Mobile Under 10,000: মোবাইল ফটোগ্রাফির শখ রয়েছে? 10,000 টাকার কমে পাবেন এসব সেরা স্মার্টফোন

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jun 20, 2023 | 8:45 AM

Affordable Smartphones: ভারতীয় বাজারে কম দাম থেকে শুরু করে বেশি দাম, অনেক স্মার্টফোন রয়েছে। আপনি মাত্র 10 হাজার টাকার মধ্যে অনেক দুর্দান্ত সব মোবাইল পেয়ে যাবেন।

1 / 8
একটি ভাল স্মার্টফোন কিনতে চান? অথচ বাজেটের কথা ভেবে কিনে উঠতে পারছেন না? বার বার কেনার প্ল্যান করেও পিছিয়ে আসছেন, শুধুমাত্র পকেট ফ্রেন্ডলি মোবাইল পাচ্ছেন না বলে? মোবাইল দিয়ে ফটো তোলার শখ থাকলে আপনি ভাল ক্যামেরার কিছু ফোন পেয়ে যাবেন, তাও আবার 10 হাজারের মধ্যে।

একটি ভাল স্মার্টফোন কিনতে চান? অথচ বাজেটের কথা ভেবে কিনে উঠতে পারছেন না? বার বার কেনার প্ল্যান করেও পিছিয়ে আসছেন, শুধুমাত্র পকেট ফ্রেন্ডলি মোবাইল পাচ্ছেন না বলে? মোবাইল দিয়ে ফটো তোলার শখ থাকলে আপনি ভাল ক্যামেরার কিছু ফোন পেয়ে যাবেন, তাও আবার 10 হাজারের মধ্যে।

2 / 8
ভারতীয় বাজারে কম দাম থেকে শুরু করে বেশি দাম, অনেক স্মার্টফোন রয়েছে। আপনি মাত্র 10 হাজার টাকার মধ্যে অনেক দুর্দান্ত সব মোবাইল পেয়ে যাবেন। তাতে দামি ফোনের মতোই সব ফিচার রয়েছে। এমনকি ক্যামেরারও দুর্দান্ত। চলুন সেই সব ফোনের তালিকা দেখে নেওয়া যাক।

ভারতীয় বাজারে কম দাম থেকে শুরু করে বেশি দাম, অনেক স্মার্টফোন রয়েছে। আপনি মাত্র 10 হাজার টাকার মধ্যে অনেক দুর্দান্ত সব মোবাইল পেয়ে যাবেন। তাতে দামি ফোনের মতোই সব ফিচার রয়েছে। এমনকি ক্যামেরারও দুর্দান্ত। চলুন সেই সব ফোনের তালিকা দেখে নেওয়া যাক।

3 / 8
Samsung Galaxy F13: এই স্মার্টফোনটি সম্প্রতি লঞ্চ হয়েছে। এতে 6.6-ইঞ্চি FHD Plus LCD ডিসপ্লে, 50MP প্রাথমিক ক্যামেরা এবং সামনে 8MP ক্যামেরা রয়েছে। এছাড়াও, MediaTek Helio G80 প্রসেসর, 6000 mAh ব্যাটারি 15W ফাস্ট চার্জিং সাপোর্ট পেয়ে যাবেন। স্মার্টফোনটির দাম 9,699 টাকা।

Samsung Galaxy F13: এই স্মার্টফোনটি সম্প্রতি লঞ্চ হয়েছে। এতে 6.6-ইঞ্চি FHD Plus LCD ডিসপ্লে, 50MP প্রাথমিক ক্যামেরা এবং সামনে 8MP ক্যামেরা রয়েছে। এছাড়াও, MediaTek Helio G80 প্রসেসর, 6000 mAh ব্যাটারি 15W ফাস্ট চার্জিং সাপোর্ট পেয়ে যাবেন। স্মার্টফোনটির দাম 9,699 টাকা।

4 / 8
Realme Narzo N53: এটিও একটি দুর্দান্ত মিড রেঞ্জ স্মার্টফোন। এতে MediaTek Helio G96 প্রসেসর, 6.6-ইঞ্চি FHD প্লাস ডিসপ্লে, 50MP প্রাইমারি ক্যামেরা এবং 33W ফাস্ট চার্জিং সহ 5000 mAh ব্যাটারি রয়েছে। Flipkart-এ স্মার্টফোনটির দাম 8,999 টাকা।

