মাত্র 9999 টাকায় লঞ্চ হচ্ছে Motorola-র নয়া ফোন, এত সস্তায় 16 ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ!

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jul 25, 2023 | 10:27 AM

Moto G14 Price: লঞ্চের আগেই ফোনটির স্পেসিফিকেশনও সামনে এসেছে। Moto G14 ফোনটিতে 4GB RAM এবং 128GB স্টোরেজ সহ Octa Core Unisoc T616 প্রসেসর থাকবে। ফোনটিতে কোম্পানি 3 বছরের সিকিওরিটি আপডেটও দেবে বলে জানিয়েছে কোম্পানিটি।

মাত্র 9999 টাকায় লঞ্চ হচ্ছে Motorola-র নয়া ফোন, এত সস্তায় 16 ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ!

Follow Us

Moto G14 Price: বিগত কয়েকদিন ধরেই Motorola-র একটি আসন্ন ফোন নিয়ে আলোটনা তুঙ্গে। কোম্পানিটি বছর শুরু থেকেই একের পর এক নতুন ফোন এনে হাজির করছে ভারতীয় বাজারে। এবার সেই মতোই Motorola ভারতে তার সাশ্রয়ী মূল্যের ফোন Moto G14 লঞ্চ করতে চলেছে। এবার ই-কমার্স সাইট ফ্লিপকার্টের তরফে ফোনটির লঞ্চ ডেট জানানো হয়েছে। চলতি বছরের 1 আগস্ট থেকে আপনি ফোনটির প্রি-বুকিং করতে পারবেন। লঞ্চের আগেই ফোনটির স্পেসিফিকেশনও সামনে এসেছে। Moto G14 ফোনটিতে 4GB RAM এবং 128GB স্টোরেজ সহ Octa Core Unisoc T616 প্রসেসর থাকবে। ফোনটিতে কোম্পানি 3 বছরের সিকিওরিটি আপডেটও দেবে বলে জানিয়েছে কোম্পানিটি।

দাম কত Moto G14-এর?

চলতি বছরের শুরুতে ভারতে লঞ্চ হওয়া Moto G13-তে আপগ্রেড হিসাবে স্মার্টফোনটি বাজারে আনা হচ্ছে। ফোনটির 4GB RAM এবং 64GB স্টোরেজ মডেলটির দাম 9,999 টাকা। Moto G14-এর একটি ল্যান্ডিং পেজ Flipkart-এ লাইভ হয়েছে। ভারতে স্মার্টফোনটির লঞ্চের তারিখ রাখা হয়েছে 1 আগস্ট। ফোনটি একই দিনে দুপুর 12টা থেকে প্রি-অর্ডার করা যাবে। ফোনটি নীল এবং ধূসর রঙে কিনতে পারবেন।

Moto G14-এর স্পেসিফিকেশন:

Motorola ইতিমধ্যেই ফোনটির কিছু স্পেসিফিকেশন সামনে এনেছে। সেই তথ্য অনুযায়ী, আসন্ন Moto G14-এ একটি 6.5-ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে থাকবে। ফোনটিতে একটি অক্টা-কোর ইউনিসক T616 প্রসেসর দেওয়া হবে। ফোনটি 4GB RAM এবং 128GB UFS 2.2 স্টোরেজ সহ দেওয়া হবে। ফোনটি অ্যান্ড্রয়েড 13 আউট-অফ-দ্য-বক্সে চলবে। এটিতে 3 বছরের জন্য সিকিওরিটি আপডেট পাবেন। একই সময়ে, ফোনটি Android 14 এর আপগ্রেডও থাকতে পারে। ফোনটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং এলইডি ফ্ল্যাশ পাওয়া যাবে। ফোনে একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা পাওয়া যাবে। ফোনটির ফ্রন্ট ক্যামেরা সম্পর্কে কোম্পানি এখনও কোনও তথ্য দেয়নি।

ফোনটিতে 20W চার্জিং সাপোর্ট সহ 5,000mAh ব্যাটারি থাকবে। একবার চার্জে আপনি ফোনে 34 ঘন্টা টকটাইম এবং 16 ঘন্টা ভিডিয়ো স্ট্রিমিং করতে পারবেন। এতে IP52 রেটিং, বায়োমেট্রিক-এর জন্য সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।

Next Article