Mi Fan Festival: বছর শেষের সবথেকে বড় সেল নিয়ে হাজির হল Xiaomi। সেই No. 1 Mi Fan Festival শীর্ষক সেলে শাওমির একাধিক স্মার্টফোন ও অ্যাক্সেসারিজ়ে আকর্ষণীয় ছাড় দেওয়া হচ্ছে। সেল ইভেন্টটি ইতিমধ্যেই ভারতে লাইভ হয়ে গিয়েছে এবং তা চলবে 21 ডিসেম্বর পর্যন্ত। এই সেলে সবথেকে বড় ছাড় যে দুই ফোনে দেওয়া হচ্ছে, সেগুলি হল Xiaomi 12 Pro এবং Redmi K50i। এই দুই ফোনেই 8,000 টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবেন কাস্টমাররা। সেই সঙ্গেই আবার থাকছে একাধিক ব্যাঙ্কেরও বেশ কিছু অফার।
No. 1 Mi Fan Festival: দুর্দান্ত ছাড় মিলছে Xiaomi 12 Pro ফোনে
প্রিমিয়াম অ্যান্ড্রয়েড স্মার্টফোন কেনার চিন্তাভাবনা করলে আপনার জন্য দুরন্ত অপশন হতে পারে Xiaomi 12 Pro। এমনিতে মার্কেটে এই ফোনের 8GB RAM ভ্যারিয়েন্টের দাম 55,999 টাকা। অন্য দিকে ফোনের 12GB RAM ভ্যারিয়েন্টের দাম 59,999 টাকা। দুটি মডেলেই রয়েছে 256GB পর্যন্ত স্টোরেজ। এখন শাওমি এই দুই মডেলেই 8,000 টাকা করে ছাড় দিচ্ছে। ফলে, মডেল দুটির দাম হয়ে যাচ্ছে 47,999 টাকা এবং 51,999 টাকা।
পাশাপাশি এই ফোনের সঙ্গে 7,000 টাকার এক্সচেঞ্জ অফারও দিচ্ছে শাওমি। প্রসঙ্গত, এই Xiaomi 12 Pro ভারতের একমাত্র স্মার্টফোন, যাতে তিনটে 50MP ক্যামেরা রয়েছে। এই ফোনটি 120W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
No. 1 Mi Fan Festival: অফার মিলছে Redmi K50i ফোনে
এদিকে Redmi K50i হল বেশ ভাল একটি মিড-বাজেট স্মার্টফোন, যাতে পারফরম্যান্সের জন্য Dimensity 8100 প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনের অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে 144Hz ডিসপ্লে, 5G কানেক্টিভিটি, UFS 3.1 স্টোরেজ, 67W ফাস্ট চার্জিং, 64MP ট্রিপল ক্যামেরা এবং ডলবি অ্যাটমস স্পিকার।
এখন ছাড়ের পর Redmi K50i-এর 6GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম 23,999 টাকা। 8GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম 26,999 টাকা। এই ছাড়ের পর আবার যে সব কাস্টমারের কাছে HDFC বা SBI-এর কার্ড রয়েছে, তাঁরা স্টোরেজ মডেল দুটি পেয়ে যাবেন যথাক্রমে 20,999 টাকা এবং 23,999 টাকায়।