Realme Narzo N53: এটিও একটি দুর্দান্ত মিড রেঞ্জ স্মার্টফোন। এতে MediaTek Helio G96 প্রসেসর, 6.6-ইঞ্চি FHD প্লাস ডিসপ্লে, 50MP প্রাইমারি ক্যামেরা এবং 33W ফাস্ট চার্জিং সহ 5000 mAh ব্যাটারি রয়েছে। Flipkart-এ স্মার্টফোনটির দাম 8,999 টাকা।

5 / 8
Xiaomi Redmi 10: এই স্মার্টফোনটিতে 6.52 ইঞ্চি HD Plus ডিসপ্লে, 50MP প্রাইমারি ক্যামেরা এবং 5000 mAh ব্যাটারি রয়েছে। স্মার্টফোনটিতে MediaTek Helio G88 প্রসেসর এবং সামনে 13MP ক্যামেরা পাবেন। এই ফোনটির দাম 9,499 টাকা।

Xiaomi Redmi 10: এই স্মার্টফোনটিতে 6.52 ইঞ্চি HD Plus ডিসপ্লে, 50MP প্রাইমারি ক্যামেরা এবং 5000 mAh ব্যাটারি রয়েছে। স্মার্টফোনটিতে MediaTek Helio G88 প্রসেসর এবং সামনে 13MP ক্যামেরা পাবেন। এই ফোনটির দাম 9,499 টাকা।

6 / 8
Nokia C32: Flipkart-এ এই স্মার্টফোনটির দাম 9,499 টাকা। ফোনটিতে 6.52 ইঞ্চি ডিসপ্লে, 50MP প্রাথমিক ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, Android 13 এবং সামনে 8MP ক্যামেরা রয়েছে। এটি কোম্পানিটির জনপ্রিয় একটি কম দামের ফোন।

Nokia C32: Flipkart-এ এই স্মার্টফোনটির দাম 9,499 টাকা। ফোনটিতে 6.52 ইঞ্চি ডিসপ্লে, 50MP প্রাথমিক ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, Android 13 এবং সামনে 8MP ক্যামেরা রয়েছে। এটি কোম্পানিটির জনপ্রিয় একটি কম দামের ফোন।

7 / 8
এই সব স্মার্টফোনেই রয়েছে দুর্দান্ত ক্যামেরা। আপনি এই রেঞ্জের মধ্যে বাজারে আরও অনেক ফোন পেয়ে যাবেন। তবে এই ফোনগুলি 10 হাজার টাকার মধ্যে আসা জনপ্রিয় কিছু ফোন। বাজারে এই সব ফোনগুলির চাহিদা তুঙ্গে।

এই সব স্মার্টফোনেই রয়েছে দুর্দান্ত ক্যামেরা। আপনি এই রেঞ্জের মধ্যে বাজারে আরও অনেক ফোন পেয়ে যাবেন। তবে এই ফোনগুলি 10 হাজার টাকার মধ্যে আসা জনপ্রিয় কিছু ফোন। বাজারে এই সব ফোনগুলির চাহিদা তুঙ্গে।

8 / 8
অনেক সময় কোম্পানিগুলি তাদের ফোনের উপর অনেক অফার দেয়। আপনি চাইলে সেই অফারেও কিনে নিতে পারেন। এতে একটু বেশি দামের ফোনও আপনি 10 হাজারের মতো পেয়ে যাবেন। যদি আরও অন্যান্য সব ফিচারের ফোন কিনতে চান, তাহলে আপনার বাজেট একটু বাড়াতে হবে।

অনেক সময় কোম্পানিগুলি তাদের ফোনের উপর অনেক অফার দেয়। আপনি চাইলে সেই অফারেও কিনে নিতে পারেন। এতে একটু বেশি দামের ফোনও আপনি 10 হাজারের মতো পেয়ে যাবেন। যদি আরও অন্যান্য সব ফিচারের ফোন কিনতে চান, তাহলে আপনার বাজেট একটু বাড়াতে হবে।

Next Photo Gallery