13,999 টাকা লাগবে না, 50MP ক্যামেরার এই দুর্ধর্ষ Motorola স্মার্টফোন এখন মাত্র 9,999 টাকায়

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jun 19, 2023 | 3:23 PM

Flipkart Super Value Day সেলে আপনি Samsung, Realme, Vivo-র মতো একাধিক ব্র্যান্ডের স্মার্টফোনে পেয়ে যাবেন আকর্ষণীয় অফার। তবে সবথেকে বড় অফারটি পাবেন একটি Motorola স্মার্টফোনে। আর সেই ফোনটা হল Moto G13।

13,999 টাকা লাগবে না, 50MP ক্যামেরার এই দুর্ধর্ষ Motorola স্মার্টফোন এখন মাত্র 9,999 টাকায়
মোটোরোলার জনপ্রিয় স্মার্টফোনে দেদার অফার।

Follow Us

Moto G13 OFFER Price: নতুন ফোন কেনার চিন্তাভাবনা করছেন? Flipkart আপনার জন্য দুর্দান্ত অফার নিয়ে এসেছে। ই-কমার্স প্ল্যাটফর্মটিতে সম্প্রতি Flipkart Super Value Day সেল শুরু হয়েছে। এই সেলে কাস্টমাররা খুবই কম দামে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন ক্রয় করতে পারবেন। সবথেকে আকর্ষণীয় অফার হল 0% নো কস্ট EMI অফার থাকছে। পাশাপাশি 10 দিনের জন্য থাকছে এক্সচেঞ্জ অফারও। এছাড়াও আপনার কাছে যদি HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকে, তাহলে আপনি আরও অতিরিক্ত 5,250 টাকা পর্যন্ত ছাড় পেয়ে যেতে পারেন। এই ফ্লিপকার্ট সেলে আপনি Samsung, Realme, Vivo-র মতো একাধিক ব্র্যান্ডের স্মার্টফোনে পেয়ে যাবেন আকর্ষণীয় অফার। তবে সবথেকে বড় অফারটি পাবেন একটি Motorola স্মার্টফোনে। আর সেই ফোনটা হল Moto G13।

অফার ছাড়া ফ্লিপকার্টে Moto G13-র দাম 13,999 টাকা। অফারে এই ফোনই আপনি পেয়ে যাচ্ছেন 9,999 টাকায়। সেই দাম ফোনের 4GB + 128GB স্টোরেজ মডেলের। এখন এই ফোন আপনি যখন এতটা কম দামে ক্রয় করতে পারছেন, তখন তাতে কী-কী ফিচার ও স্পেসিফিকেশন রয়েছে, অতি অবশ্যই আপনাকে জেনে নিতে হবে।

এই Moto G13 হ্যান্ডসেটে রয়েছে একটি 6.5 ইঞ্চির HD + LCD ডিসপ্লে, যার রেজ়োলিউশন 720 x 1600 পিক্সেল এবং রিফ্রেশ রেট 90Hz। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হচ্ছে আর্ম Mali-G52 MC2 GPU সহ একটি অক্টা-কোর MediaTek Helio G85 প্রসেসরের সাহায্যে। সফটওয়্যার হিসেবে এই মোটোরলা হ্যান্ডসেটে রয়েছে Android 13 ভিত্তিক অপারেটিং সিস্টেম। এছাড়া ধুলো-বালি থেকে রক্ষা করার জন্য IP52 রেটিং দেওয়া হয়েছে ফোনটিতে।

ফটোগ্রাফির জন্য চমৎকার ক্যামেরা সেটআপও রয়েছে এই ফোনে। রয়েছে একটি 50MP প্রাইমারি ক্যামেরা। সেকেন্ডারি সেন্সর হিসেবে একটি 2MP ম্যাক্রো এবং আর একটি 2MP ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য রয়েছে একটি 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর।

বেশ বড় এবং শক্তিশালী একটি 5000mAh ব্যাটারি রয়েছে ফোনটিতে, যা 10W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। কানেক্টিভিটির জন্য রয়েছে, 4G, Wi-Fi 802.11 a/b/g/n/ac, Bluetooth 4.2 এবং GPS-এর সাপোর্ট। ফোনটি 5G না হলেও ডুয়াল সিম সাপোর্ট করবে।

Next Article