও স্পেসিফিকেশনের দিক থেকে Meizu Zero ফোনে রয়েছে Android 7 অপারেটিং সিস্টেম। ফোনটিতে রয়েছে 5.99 ইঞ্চির HD+ সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রেজ়োলিউশন 1080×2160 পিক্সেল। 2.5D কার্ভড গ্লাস প্রোটেকশন দেওয়া হয়েছে ফোনটিতে। পারফরম্যান্সের জন্য Snapdragon 845 প্রসেসর দ্বারা চালিত হবে ফোনটি। গ্রাফিক্সের জন্য এই হ্যান্ডসেটে রয়েছে অ্যাড্রিনো 630 GPU।
ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে ফোনটিতে। ফোনের পিছনে রয়েছে একটি 12MP সেন্সর এবং আর একটি 20MP টেলিফটো লেন্স। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে 20MP ফ্রন্ট ফেসিং সেন্সর। বায়োমেট্রিক সিকিওরিটির জন্য রয়েছে ফেস আনলক ফিচার। কানেক্টিভিটির জন্য একটি 18W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে।
বিশ্ববাজারে ফোনটিকে নিয়ে আসা হয় 1,299 মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় 92,000 টাকায়। তবে ফোনটি সে ভাবে জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। তাই, Meizu Zero ফোনটি এর মধ্যেই বাজার থেকে তুলেও নেওয়া হয়েছে।