Moto G62 5G লঞ্চ হয়ে গেল ভারতে, 17999 টাকায় 50MP ক্যামেরা + 120Hz ডিসপ্লে

Moto G62 5G Price And Specifications: ভারতে ফের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করল মোটোরোলা। সেই মোটো জি62 5G ফোনের দাম ও ফিচার সংক্রান্ত সব তথ্য একনজরে দেখে নিন।

Moto G62 5G লঞ্চ হয়ে গেল ভারতে, 17999 টাকায় 50MP ক্যামেরা + 120Hz ডিসপ্লে
মিড-রেঞ্জ সেগমেন্টে Moto G62 5G ফোনটি ভারতে লঞ্চ করল মোটোরোলা।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 11, 2022 | 4:53 PM

ভারতে প্রায় প্রতি মাসেই ফোন লঞ্চের পরিকল্পনা নিয়েছে মোটোরোলা। বিভিন্ন প্রাইস পয়েন্টে সংস্থাটি ইতিমধ্যেই একাধিক হ্যান্ডসেট নিয়ে হাজির হয়েছে। আগামী কয়েক মাসে আরও একাধিক মডেল লঞ্চ করবে মোটোরোলা। বৃহস্পতিবার মিড-রেঞ্জ সেগমেন্টে একটি নতুন ফোন নিয়ে এল সংস্থা, যার নাম Moto G62 5G। এই 5G হ্যান্ডসেটের কিছু গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে 5,000mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে। IP52 রেটিং প্রাপ্ত এই স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার প্রাইমারি সেন্সর 50MP।

Moto G62 5G: দাম, উপলব্ধতা

Moto G62 5G ফোনটি ভারতে মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। তাদের মধ্যে 6GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম 17,999 টাকা। আবার 8GB RAM + 128GB স্টোরেজ মডেলটির দাম 19,999 টাকা। ফ্লিপকার্টে ইতিমধ্যেই কেনাকাটির জন্য উপলব্ধ হয়েছে ফোনটি। লঞ্চ অফারে HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য থাকছে 1,500 টাকা ছাড়। এছাড়াও, সিটি ব্যাঙ্ক ও ব্যাঙ্ক অফ বরোদার কাস্টমাররা এই Moto G62 5G ফোনে 10% ছাড় পেয়ে যাবেন।

Moto G62 5G: ফিচার, স্পেসিফিকেশন

এই Moto G62 5G ফোনে রয়েছে 6.55 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যা ফুল HD+ রেজ়োলিউশন সাপোর্ট করে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 120Hz। ফোনটি IP52 রেটেড, অর্থাৎ নোংরা ও জল থেকে সম্পূর্ণ ভাবে সুরক্ষিত। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, ফোনটি কিন্তু ওয়াটারপ্রুফ নয়, কেবল ওয়াটার স্প্ল্যাশ দ্বারা সুরক্ষিত।

পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে স্ন্যাপড্রাগন 695 প্রসেসরের সাহায্যে, যা একটি মিড-রেঞ্জ চিপ। সফটওয়্যার হিসেবে এই Moto G62 ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড 12 আউট অফ দ্য বক্স অপারেটিং সিস্টেম। এই ফোনের আর একটি গুরুত্বপূর্ণ ফিচার হল থিঙ্কশিল্ড সিকিওরিটি, যা হ্যাকারের হানা থেকে ফোনটিকে রক্ষা করবে। সংস্থার তরফে দাবি করা হয়েছে, পরবর্তী তিন বছর সম্পূর্ণ বিনামূল্যে সিকিওরিটি আপডেট পাবে ফোনটি। এর অর্থ হল Moto G62 ফোনটি অ্যান্ড্রয়েড 13 সফটওয়্যার আপডেটও পেয়ে যাবেন।

এই ফোনের পিছনে রয়েছে তিনটে ক্যামেরা। প্রাইমারি সেন্সর হিসেবে একটি 50MP সেন্সর দেওয়া হয়েছে। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে একটি 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, যা ডেপথ সেন্সর হিসেবেও কাজ করবে। ক্লোজ়-আপ শটসের জন্য ফোনটিতে রয়েছে একটি ম্যাক্রো সেন্সর। যদিও সেই 2MP ক্যামেরার মাধ্যমে আপনি খুব যে ভাল ছবি তুলতে পারবেন, এমনটা নয়। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে একটি 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে।

অত্যন্ত শক্তিশালী একটি 5,000mAh ব্যাটারি রয়েছে এই Moto G62 স্মার্টফোনে। একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এতে। মাইক্রোএসডি কার্ডেরও সাপোর্ট রয়েছে, যার মাধ্যমে ফোনের স্টোরেজ অনেকটাই বাড়িয়ে নিতে পারবেন ব্যবহারকারীরা। এছাড়াও এই ডিভাইসে রয়েছে ডুয়াল স্পিকার্স, যা স্টিরিও সাউন্ড অফার করবে।